'কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
A
ভারত ও নেপাল
B
পাকিস্তান ও চীন
C
ভুটান ও ভারত
D
বাংলাদেশ ও ভারত
উত্তরের বিবরণ
কালাপানি অঞ্চল
কালাপানি হলো ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত একটি এলাকা। এটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত এবং বর্তমানে ভারতের প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
মূল তথ্য:
-
নেপাল ও ভারতের মধ্যে প্রায় ১৬ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
-
এই সীমান্তে কয়েকটি স্থানের ওপর বিরোধ আছে। বিশেষ করে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অঞ্চলের ওপর দ্বিপাক্ষিক মতভেদ দেখা যায়।
-
কালাপানি নেপালের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত, যার দক্ষিণে ভারতের কুমায়ুন অঞ্চল এবং উত্তরে চীনের তিব্বত রয়েছে।
-
এই অঞ্চল ভারত, নেপাল ও চীনের সংযোগস্থল হিসেবে পরিচিত।
উৎস: BBC, ১৯ মে ২০২০

0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়ােজন?
Created: 1 month ago
A
২৫০০
B
১৯৯১
C
১৯৫০
D
১৮৯০
২০২০ সালের ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন। নির্বাচনের আগে সুপার টুইসডে'র ফলাফলে বাইডেন এগিয়ে ছিলেন।
রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হিসেবে জয় পেতে হলে বার্ণি বা বাইডেনকে ১৯৯১ ভোটের সমর্থন প্রয়োজন হতো।
-
ডেমোক্র্যাটিক পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান রাজনৈতিক দল।
-
যুক্তরাষ্ট্রে প্রধান দুটি রাজনৈতিক দল হলো ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি।
-
ডেমোক্র্যাটিক পার্টির লোগো গাধা, আর রিপাবলিকান পার্টির লোগো হাতি।
-
জোসেফ রবিনেট বাইডেন একজন মার্কিন রাজনীতিবিদ এবং ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
-
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি।
-
২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি শপথ নেন।

0
Updated: 1 month ago
কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভূক্ত?
Created: 1 month ago
A
IDB
B
IMF
C
WTO
D
ADB
Bretton Woods সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোর পুনর্গঠন, আর্থিক সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক বাণিজ্যের কাঠামো নির্ধারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতা অংশ নেন। এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
-
স্থান ও সময়: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র; ১-২২ জুলাই, ১৯৪৪
-
প্রধান উদ্যোক্তা: যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes
-
তাদের দুজনকেই বিশ্বব্যাংক ও IMF-এর প্রতিষ্ঠাতা পিতা (Founding Fathers) বলা হয়
-
ফলাফল: সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF এবং পরে GATT গঠিত হয়
IMF (International Monetary Fund):
-
পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯০টি
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি – ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো এবং ইউয়ান

0
Updated: 1 month ago
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
Created: 1 month ago
A
তুর্কমেন
B
উইঘুর
C
তাজিক
D
কাজাখ
উইঘুর জাতি
উইঘুররা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
অন্যান্য উল্লেখযোগ্য জাতি ও উপজাতি:
-
কুর্দি: পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের ইরানি বংশোদ্ভুত জাতি। দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক ও উত্তর সিরিয়ায় বসবাস।
-
মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী জাতি।
-
তাতার: তুর্কি বংশোদ্ভুত উপজাতি, মূলত ইউরোপ ও এশিয়ায় বাস।
-
কারেন: মিয়ানমারের সীমান্তবর্তী স্বাধীনতাকামী উপজাতি।
-
গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
-
টোডা: দক্ষিণ ভারতের উপজাতি, যারা বহুস্বামী বিবাহ প্রথা মেনে চলে।
-
পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতি।
-
এক্সিমো: সাইবেরিয়া, রাশিয়ায় বসবাসকারী উপজাতি, কুকুরচালিত স্লেজ ব্যবহার করে।
-
পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতির উপজাতি।
-
জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
-
রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী জনগণ।
-
আফ্রিদি: পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসকারী পশতুন নৃগোষ্ঠী।
উৎস: Britannica

0
Updated: 1 month ago