মাত্র ১টি সংসদীয় আসন-
A
লক্ষ্মীপুর জেলায়
B
মেহেরপুর জেলায়
C
ঝালকাঠী জেলায়
D
রাঙামাটি জেলায়
উত্তরের বিবরণ
বাংলাদেশের জাতীয় সংসদের আসন সম্পর্কিত তথ্য:
-
বাংলাদেশের জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে।
-
এর মধ্যে ৩০০টি আসন সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন হয়।
-
১ নং আসন: পঞ্চগড়-১
-
৩০০ নং আসন: বান্দরবান
-
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তিনটি জেলা রয়েছে — রাঙ্গামাটি, বান্দরবান, এবং খাগড়াছড়ি — এবং প্রত্যেক জেলার জন্য একটি করে সংসদীয় আসন নির্ধারিত আছে।
উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 month ago
বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
Created: 1 month ago
A
১৯৯৫
B
১৯৯৬
C
১৯৯৭
D
১৯৯৮
বয়স্ক ভাতা কর্মসূচি দেশের বয়োজ্যেষ্ঠ, দুস্থ ও স্বল্প আয়ের মানুষদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে। এই কর্মসূচি প্রথমবার ১৯৯৭-৯৮ অর্থ বছরে চালু হয়।
প্রাথমিকভাবে এটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে প্রতিমাসে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলা অর্থাৎ মোট ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনে। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশনেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হয়।
২০১৩ সালে প্রণীত বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগী করা হয়, যেখানে মহিলাদের বয়স ৬৫ থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ করা হয়, উপকারভোগী নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধির সম্পৃক্তকরণ এবং একটি ডাটাবেইজ তৈরি করা হয়।
২০২৪-২৫ সালের বাজেট অনুযায়ী বিভিন্ন ভাতার হার নিম্নরূপ:
-
বয়স্ক ভাতা: ৬০০ টাকা মাসিক
-
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা: ৫৫০ টাকা মাসিক
-
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা: ৮৫০ টাকা মাসিক
-
অতিদরিদ্রদের কর্মসংস্থান কার্যক্রমে ভাতা: ৪০০ টাকা মাসিক
-
মাতৃত্বকালীন ভাতা (৩৬ মাস পর্যন্ত): ৮০০ টাকা মাসিক
-
প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্তরের ভাতা: ১০৫০ টাকা মাসিক
-
বীর মুক্তিযোদ্ধা ভাতা: ২০,০০০ টাকা মাসিক

0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 1 month ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 month ago
ম্যানগ্রোভ কি?
Created: 1 month ago
A
কেওড়া বন
B
শালবন
C
উপকূলীয় বন
D
চিরহরিৎ বন
ম্যানগ্রোভ বন
ম্যানগ্রোভ বলতে সাধারণভাবে সেই বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায় যা জোয়ার-ভাটার সময় প্লাবিত হয়। অর্থাৎ, এটি এমন উপকূলীয় বন যেখানে জোয়ার-ভাটার কারণে জমি মাঝে মাঝে পানিতে ডুবে যায়। ম্যানগ্রোভ বন সাধারণত লবণাক্ত মাটিতে জন্মায়।
সুন্দরবন
-
সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন।
-
এর মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার।
-
বাংলাদেশের সুন্দরবন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার বিস্তৃত, যা মোট সুন্দরবনের প্রায় ৬২%।
-
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সঙ্গে সংলগ্ন।
-
প্রধান বৃক্ষ হলো সুন্দরী। এছাড়াও এখানে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি গাছ পাওয়া যায়।
-
১৮৭৮ সালে সুন্দরবনের পুরো এলাকা সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়।
-
৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের ৭৯৮তম ওয়ার্ল্ড হেরিটেজ স্থান হিসেবে ঘোষণা করে।
সূত্রঃ বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago