১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
A
ধানের শীষ
B
নৌকা
C
লাঙল
D
বাইসাইকেল
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্টের নির্বাচনি সাফল্য (১৯৫৪)
পূর্ব বাংলায় প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচনের আয়োজন হয়েছিল ৮-১২ মার্চ ১৯৫৪ তারিখে। এই নির্বাচনে মোট ৩০৯টি আসন ছিল। এর মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন জিতে প্রচলিত মুসলিম লীগের উপর বড় একটি জয়লাভ করে, যা মাত্র ৯টি আসনের মধ্যে সীমাবদ্ধ ছিল।
যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা, এবং তারা নির্বাচনকে কেন্দ্র করে ২১ দফার নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছিল।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
যুক্তফ্রন্টের ২১ দফার খসড়া প্রণয়ন করেন কে?
Created: 3 weeks ago
A
আবুল মনসুর আহমেদ
B
এ. কে. ফজলুল হক
C
মওলানা ভাসানী
D
শামসুল হক খান
যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী প্রতিশ্রুতি
-
নির্বাচনের আগে বিভিন্ন দল ও জোট নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করত।
-
যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করেছিল।
-
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের বিরোধী যুক্তফ্রন্টের প্রেরণাশক্তি ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
-
তাই যুক্তফ্রন্টের নির্বাচনী ম্যানিফেস্টোতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি স্মরণীয় করতে ২১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
-
আবুল মনসুর আহমেদ ২১ দফার খসড়া প্রণয়ন করেন।
-
২১ দফার দাবিগুলো ভোটারদের মন জয় করে।

0
Updated: 3 weeks ago
যুক্তফ্রন্টের ২১ দফা ইশতেহার প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন কে?
Created: 4 weeks ago
A
হাজী মোহাম্মদ দানেশ
B
এ কে ফজলুল হক
C
আবুল মনসুর আহমেদ
D
মাওলানা আতাহার আলী
যুক্তফ্রন্ট
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
প্রধান তথ্যসমূহ:
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক: নৌকা
-
নির্বাচনী ইশতেহার: ২১ দফা, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন
-
মোট আসন সংখ্যা: ৩০৯টি
-
নির্বাচনে যুক্তফ্রন্ট লাভ করে ২২৩টি আসন
-
শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন
তথ্যসূত্র:

0
Updated: 4 weeks ago
ধীরেন্দ্রনাথ দত্ত কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন?
Created: 1 month ago
A
কংগ্রেস
B
স্বরাজ দল
C
কৃষক প্রজা পার্টি
D
মুসলিম লীগ
ধীরেন্দ্রনাথ দত্ত
-
জন্ম ও পরিবার: ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালের ২ নভেম্বর (১২৯৩ বাংলা সালের ১৬ কার্তিক) ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগবন্ধু দত্ত ছিলেন মুনসেফ কোর্টের সেরেস্তাদার।
-
শিক্ষা:
-
১৯০৪ সালে নবীনগর হাই স্কুল হতে প্রবেশিকা।
-
১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ হতে বি.এ।
-
১৯১০ সালে একই কলেজ হতে বি.এল।
-
-
কর্মজীবন ও সামাজিক কর্মকাণ্ড:
-
১৯১১ সালে কুমিল্লা জেলা বারে যোগদান।
-
১৯০৭ সালে ত্রিপুরা হিতসাধনী সভার সেক্রেটারি নির্বাচিত হন।
-
-
রাজনৈতিক ভূমিকা:
-
১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার দাবিতে উত্থাপন করেন।
-
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
-
১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago