A
ধানের শীষ
B
নৌকা
C
লাঙল
D
বাইসাইকেল
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্টের নির্বাচনি সাফল্য (১৯৫৪)
পূর্ব বাংলায় প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচনের আয়োজন হয়েছিল ৮-১২ মার্চ ১৯৫৪ তারিখে। এই নির্বাচনে মোট ৩০৯টি আসন ছিল। এর মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন জিতে প্রচলিত মুসলিম লীগের উপর বড় একটি জয়লাভ করে, যা মাত্র ৯টি আসনের মধ্যে সীমাবদ্ধ ছিল।
যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা, এবং তারা নির্বাচনকে কেন্দ্র করে ২১ দফার নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছিল।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 3 days ago
ধীরেন্দ্রনাথ দত্ত কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন?
Created: 5 days ago
A
কংগ্রেস
B
স্বরাজ দল
C
কৃষক প্রজা পার্টি
D
মুসলিম লীগ
ধীরেন্দ্রনাথ দত্ত
-
জন্ম ও পরিবার: ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালের ২ নভেম্বর (১২৯৩ বাংলা সালের ১৬ কার্তিক) ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগবন্ধু দত্ত ছিলেন মুনসেফ কোর্টের সেরেস্তাদার।
-
শিক্ষা:
-
১৯০৪ সালে নবীনগর হাই স্কুল হতে প্রবেশিকা।
-
১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ হতে বি.এ।
-
১৯১০ সালে একই কলেজ হতে বি.এল।
-
-
কর্মজীবন ও সামাজিক কর্মকাণ্ড:
-
১৯১১ সালে কুমিল্লা জেলা বারে যোগদান।
-
১৯০৭ সালে ত্রিপুরা হিতসাধনী সভার সেক্রেটারি নির্বাচিত হন।
-
-
রাজনৈতিক ভূমিকা:
-
১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার দাবিতে উত্থাপন করেন।
-
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
-
১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া

0
Updated: 5 days ago
তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন কে?
Created: 5 days ago
A
অধ্যাপক আবদুল মতিন
B
অধ্যাপক আবুল কাসেম
C
অধ্যাপক আবদুস সালাম
D
অধ্যাপক কামরুদ্দিন মতিন
ভাষা আন্দোলন
-
১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন।
-
একই বছর, ১৫ সেপ্টেম্বর, সংগঠনটি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে একটি পুস্তিকা প্রকাশ করে।
-
প্রকাশিত পুস্তিকার নাম ছিল: ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’।
-
তমদ্দুন মজলিশ ছাত্র ও শিক্ষক মহলে বাংলাভাষার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি করতে ভূমিকা রাখে।
-
১৯৪৭ সালের মধ্যেই বহু লেখক বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সমর্থন জানান।
-
পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয়তালিকা থেকে এবং নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায় বাংলাকে বাদ দেওয়া হয়।
-
গণপরিষদের সরকারি ভাষা হিসেবে ইংরেজি ও উর্দু নির্বাচিত হওয়ায় বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 days ago
যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় কত সালে?
Created: 5 days ago
A
১৯৫১ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫৩ সালে
D
১৯৫৪ সালে
যুক্তফ্রন্ট (United Front), ১৯৫৪
-
গঠনের সিদ্ধান্ত:
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর, ময়মনসিংহে আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
-
কর্মসূচি:
-
১৯৫৩ সালের নভেম্বর মাসে যুক্তফ্রন্ট একটি একুশ দফা কর্মসূচি প্রণয়ন করে এবং সেটিকে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে।
-
-
গঠিত দলসমূহ (৪টি দল):
-
আওয়ামী লীগ
-
কৃষক শ্রমিক পার্টি
-
নেজামে ইসলাম
-
গণতন্ত্রী দল
-
-
১৯৫৪ সালের সাধারণ নির্বাচন:
-
অনুষ্ঠিত হয়: ৮ মার্চ ১৯৫৪
-
বৈশিষ্ট্য: পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক সাধারণ নির্বাচন।
-
প্রধান ইস্যু: স্বায়ত্তশাসনের দাবি
-
ফলাফল প্রকাশ: ২ এপ্রিল ১৯৫৪
-
-
নির্বাচনের ফলাফল:
-
মোট আসন: ৩০৯
-
যুক্তফ্রন্ট: ২২৩টি আসন (বিশাল ব্যবধানে জয়লাভ)
-
মুসলিম লীগ (ক্ষমতাসীন দল): ৯টি আসন
-
পাকিস্তান জাতীয় কংগ্রেস: ২৪টি আসন
-
তফসিল ফেডারেশন: ২৭টি আসন
-
খেলাফতে রব্বানী: ২টি আসন
-
কমিউনিস্ট পার্টি: ৪টি আসন
-
খ্রিস্টান সম্প্রদায়: ১টি আসন
-
বৌদ্ধ সম্প্রদায়: ১টি আসন
-
-
গুরুত্ব:
-
মুসলিম লীগের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে পূর্ব বাংলার জনগণের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়।
-

0
Updated: 5 days ago