[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন] যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক-
A
ঢাকা বিভাগ
B
রাজশাহী বিভাগ
C
বরিশাল বিভাগ
D
খুলনা বিভাগ
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী স্বাক্ষরতার হার
-
পরিচালক সংস্থা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
-
শুমারির সময়কাল: ১৫–২১ জুন ২০২২
-
বিশেষত্ব: এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি
-
দেশের সামগ্রিক তথ্য:
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন/বর্গকিমি
-
৭ বছর বা তার বেশি বয়সের মানুষের সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
মহিলা: ৭২.৯৪%
-
-
-
বিভাগ অনুযায়ী স্বাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ – ৭৮.২৪%
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ – ৬৭.২৩%
-
-
জেলা অনুযায়ী:
-
সর্বোচ্চ: পিরোজপুর – ৮৫.৫৩%
-
সর্বনিম্ন: জামালপুর – ৬১.৭০%
-
উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
'বর্ণালী' এবং 'শুভ্রা' কী?
Created: 1 month ago
A
উন্নত জাতের ভুট্টা
B
উন্নত জাতের আম
C
উন্নত জাতের গম
D
উন্নত জাতের চাল
বাংলাদেশে বিভিন্ন ফসলের উন্নত জাত কৃষি গবেষণার মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। এর মধ্যে ভুট্টার উল্লেখযোগ্য উন্নত জাত হলো ‘বর্ণালী’, ‘শুভ্রা’ ও ‘উত্তরণ’, যা উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
এছাড়াও অন্য ফসলের বেশ কিছু উন্নত জাত রয়েছে, যেমনঃ
-
ধানের উন্নত জাত: ইরাটম, ব্রি হাইব্রিড–১, চান্দিনা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী ও সুফলা।
-
গমের উন্নত জাত: সোনালিকা, আকবর।
-
তামাকের উন্নত জাত: সুমাত্রা, ম্যানিলা।
-
আমের উন্নত জাত: মহানন্দা, ল্যাংড়া, মোহনভোগ।
-
টমেটোর উন্নত জাত: বাহার।
-
মরিচের উন্নত জাত: যমুনা।
-
বেগুনের উন্নত জাত: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী ও ঝুমকো।
-
আলুর উন্নত জাত: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
এভাবে বোঝা যায়, প্রতিটি ফসলের জন্যই কৃষি গবেষণার মাধ্যমে আলাদা আলাদা উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে, যা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে।
উৎস: কৃষি তথ্য সার্ভিস।

0
Updated: 1 month ago
টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন-
Created: 3 weeks ago
A
সাকিব-আল-হাসান
B
মমিনুল হক
C
নাজমুল হোসেন শান্ত
D
মুশফিকুর রহিম
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যা দলের উন্নয়ন ও খেলোয়াড়দের কীর্তি তুলে ধরে।
-
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালে।
-
দল সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে, যার অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
-
প্রথম টেস্ট জয় আসে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
-
বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
-
প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
-
প্রথম ব্যক্তিগত ১০০০ রান সংগ্রাহক হাবিবুল বাশার।
-
বাংলাদেশের শততম টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত হয় ২০১৭ সালে কলম্বোতে।
-
শততম টেস্টে সেঞ্চুরি করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
-
মোহাম্মদ আশরাফুল টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি করার রেকর্ড করেন।
-
২০০১ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্টের তৃতীয় দিনে আশরাফুল সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির গৌরব অর্জন করেন।

0
Updated: 3 weeks ago
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
Created: 1 month ago
A
ইন্দোনেশিয়া
B
মালয়েশিয়া
C
মালদ্বীপ
D
পাকিস্তান
বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ইতিহাস
বাংলাদেশ স্বাধীনতার পর বিভিন্ন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হলো:
-
প্রথম অনারব ও আফ্রিকান দেশ:
-
প্রথম মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৩১ জানুয়ারি।
-
প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি।
-
-
বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া আরব দেশসমূহ:
-
ইরাক: আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২।
-
লেবানন: ২৮ মার্চ ১৯৭৩।
-
ইরান: ২২ ফেব্রুয়ারি ১৯৭৪।
-
সৌদি আরব: ১৬ আগস্ট ১৯৭৫।
-
-
অন্যান্য উল্লেখযোগ্য দেশসমূহ:
-
প্রথম এশিয়ার মুসলিম দেশ: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
-
প্রথম এশিয়ার বাইরে দেশ: পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২)।
-
প্রথম পশ্চিমা দেশ: গ্রেট ব্রিটেন (৪ ফেব্রুয়ারি ১৯৭২)।
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৪ এপ্রিল ১৯৭২।
-
দক্ষিণ আমেরিকা: ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
-
ফ্রান্স: ১৪ ফেব্রুয়ারি ১৯৭২।
-
ব্রাজিল: ১৫ মে ১৯৭২।
-
আর্জেন্টিনা: ২৫ মে ১৯৭২।
-
উৎস: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

0
Updated: 1 month ago