CARE কোন দেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা?
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
যুক্তরাজ্য
D
জার্মানি
উত্তরের বিবরণ
CARE একটি আন্তর্জাতিক মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। সংস্থাটির পূর্ণরূপ হলো Cooperative for Assistance and Relief Everywhere।
CARE প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে। তবে প্রতিষ্ঠার শুরুর দিকে, অর্থাৎ ১৯৯৩ সালের পূর্বে, এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe।
বর্তমানে CARE International-এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে দারিদ্র্য বিমোচন, মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
উৎস: CARE-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
IUCN কোন কাজে নিযুক্ত থাকে?
Created: 3 days ago
A
বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ
B
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
C
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা
D
জলসম্পদ সংরক্ষণ
IUCN (International Union for Conservation of Nature) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র সংরক্ষণে কাজ করে। সংস্থাটি বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করে প্রজাতি ও পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে।
-
পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ অক্টোবর, ১৯৪৮
-
প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স, ফন্টেনব্লিউ
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
বিশ্বব্যাপী কার্যক্রম: ১৭০টির অধিক দেশে কাজ করে
-
মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
-
প্রজাতি শ্রেণীবিভাগ: নয়টি বিভাগে প্রজাতি মূল্যায়ন করা হয় —
-
মূল্যায়ন করা হয়নি
-
ডেটার ঘাটতি
-
ন্যূনতম উদ্বেগ
-
কাছাকাছি হুমকির মুখে
-
ঝুঁকিপূর্ণ
-
বিপন্ন
-
গুরুতরভাবে বিপন্ন
-
বন্য অঞ্চলে বিলুপ্ত
-
বিলুপ্ত
-
উল্লেখযোগ্য তথ্য:
-
সংস্থার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর – ৭ অক্টোবর, ১৯৪৮ ফ্রান্সের ফন্টেনব্লিউতে।
-
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

0
Updated: 3 days ago
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
Created: 2 weeks ago
A
কোপেনহেগেন সম্মেলন
B
কানকুন সম্মেলন
C
ডারবান সম্মেলন
D
স্টকহোম সম্মেলন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গ্রিন হাউস
Green Climate Fund (GCF)
-
প্রতিষ্ঠা: ২০১০, কানকুন, মেক্সিকো (COP-16)
-
সংশ্লিষ্ট সংস্থা: UNFCCC
-
সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
-
উদ্দেশ্য:
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান
-
কার্বন নির্গমন কমানো
-
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫°C মধ্যে সীমাবদ্ধ রাখা
-
উল্লেখযোগ্য তথ্য
-
২০০৯ সালে কোপেনহেগেন (COP-15) সম্মেলনে গঠনের অঙ্গীকার করা হয়।
-
উন্নত দেশগুলোর প্রদত্ত চাঁদার মাধ্যমে তহবিল পরিচালিত হয়।
-
তহবিলের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) প্রতিষ্ঠিত হয় কবে?
Created: 4 days ago
A
২০০০ সালে
B
২০০১ সালে
C
২০০২ সালে
D
২০০৩ সালে
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)
পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation (SCO)
প্রতিষ্ঠা: ১৫ জুন, ২০০১
প্রতিষ্ঠাতা দেশসমূহ: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান
সদরদপ্তর: বেইজিং, চীন
বর্তমান সদস্য দেশসমূহ (১০টি): চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুশ
পর্যবেক্ষক দেশ (২টি): আফগানিস্তান, মঙ্গোলিয়া
ডায়লগ পার্টনার (১৪টি): শ্রীলঙ্কা, তুরস্ক, কম্বোডিয়া, আজারবাইজান, নেপাল, আর্মেনিয়া, মিশর, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, মিয়ানমার, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত
মূল লক্ষ্যসমূহ:
-
সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্ব এবং সুপরিচিত প্রতিবেশী সম্পর্ক দৃঢ় করা
-
আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা ও বজায় রাখা

0
Updated: 4 days ago