সলোমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
A
ভারত মহাসাগর
B
প্রশান্ত মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর
D
আর্কটিক মহাসাগর
উত্তরের বিবরণ
সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জসমূহ মহাসাগর অনুযায়ী:
১. প্রশান্ত মহাসাগর:
পাপুয়া নিউগিনি, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পালাউ, নাউরু, তাহিতি, ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ ইত্যাদি।
২. আটলান্টিক মহাসাগর:
যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জ্যামাইকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা ইত্যাদি।
৩. ভারত মহাসাগর:
মাদাগাস্কার, সেইসিলিশ, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বিভাজন:
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জকে ভৌগোলিকভাবে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা হয়: মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া।
১. মাইক্রোনেশিয়া:
নাউরু, পালাউ, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া।
২. মেলানেশিয়া:
সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি।
৩. পলিনেশিয়া:
টোঙ্গা, টুভ্যালু, সামোয়া।
উৎস: World Atlas.

0
Updated: 1 month ago
'The lady with the Lamp' নামে পরিচিত-
Created: 1 month ago
A
হেলেন কেলার
B
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
C
মাদার তেরেসা
D
সরােজিনী নাইডু
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত এবং ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে ১৯১০ সালের ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি Lady with the Lamp নামে পরিচিত।
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালীয় নাগরিক ছিলেন।
-
১৮৬০ সালে তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং নামে পরিচিত।
-
তিনি ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩–১৮৫৬) আহত সৈন্যদের চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখেন, দিনে কাজ করে রাতের বেলায় চিকিৎসা প্রদান করতেন।
-
এই অসাধারণ চিকিৎসা সেবার জন্য তাকে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে সম্মানিত করা হয়।
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
১৯০৭ সালে তিনি প্রথম নারী হিসেবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে লন্ডন নগরী তাকে ‘অনারারি ফ্রিডম’ উপাধি প্রদান করে।

0
Updated: 1 month ago
বাংলাদেশ সদস্য নয় :
Created: 1 week ago
A
ILO
B
SAARC
C
NATO
D
BIMSTEC
বাংলাদেশ কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একটি পুরস্কার প্রবর্তন করেছে, যা প্রথমবার দেওয়া হয় মুজিববর্ষ ২০২০ উপলক্ষে। এই পুরস্কার মূলত কূটনৈতিক কর্মকাণ্ডে অসামান্য সাফল্য দেখানো কূটনীতিকদের জন্য।
-
২০২০ সালে প্রবর্তিত এই পুরস্কারের প্রথম নাম ছিল বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।
-
পরে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স (Bangabandhu Medal for Diplomatic Excellence) রাখা হয়।
-
পুরস্কারটি প্রদান করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
প্রতি বছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত একজন বিদেশি কূটনীতিককে এ পদক দেওয়া হবে।
-
২০২২ সালে এই পুরস্কারটি লাভ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

0
Updated: 1 week ago
ভারত মহাসাগরের গভীরতম স্থান-
Created: 1 month ago
A
মারিয়ানা ট্রেঞ্চ
B
সুন্ডা ট্রেঞ্চ
C
কেপ ম্যাটাপন
D
পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
গভীরতম স্থানসমূহ মহাসাগর ও সাগরে
-
প্রশান্ত মহাসাগর: মারিয়ানা ট্রেঞ্চ
-
আটলান্টিক মহাসাগর: পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
-
ভারত মহাসাগর: সুন্ডা ট্রেঞ্চ
-
দক্ষিণ মহাসাগর: দক্ষিণ স্যান্ডউইচ ট্রেঞ্চ
-
উত্তর মহাসাগর: কেপ ম্যাটাপন
-
ভূমধ্যসাগর: অফ কেপ ম্যাটাপান
-
ক্যারিবিয়ান সাগর: অফ কেম্যান দ্বীপপুঞ্জ

0
Updated: 1 month ago