বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে-
A
ফিনল্যান্ডে
B
ডেনমার্কে
C
নরওয়েতে
D
সুইডেনে
উত্তরের বিবরণ
জাহাজ রপ্তানি: বাংলাদেশ
বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানি কার্যক্রম শুরু হয় ২০০৮ সালে, যখন ঢাকার আনন্দ শিপইয়ার্ড ডেনমার্কের জন্য ছোট আকারের “স্টেলা মরিস” জাহাজ রপ্তানি করে। প্রতিষ্ঠানটি সেই বছর ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার জাহাজ “স্টেলা মেরিস” রপ্তানির মাধ্যমে বাংলাদেশের জন্য জাহাজ রপ্তানির নতুন পথ উন্মুক্ত করে এবং দেশটিকে জাহাজ রপ্তানিকারক হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি দেয়।
বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্প সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে বিবেচিত। এর পর চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জার্মানির গ্রোনা শিপিং কোম্পানি থেকে ৮৫ মিলিয়ন ডলারের জন্য ৮টি জাহাজ নির্মাণের অর্ডার পায়।
বাংলাদেশে নির্মিত জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড় ও উচ্চ গতিসম্পন্ন জাহাজ হলো ‘এনজিয়ান’, যা জার্মান ক্রেতা প্রতিষ্ঠান জার্মান কমরোসকি মারিটিম জিএমবিএইচ-এর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
উৎস: আনন্দ শিপইয়ার্ড ওয়েবসাইট, বাংলাপিডিয়া, দৈনিক প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

0
Updated: 1 month ago
স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
Created: 1 month ago
A
জাবেদ করিম
B
ফজলুল করিম
C
জাওয়াদুল করিম
D
মঞ্জুরুল করিম
ইউটিউব (YouTube)
-
ইউটিউব হল একটি জনপ্রিয় ওয়েবসাইট যা ভিডিও আপলোড, শেয়ার এবং দেখা সম্ভব করে।
-
এটি ১৪ ফেব্রুয়ারি, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
-
ইউটিউবের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।
-
এটি গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান।
-
বর্তমান CEO: Neal Mohan।
প্রতিষ্ঠাতা:
ইউটিউবের প্রতিষ্ঠাতা হলেন তিনজন প্রাক্তন পেপাল কর্মী: স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম। জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 month ago
বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক -
Created: 1 month ago
A
বাংলাদেশ কৃষি ব্যাংক
B
সোনালী ব্যাংক
C
অগ্রণী ব্যাংক
D
রূপালী ব্যাংক
বিশেষায়িত ব্যাংক
বাংলাদেশে বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে। এ ব্যাংকগুলোর মালিকানা পুরোপুরি বাংলাদেশ সরকারের হাতে। প্রতিটি ব্যাংক নির্দিষ্ট বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য প্রতিষ্ঠিত।
এই তিনটি ব্যাংক হলো—
১. বাংলাদেশ কৃষি ব্যাংক
২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
৩. প্রবাসী কল্যাণ ব্যাংক
অ-তফসিলী ব্যাংক
যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত তালিকায় নেই, সেগুলোকে অ-তফসিলী ব্যাংক বলা হয়। এ ধরনের ব্যাংক সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের সব বিধিনিষেধ মেনে চলে না।
বাংলাদেশে বর্তমানে ৫টি অ-তফসিলী ব্যাংক রয়েছে। এগুলো হলো—
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
-
কর্মসংস্থান ব্যাংক
-
গ্রামীণ ব্যাংক
-
জুবিলি ব্যাংক
-
পল্লী সঞ্চয় ব্যাংক
উৎস: বাংলাদেশ ব্যাংক (অফিসিয়াল ওয়েবসাইট)

0
Updated: 1 month ago
১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
Created: 1 month ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
‘ছয় দফা’ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, যা ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষামূলক দাবির ভিত্তিতে ঘোষণা করা হয়।
এই কর্মসূচি বাঙালি জাতির স্বাধীনতার আন্দোলনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এবং ইতিহাসে একে ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসেবে অভিহিত করা হয়।
তথ্যগুলো হলো:
-
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের দাবিসমূহ নিয়ে একটি সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন।
-
২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করা হয়।
-
৬ দফা দাবির ভিত্তি ছিল ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’।
ছয় দফার বিবরণ:
-
প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন।
-
দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
-
তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা।
-
চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা।
-
পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
-
ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
অর্থনৈতিক বিষয়ক দফা:
-
তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা।
-
চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা।
-
পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।

0
Updated: 1 month ago