অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
A
২ ভাগে
B
৪ ভাগে
C
৫ ভাগে
D
৮ ভাগে
উত্তরের বিবরণ
বাংলাদেশের ভূ-প্রকৃতি
বাংলাদেশের ভূ-প্রকৃতিকে তিনটি প্রধান ভাগে تقسیم করা যায়:
-
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
-
প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
-
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
-
টারশিয়ারি যুগে হিমালয় পর্বতের উত্থানের সময় যে পাহাড়গুলো সৃষ্টি হয়, সেগুলোকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়।
-
এই যুগ প্রায় ২০ লক্ষ বছর আগে।
-
বাংলাদেশের টারশিয়ারি পাহাড়গুলো রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে অবস্থিত।
-
এ পাহাড়গুলোকে আসামের লুসাই পাহাড় এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধরা হয়।
-
গঠন: বেলেপাথর, শেল ও কর্দম।
অবস্থান অনুসারে ভাগ:
-
দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়
-
উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়
ভূমির ভাগ
-
টারশিয়ারি যুগের পাহাড়: ১২%
-
প্লাইস্টোসিনকালের সোপান: ৮%
-
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি: ৮০%
সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
'Let There Be light ' - বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
Created: 1 month ago
A
আমজাদ হোসেন
B
জহির রায়হান
C
খান আতাউর রহমান
D
শেখ নিয়ামত আলী
জহির রায়হান ও তাঁর চলচ্চিত্র
‘Let There Be Light’
-
এটি জহির রায়হানের নির্মাণাধীন একটি চলচ্চিত্র।
-
ছবিটি অসমাপ্ত থেকে যায়, কারণ চলচ্চিত্র শেষ হওয়ার আগেই মুক্তিযুদ্ধ শুরু হয়।
জহির রায়হান সম্পর্কে
-
জন্ম: ১৯৩৫ সালে ফেনী জেলায়।
-
তিনি ছিলেন একাধারে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র সাফল্য
-
বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’ তাঁর সৃষ্টি।
-
পরিচালিত প্রথম ছবি ‘কখনো আসেনি’।
-
দেশের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘বাহানা’।
-
‘কাঁচের দেয়াল’ চলচ্চিত্রটি নিগার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়।
অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
-
Let There Be Light
-
Stop Genocide
-
কখনো আসেনি
-
কাজল
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
আনোয়ারা
-
সঙ্গম
-
বাহানা ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া, প্রথম আলো

0
Updated: 1 month ago
বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ক) খ) গ) ঘ)
Created: 1 week ago
A
চাঁদপুর
B
ফরিদপুর
C
ময়মনসিংহ
D
ভোলা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) দেশের মৎস্যসম্পদ উন্নয়নের জন্য একমাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়।
এই ইনস্টিটিউট ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান কার্যালয় ময়মনসিংহ জেলায় অবস্থিত। গবেষণা কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা ৫টি কেন্দ্র এবং ৫টি উপকেন্দ্র থেকে পরিচালিত হয়।
-
প্রতিষ্ঠার উদ্দেশ্য: দেশের মৎস্যসম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আবস্থান: প্রধান কার্যালয় ময়মনসিংহ, সাথে ৫টি কেন্দ্র এবং ৫টি উপকেন্দ্র।
-
আধিপত্য: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৮৪।

0
Updated: 1 week ago
বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
Created: 1 month ago
A
৭টি
B
৮টি
C
৫টি
D
৬টি
বাংলাদেশের সংবিধান অনুযায়ী তফসিলসমূহ
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল রয়েছে, যা সংবিধানের বিভিন্ন বিশেষ বিধান ও গুরুত্বপূর্ণ নথি উল্লেখ করে। এগুলি হলো:
-
প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর থাকা আইন।
-
দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কিত বিধান (বর্তমানে বিলুপ্ত)।
-
তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণার নিয়ম।
-
চতুর্থ তফসিল: অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধান।
-
পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের জাতির উদ্দেশ্য ভাষণ।
-
ষষ্ঠ তফসিল: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
-
সপ্তম তফসিল: স্বাধীনতার ঘোষণাপত্র।
তথ্যসূত্র: [বাংলাদেশের সংবিধান]

0
Updated: 1 month ago