[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন] সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু-
A
৬৫.৪ বছর
B
৬৭.৫ বছর
C
৭০.৮ বছর
D
৭৩.৭ বছর
উত্তরের বিবরণ
[অপশনে সঠিক উত্তর নেই । তাছাড়াও এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মোট রপ্তানি আয়: মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: মিলিয়ন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
Created: 1 month ago
A
আয়কর
B
ভূমিকর
C
আমদানি-রপ্তানি শুল্ক
D
মূল্য সংযােজন কর
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসগুলো বিভিন্ন ধরনের কর ও শুল্কের মাধ্যমে সংগৃহীত হয়। এই আয় সরকারকে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং জনসেবায় ব্যবহার করতে সহায়তা করে। প্রধান বিষয়গুলো নিম্নরূপ:
-
মূ্ল্য সংযোজন কর (ভ্যাট) হলো বাংলাদেশের সরকারের আয়ের সবচেয়ে বড় খাত।
-
বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT – Value Added Tax) চালু হয় ১ জুলাই, ১৯৯১ সালে।
-
ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর, যা পণ্য ও সেবার ক্রয়ের সময় গ্রাহক থেকে আদায় করা হয়।
-
ভ্যাট থেকে সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় সংগৃহীত হয়।
-
দ্বিতীয় প্রধান রাজস্ব উৎস হলো আয়কর, যা সরাসরি নাগরিক ও ব্যবসায়ীদের আয় থেকে আদায় করা হয়।
-
তৃতীয় প্রধান উৎস হলো সম্পূরক শুল্ক।
-
চতুর্থ প্রধান উৎস হলো আমদানি শুল্ক, যা বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত হয়।

0
Updated: 1 month ago
ওয়াসফিয়া নাজরীন বিখ্যাত-
Created: 3 weeks ago
A
অ্যাথলেট হিসেবে
B
ক্রিকেটার হিসেবে
C
এভারেস্টজয়ী হিসেবে
D
নারী উদ্যোক্তা হিসেবে
ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী যিনি সাত মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেছেন। তিনি একাধিক মহাদেশের শীর্ষ পর্বতশৃঙ্গ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক মানবতাবাদী কাজেও নিযুক্ত ছিলেন।
-
এভারেস্ট জয়: ২৬ মে ২০১২, মাউন্ট এভারেস্ট।
-
সেভেন সামিট অর্জন: আফ্রিকার মাউন্ট কিলিমানজারো, এশিয়ার মাউন্ট এভারেস্ট, অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন, ইউরোপের এলব্রুস, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, দক্ষিণ আমেরিকার অ্যাকোংকাগুয়া।
-
মানবতাবাদী কাজ: আন্তর্জাতিক গ্রুপ কেয়ার (CARE) এর হয়ে কাজ করেছেন।
-
পুরস্কার: ২০১৪ সালে ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রীর খেতাব।
বাংলাদেশি এভারেস্ট জয়ী পর্বতারোহীরা:
-
১ম: মুসা ইব্রাহিম, ২৩ মে ২০১০
-
২য়: এম এ মুহিত, ২১ মে ২০১১
-
৩য়: নিশাত মজুমদার, ১৯ মে ২০১২
-
৪র্থ: ওয়াসফিয়া নাজরিন, ২৬ মে ২০১২
-
৫ম: বাবর আলী, ১৯ মে ২০২৪
মো. খালেদ হোসেন: ২০ মে ২০১৩ মাউন্ট এভারেস্ট জয় করেন, কিন্তু চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, তাই আনুষ্ঠানিকভাবে এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হননি।

0
Updated: 3 weeks ago
বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে-
Created: 1 month ago
A
ভারত থেকে
B
চীন থেকে
C
জাপান থেকে
D
সিঙ্গাপুর থেকে
বাংলাদেশের দেশভিত্তিক আমদানি (২০২৩-২৪ অর্থবছর, জুলাই-ফেব্রুয়ারি)
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি চীন থেকে হয়েছে। অন্যান্য দেশের তুলনায় চীনের শীর্ষ অবস্থান দেখা যায়। প্রধান আমদানিকারক দেশ ও তাদের মার্কিন ডলারে আমদানির পরিমাণ নিম্নরূপ:
-
চীন: ১২,৫৫৩ মিলিয়ন ডলার (২৮.৪৬%)
-
ভারত: ৫,৯১৮ মিলিয়ন ডলার (১৩.৪২%)
-
যুক্তরাষ্ট্র: ১,৯৯০ মিলিয়ন ডলার (৪.৫১%)
-
মালয়েশিয়া: ১,৪৮২ মিলিয়ন ডলার (৩.৩৬%)
-
সিঙ্গাপুর: ১,৩৮৯ মিলিয়ন ডলার (৩.১৫%)
-
জাপান: ১,৩৪৭ মিলিয়ন ডলার (৩.০৫%)
-
দক্ষিণ কোরিয়া: ৭৫২ মিলিয়ন ডলার (১.৭০%)
গুরুত্বপূর্ণ তথ্য:
-
টাকার ভিত্তিতে সর্বোচ্চ আমদানি হয়েছে চীনের কাছ থেকে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
-
আমদানির শুল্ক ব্যবস্থা: মোট ৬টি ধাপ/স্টেপে শুল্ক নির্ধারণ করা হয়, যেখানে সর্বোচ্চ শুল্কহার ২৫%।
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা বজায় থাকায় আগামী ৩ বছরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪, বাংলাদেশ ব্যাংক

0
Updated: 1 month ago