বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে-
A
চীন
B
ভারত
C
যুক্তরাজ্য
D
থাইল্যান্ড
উত্তরের বিবরণ
বাংলাদেশের আমদানি পরিসংখ্যান অনুযায়ী, চীন থেকে সর্বাধিক পণ্য আমদানি করা হয়। অর্থাৎ, বাংলাদেশ চীনের পণ্য সবচেয়ে বেশি কিনছে।
২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশভিত্তিক আমদানি (মিলিয়ন ডলার):
-
চীন: ১২,৫৫৩ (২৮.৪৬%)
-
ভারত: ৫,৯১৮ (১৩.৪২%)
-
যুক্তরাষ্ট্র: ১,৯৯০ (৪.৫১%)
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
-
টাকার পরিমাণে সবচেয়ে বেশি আমদানি হয় চীন থেকে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
-
আমদানিতে ট্যারিফের ছয়টি ধাপ আছে; সর্বোচ্চ শুল্কহার ২৫%।
-
EU-ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা দেয়।
তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো, অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪

0
Updated: 1 month ago
নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
Created: 1 month ago
A
১৯৭৭
B
২০০৮
C
২০১৫
D
২০১৯
বাংলাদেশে কৃষিশুমারি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যা কৃষি খাতের তথ্য-উপাত্ত সংগ্রহে সহায়ক ভূমিকা পালন করে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাঁচটি কৃষিশুমারি সম্পন্ন হয়েছে,
যদিও ২০১৫ সালে কোনো কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি। নিচে সময়ক্রম অনুযায়ী কৃষিশুমারির তালিকা দেওয়া হলো।
-
প্রথম কৃষিশুমারি: ১৯৭৭ সালে
-
দ্বিতীয় কৃষিশুমারি: ১৯৮৩-৮৪ সালে
-
তৃতীয় কৃষিশুমারি: ১৯৯৬ সালে
-
চতুর্থ কৃষিশুমারি: ২০০৮ সালে
-
পঞ্চম কৃষিশুমারি: ২০১৯ সালে
এছাড়াও, উল্লেখযোগ্য যে বাংলাদেশ ভূখণ্ডে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে, সর্বপ্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে।

0
Updated: 1 month ago
কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
Created: 1 week ago
A
কুদরত-ই-খুদা
B
কাজী মোতাহার হোসেন
C
জামাল নজরুল ইসলাম
D
আব্দুল মতিন চৌধুরী
বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, যিনি মহাবিশ্ব ও ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য বিশ্বখ্যাত। তিনি আইনস্টাইনের আপেক্ষিকতা, কোয়ান্টাম মেকানিক্স, কসমোলজি এবং মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কিত জটিল তত্ত্ব নিয়ে মৌলিক গবেষণা করেছেন।
-
জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৩৯, ঝিনাইদহ।
-
শিক্ষা ও গবেষণা: তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হিসেবে আপেক্ষিকতা, কোয়ান্টাম তত্ত্ব, কসমোলজি এবং মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বে কাজ করেছেন।
-
প্রকাশনা: ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে তাঁর বই ’The Ultimate Fate of the Universe’ প্রকাশিত হয় এবং এটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়।
-
বাংলা গবেষণা: বাংলা একাডেমি থেকে প্রকাশিত তাঁর সবচেয়ে পরিচিত বাংলা বই ‘কৃষ্ণগহ্বর’, যা ব্ল্যাক হোল সম্পর্কিত।
-
গবেষণার অবদান: আইনস্টাইন-পরবর্তী মহাবিশ্ব গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও সৌরজগতের গ্রহের অবস্থান ও তার পৃথিবীর ওপর প্রভাব নিয়ে কাজ করেছেন।
-
সন্মাননা: ২০০০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক ‘একুশে পদক’ ভূষিত হন।
-
মৃত্যু: ১৬ মার্চ ২০১৩, চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

0
Updated: 1 week ago
পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
Created: 1 month ago
A
২০১৫-২০১৯
B
২০১৬-২০২০
C
২০১৭-২০২১
D
২০১৮-২০২২
সপ্তম ও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
বাংলাদেশে পরিকল্পনা কমিশন এ পর্যন্ত মোট ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে ৭টি পরিকল্পনা শেষ হয়েছে এবং বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০-২৫) কার্যকর রয়েছে।
পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকালসমূহ
-
১ম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৭৩-১৯৭৮
-
২য় পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৮০-১৯৮৫
-
৩য় পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৮৫-১৯৯০
-
৪র্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৯০-১৯৯৫
-
৫ম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৯৭-২০০২
-
৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা: ২০১১-২০১৫
-
৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ২০১৬-২০২০
-
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ২০২০-২০২৫ (চলমান)
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (জুলাই ২০২০ – জুন ২০২৫) মূল লক্ষ্যসমূহ
-
বাস্তবায়ন ব্যয়ের লক্ষ্যমাত্রা: ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকা
-
মোট বিনিয়োগ জিডিপির অনুপাতে: ৩৭.৪%
-
বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্য: ৮.৫১%
-
কর্মসংস্থান সৃষ্টি: প্রায় ১ কোটি ১৩ লাখ
-
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: ৪.৬%
-
গড় আয়ু বৃদ্ধি: ৭৪ বছর
-
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা: ৩০ হাজার মেগাওয়াট
-
দারিদ্র্যের হার: ১৫.৬%
-
চরম দারিদ্র্যের হার: ৭.৪%
দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং চরম দারিদ্র্য নির্মূল করা হবে।
উৎস: পরিকল্পনা বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

0
Updated: 1 month ago