বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
A
২৬
B
২৭
C
২৮
D
৩১
উত্তরের বিবরণ
বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) ও ক্যাডারের সংখ্যা
বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি দেশের সকল সরকারি কর্মে উপযুক্ত এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন করার দায়িত্ব পালন করে। BPSC প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের মাধ্যমে দেশের মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধন এবং জনপ্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা বর্তমানে ২৬টি। এর মধ্যে, ২০১৮ সালের ১৩ নভেম্বরের বাংলাদেশ গেজেট (S.R.O. নং-৩৩৫-আইন/২০১৮) অনুযায়ী, ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে।
BCS-এর ২৬টি ক্যাডার:
১. প্রশাসন
২. কৃষি
৩. আনসার
৪. সমবায়
৫. শুল্ক ও আবগারি
৬. পরিবার পরিকল্পনা
৭. মৎস্য
৮. খাদ্য
৯. পররাষ্ট্র
১০. বন
১১. সাধারণ শিক্ষা
১২. স্বাস্থ্য
১৩. তথ্য
১৪. পশু সম্পদ
১৫. পুলিশ
১৬. ডাক
১৭. জনস্বাস্থ্য প্রকৌশল
১৮. গণপূর্ত
১৯. রেলওয়ে প্রকৌশল
২০. রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক
২১. সড়ক ও জনপথ
২২. পরিসংখ্যান
২৩. কর
২৪. কারিগরি শিক্ষা
২৫. বাণিজ্য
২৬. নিরীক্ষা ও হিসাব
উৎস: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (bpsc.gov.bd)।

0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
Created: 1 month ago
A
আলমগীর কবির
B
খান আতাউর রহমান
C
হুমায়ূন আহমেদ
D
সুভাষ দত্ত
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র: ধীরে বহে মেঘনা (১৯৭৩)
-
পরিচালক: আলমগীর কবির
-
কাহিনী: ভারতীয় এক মেয়ের, অনিতার, প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়। অনিতা ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করলে তার মর্ম আরও গভীর হয়।
-
অভিনয়: বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ প্রমুখ
-
সঙ্গীত: হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:
-
আবার তোরা মানুষ হ – পরিচালনা: খান আতাউর রহমান
-
আগুনের পরশমণি – হুমায়ূন আহমেদের চলচ্চিত্র
-
অরুনোদয়ের অগ্নিসাক্ষী – পরিচালনা: সুভাষ দত্ত
সূত্র: প্রথম আলো, তারিক মনজুর (শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
Created: 1 month ago
A
বিকন অন্বেষা
B
ব্র্যাক অন্বেষা
C
নোয়া ১৮
D
নোয়া ১৯
ব্র্যাক অন্বেষা
-
ব্র্যাক অন্বেষা হলো বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট।
-
এটি ২০১৭ সালের ৪ জুন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে কক্ষপথে পাঠানো হয়।
-
ন্যানো স্যাটেলাইটটি তৈরি করেছেন বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী: আব্দুল্লাহ হিল কাফি, রায়হানা শামস ইসলাম অন্তরা এবং মাইসুন ইবনে মনোয়ার। তারা এটি জাপানের কিউশু ইন্সটিটিউট অব টেকনোলজি-র সহায়তায় নির্মাণ করেন।
-
স্যাটেলাইটটির ওজন মাত্র ১ কেজি এবং আকার ১০ সেন্টিমিটার।
-
এটি দুর্যোগ পূর্বাভাস এবং উচ্চমানের চিত্র প্রেরণ করতে সক্ষম।
সূত্র: ডেইলি স্টার বাংলা, ৪ জুন, ২০১৭

0
Updated: 1 month ago
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?
Created: 1 week ago
A
২০৩১
B
২০৩৫
C
২০৪১
D
২০৪৫
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ সালের মধ্যে সম্পূর্ণ হবে। এটি রূপকল্প ২০২১-এর ধারাবাহিকতায় ঘোষণা করা হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে তৈরি।
এই পরিকল্পনা চারটি প্রাতিষ্ঠানিক স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যথা সুশাসন, গণতন্ত্র, বিকেন্দ্রীকরণ এবং সক্ষমতা বৃদ্ধি।
-
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল: ২০২১-২০৪১।
-
রূপকল্প ২০৪১ প্রধান লক্ষ্য: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন।
-
রূপকল্প-২০৪১ চারটি প্রাতিষ্ঠানিক স্তম্ভ: সুশাসন, গণতন্ত্র, বিকেন্দ্রীকরণ, সক্ষমতা বৃদ্ধি।
উদ্দেশ্যসমূহ:
-
জনসংখ্যা: ২০৪১ সালে সম্ভাব্য জনসংখ্যা ২১ কোটি ৩ লাখ।
-
মাথাপিছু আয়: ১২,৫০০ ডলার (২০৪১ সালের মূল্যমানে ১৬,০০০ ডলারের বেশি)।
-
বিদ্যুতের চাহিদা: ২০৪১ সালে ৫১ হাজার মেগাওয়াট।
-
জিডিপি প্রবৃদ্ধি: ২০৪১ অবধি বার্ষিক ৯.৯০% প্রবৃদ্ধি বজায় রাখা।
-
বিনিয়োগ/জিডিপি অনুপাত: ৪৬.৮৮ শতাংশে বৃদ্ধি করা।
-
রাজস্বনীতি চ্যালেঞ্জ: কর-জিডিপি অনুপাত জিডিপির ২০% এ উন্নীত করা।
-
দারিদ্র্য নিরসন: ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্য নির্মূল এবং ২০৪১ সালের মধ্যে দারিদ্র্যের হার ৩% বা এর নিচে আনা।
-
গড় আয়ু বৃদ্ধি: ৮০ বছর।
-
স্বাস্থ্যসেবা: মোট জনসংখ্যার ৭৫% কে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান।
-
শিক্ষা: ২০৪১ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ১০০% এ বৃদ্ধি।
-
জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ: ১% এরও নিচে নামানো।
অন্যদিকে, বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল ছিল ২০১০-২০২১।

0
Updated: 1 week ago