বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
A
ইন্দোনেশিয়া
B
মালয়েশিয়া
C
মালদ্বীপ
D
পাকিস্তান
উত্তরের বিবরণ
বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ইতিহাস
বাংলাদেশ স্বাধীনতার পর বিভিন্ন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হলো:
-
প্রথম অনারব ও আফ্রিকান দেশ:
-
প্রথম মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৩১ জানুয়ারি।
-
প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি।
-
-
বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া আরব দেশসমূহ:
-
ইরাক: আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২।
-
লেবানন: ২৮ মার্চ ১৯৭৩।
-
ইরান: ২২ ফেব্রুয়ারি ১৯৭৪।
-
সৌদি আরব: ১৬ আগস্ট ১৯৭৫।
-
-
অন্যান্য উল্লেখযোগ্য দেশসমূহ:
-
প্রথম এশিয়ার মুসলিম দেশ: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
-
প্রথম এশিয়ার বাইরে দেশ: পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২)।
-
প্রথম পশ্চিমা দেশ: গ্রেট ব্রিটেন (৪ ফেব্রুয়ারি ১৯৭২)।
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৪ এপ্রিল ১৯৭২।
-
দক্ষিণ আমেরিকা: ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
-
ফ্রান্স: ১৪ ফেব্রুয়ারি ১৯৭২।
-
ব্রাজিল: ১৫ মে ১৯৭২।
-
আর্জেন্টিনা: ২৫ মে ১৯৭২।
-
উৎস: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

0
Updated: 1 month ago
'Untranquil Recollections: The Years of Fulfilment' শীর্ষক গ্রন্থটির লেখক কে?
Created: 1 month ago
A
আনিসুর রহমান
B
রেহমান সােবহান
C
নুরুল ইসলাম
D
রওনক জাহান
অধ্যাপক রেহমান সোবহান বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, যিনি একদিকে একাডেমিক অবদান রেখেছেন, অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও সক্রিয় ছিলেন।
তিনি বিশেষভাবে বাঙালি জাতীয়তাবাদ এবং স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিচে তাঁর জীবন ও কর্মের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরা হলো।
-
রেহমান সোবহান একজন বাংলাদেশি অর্থনীতিবিদ।
-
তিনি ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন।
-
তিনি সেন্টার ফর পলিসি ডায়লগ (CPD)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
-
১৯৯১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তাঁর লেখা Untranquil Recollections: The Years of Fulfilment গ্রন্থটি ২০১৫ সালে প্রকাশিত হয়।
-
১৯৬১ থেকে ১৯৭১ পর্যন্ত লেখা তাঁর নিবন্ধ, কলাম ও সম্পাদকীয় সমন্বয়ে প্রকাশিত হয়েছে From Two Economies to Two Nations: My Journey to Bangladesh নামক গ্রন্থ।

0
Updated: 1 month ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
Created: 1 month ago
A
২ কোটি ৪০ লক্ষ একর
B
২ কোটি ৫০ লক্ষ একর
C
২ কোটি ২৫ লক্ষ একর
D
২ কোটি ২১ লক্ষ একর
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 month ago
দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
Created: 1 month ago
A
নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
B
আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
C
সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
D
কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা
১. ভোটার যোগ্যতা:
গণপ্রতিনিধিত্ব আদেশ (The Representation of the Peoples Order, RPO) অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হন, তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
২. সংসদ নির্বাচনে যোগ্যতা:
সংবিধান অনুযায়ী (ধারা ৬৬), সংসদ সদস্য নির্বাচিত হতে হলে একজন প্রার্থীর অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকা প্রয়োজন:
-
বাংলাদেশি নাগরিক হতে হবে।
-
বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।
-
আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষণা করা হয়নি।
-
দেউলিয়া ঘোষণার পর দায়মুক্তি পেয়েছেন।
-
কোনো বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ বা আনুগত্য স্বীকার করা হয়নি।
-
১৯৭২ সালের যোগসাজশকারী আদেশ অনুযায়ী কোন অপরাধে দণ্ডিত হননি।
-
আইনে উল্লিখিত কোনো পদাধিকারী নন।
-
নৈতিক বা ফৌজদারী অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড পেয়েছেন, এবং সেই দণ্ড শেষে কমপক্ষে ৫ বছর অতিবাহিত হয়েছে।
এই শর্তগুলো পূরণ করলে একজন ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন।
উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 month ago