[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন] যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক-
A
ঢাকা বিভাগ
B
রাজশাহী বিভাগ
C
বরিশাল বিভাগ
D
খুলনা বিভাগ
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী স্বাক্ষরতার হার
-
পরিচালক সংস্থা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
-
শুমারির সময়কাল: ১৫–২১ জুন ২০২২
-
বিশেষত্ব: এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি
-
দেশের সামগ্রিক তথ্য:
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন/বর্গকিমি
-
৭ বছর বা তার বেশি বয়সের মানুষের সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
মহিলা: ৭২.৯৪%
-
-
-
বিভাগ অনুযায়ী স্বাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ – ৭৮.২৪%
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ – ৬৭.২৩%
-
-
জেলা অনুযায়ী:
-
সর্বোচ্চ: পিরোজপুর – ৮৫.৫৩%
-
সর্বনিম্ন: জামালপুর – ৬১.৭০%
-
উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
Created: 3 days ago
A
ব্র্যাক ব্যাংক
B
ডাচ-বাংলা ব্যাংক
C
এবি ব্যাংক
D
সোনালী ব্যাংক
বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার ইতিহাস
-
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
-
২০১১ সালের ৩১ মার্চ, সিটিসেল ও বাংলালিংকের মাধ্যমে ডাচ্বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা শুরু করে।
-
বর্তমানে ডাচ্বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবাটি “রকেট” নামে পরিচিত।
-
প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।
-
পরে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে “বিকাশ” সেবা চালু হয়।
-
২০১৯ সালের মার্চে ডাক বিভাগের “নগদ” সেবা শুরু হয়।
-
বর্তমানে বিকাশ, রকেট, মাই ক্যাশ, উপায়, শিওর ক্যাশ সহ প্রায় ১৫টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে।
উৎস: ডেইলি স্টার রিপোর্ট ও সংশ্লিষ্ট ব্যাংক।

0
Updated: 3 days ago
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন] ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-
Created: 3 days ago
A
৪.৪ জন
B
৫.০ জন
C
৫.৪ জন
D
৫.৫ জন
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন]
২০১১ সালের পঞ্চম আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা ৪.৪ জন।
• জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুসারে,
- বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
- পুরুষ-নারীর অনুপাত ৯৮ : ১০০।
- জনসংখ্যার ঘনত্ব ১১১৯ জন (প্রতি বর্গকিলোমিটারে)।
- সাক্ষরতার হার ৭৪.৬৬%।
- প্রতিটি খানায় গড়ে প্রায় ৪ জন বাস করেন।
- বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা মোট ৫০ টি।
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মোট রপ্তানি আয়: মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: মিলিয়ন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

0
Updated: 3 days ago
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ-এর উৎপাদিত সার-এর নাম কোনটি?
Created: 1 week ago
A
ইউরিয়া এবং এএসপি
B
ইউরিয়া
C
টিএসপি এবং এএসপি
D
ডিএপি
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (NGFFL)
-
উৎপাদিত সার: ইউরিয়া এবং এ্যামোনিয়াম সালফেট (ASP)।
-
প্রতিষ্ঠা: ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ, সিলেট জেলায় বাংলাদেশের প্রথম ইউরিয়া কারখানা হিসেবে স্থাপিত হয়।
-
পরবর্তীতে সম্প্রসারণ: ১৯৬৯ সালে এখানে এ্যামোনিয়াম সালফেট প্ল্যান্ট স্থাপন করা হয়।
-
বার্ষিক উৎপাদন ক্ষমতা: ১,০৬,০০০ মেট্রিক টন।
-
বর্তমান অবস্থা:
-
২০১৩ সালের ২৫ নভেম্বর কারখানাটি বন্ধ হয়ে যায়।
-
২০১৬ সালের ৩০ জুন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
-
-
প্রতিস্থাপন: একই স্থানে নতুন প্রযুক্তিতে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি চালু করা হয়েছে।
উৎসঃ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) ওয়েবসাইট

0
Updated: 1 week ago