A
শেরপুর
B
ময়মনসিংহ
C
সিলেট
D
নেত্রকোনা
উত্তরের বিবরণ
হাজং
-
হাজং বাংলাদেশে একটি আদিবাসী জনগোষ্ঠী।
-
এরা মূলত ময়মনসিংহ জেলের পর্বতময় এলাকায় বসবাস করে। এছাড়াও শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও হাজং জনগোষ্ঠীর কিছু পরিবার রয়েছে।
-
নৃবিজ্ঞানীদের মতে, হাজংদের আদি নিবাস উত্তর বার্মা।
-
বাংলাদেশের হাজংদের প্রধান ভাষা হলো বাংলা। তবে এদের নিজস্ব ভাষাও রয়েছে।
-
হাজং ভাষার জন্য কোনো নিজস্ব বর্ণমালা নেই; লিখনের জন্য তারা অসমীয়া বর্ণমালা ব্যবহার করে।
-
হাজংরা সনাতন ধর্মাবলম্বী এবং তাদের সমাজ পিতৃতান্ত্রিক।
নৃগোষ্ঠি সনদ অনুযায়ী
-
হাজং বাংলাদেশ ও ভারতের একটি আদিবাসী জনগোষ্ঠী।
-
বাংলাদেশে এরা নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় বসবাস করে।
-
দেশের অন্য কোথাও এদের বসবাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
-
বর্তমানে বাংলাদেশে হাজংদের সংখ্যা প্রায় ৩,০০০ জন।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 3 days ago
বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
Created: 1 week ago
A
৪৫০০
B
৪৫৫০
C
৫৬০০
D
৪৬০০
এটি পরিবর্তনশীল প্রশ্ন । বাংলাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) হলো গ্রামীণ প্রশাসনের সবচেয়ে ছোট ইউনিট। বাংলাদেশ সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪৫৫০।
-
বাংলাদেশে মোট ৮টি বিভাগ, যেগুলোর অধীনে ৬৪ জেলা আছে।
-
প্রতিটি জেলার অধীনে উপজেলা বা থানা থাকে।
-
প্রতিটি উপজেলার অধীনে মোটামুটি ৫-১০ টি ইউনিয়ন থাকে, এবং সবগুলো যোগ করলে মোট ৪৫৫০ ইউনিয়ন হয়।
সুতরাং সঠিক উত্তর: ৪৫৫০।

0
Updated: 1 week ago
বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা-
Created: 1 week ago
A
২৫
B
২৬
C
২৭ (ভুল উত্তর)
D
২৮
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওয়েবসাইট অনুসারে, বাংলাদেশে বর্তমানে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪১টি।
- প্রায়ই নতুন নতুন বেসরকারি টিভি চ্যানেল সংযুক্ত হওয়ায় সংখ্যাটি সাধারণত পরিবর্তনশীল। তাই প্রশ্নটি বাতিল করা হলো।
বেসরকারি টিভি চ্যানেল:
- বাংলাদেশে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বেসরকারি উদ্যোগে টেলিভিশনের সম্প্রচার শুরু হয়েছিল।
- ১৯৭৫ সালের ৬ মার্চ ডিআইটি থেকে টেলিভিশন কেন্দ্র রামপুরার বৃহত্তর পরিমন্ডলে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা চালু হয় ১৯৯৭ সালের ১৫ জুলাই।
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওয়েবসাইট অনুসারে, বাংলাদেশে বর্তমানে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪১টি।
উৎস: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন] সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু-
Created: 3 days ago
A
৬৫.৪ বছর
B
৬৭.৫ বছর
C
৭০.৮ বছর
D
৭৩.৭ বছর
[অপশনে সঠিক উত্তর নেই । তাছাড়াও এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মোট রপ্তানি আয়: মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: মিলিয়ন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

0
Updated: 3 days ago