কোন ঘটনার পরিপ্রেক্ষিতে NAM গঠিত হয়?
A
আলজিয়ার্স সম্মেলন
B
বান্দুং সম্মেলন
C
কায়রো সম্মেলন
D
জাকার্তা সম্মেলন
উত্তরের বিবরণ
NAM (Non-Aligned Movement)
পূর্ণরূপ: Non-Aligned Movement (NAM)
বাংলা অর্থ: জোট-নিরপেক্ষ আন্দোলন
পরিচিতি:
NAM হল একটি আন্তর্জাতিক আন্দোলন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন সময়কালে গঠিত হয়। তখন বিশ্বের দুই প্রধান জোট—পুঁজিবাদী পশ্চিমা দেশগুলোর ন্যাটো (NATO) এবং সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ (Warsaw Pact)—এই দুটি শক্তির বাইরে থেকে নিরপেক্ষ অবস্থান গ্রহণকারী দেশগুলোর সমন্বয়ে এই আন্দোলনের সূচনা ঘটে।
গঠনের প্রেক্ষাপট:
১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত ‘বান্দুং সম্মেলন’-এর মাধ্যমে এই আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
প্রতিষ্ঠা:
১ সেপ্টেম্বর, ১৯৬১
বর্তমান সদস্য সংখ্যা:
১২১টি দেশ (এপ্রিল, ২০২৫ অনুযায়ী)
বাংলাদেশের অংশগ্রহণ:
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্যপদ লাভ করে।
উৎস: NAM-এর অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 5 months ago
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
বেইজিং, চীন
B
সাংহাই, চীন
C
তিয়ানজিন, চীন
D
উহান, চীন
SCO শীর্ষ সম্মেলন ২০২৫ চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম সম্মেলন, যা ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত চলে।
-
স্থান: তিয়ানজিন, চীন
-
সময়কাল: ৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর, ২০২৫
-
উপস্থিত নেতা: বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, যার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তর্ভুক্ত
-
সম্মেলনের ফলাফল: সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন
-
প্রধান বিষয়সমূহ: সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ, এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণ
-
SCO-এর উৎপত্তি: মূলত ‘সাংহাই ফাইভ’ থেকে উদ্ভূত, যার সদস্য ছিল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান; পরে উজবেকিস্তান ষষ্ঠ সদস্য হিসেবে যোগ দেয়
-
বর্তমান কাঠামো: ১০টি সদস্য রাষ্ট্র, ২টি পর্যবেক্ষক দেশ এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৪টি সংলাপ অংশীদার
অতিরিক্তভাবে বলা যায়, SCO বর্তমানে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির জন্য এশিয়া ও ইউরোপীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক মঞ্চ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
Created: 1 month ago
A
ডেনমার্ক
B
কেনিয়া
C
মেক্সিকো
D
জেনেভা
নারী সম্মেলন হলো জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত বিশ্বব্যাপী নারী সম্পর্কিত সম্মেলনসমূহ।
-
প্রথম বিশ্ব নারী সম্মেলন:
-
স্থান: মেক্সিকো সিটি
-
তারিখ: ১৯ জুন – ২ জুলাই, ১৯৭৫
-
-
জাতিসংঘের চারটি বিশ্ব নারী সম্মেলন:
১. প্রথম সম্মেলন: ১৯৭৫, মেক্সিকো সিটি
২. দ্বিতীয় সম্মেলন: ১৯৮০, কোপেনহেগেন, ডেনমার্ক
৩. তৃতীয় সম্মেলন: ১৯৮৫, নাইরোবি, কেনিয়া
৪. চতুর্থ সম্মেলন: ১৯৯৫, বেইজিং, চীন
0
Updated: 1 month ago
'Loss and Damage Fund' চালু প্রস্তাব গৃহীত হয় কোন COP সম্মেলনে?
Created: 1 month ago
A
COP-25
B
COP-26
C
COP-27
D
COP-28
Loss and Damage Fund হলো একটি আন্তর্জাতিক তহবিল যা জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করে। এই তহবিলের প্রস্তাব গৃহীত হয় ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP-27)-এ।
মূল তথ্যসমূহ:
-
এই তহবিলের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করা।
-
বিশ্বের উন্নত দেশগুলো সবচেয়ে বেশি দায়ী জলবায়ু পরিবর্তনের জন্য।
-
২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
-
Loss and Damage Fund-এর চূড়ান্ত চুক্তি ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখে COP-27 শীর্ষ সম্মেলনে গৃহীত হয়।
-
তহবিলের লক্ষ্য হলো উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।
0
Updated: 1 month ago