A
ইরিনা বোকোভা
B
সালিল শেট্টি
C
অ্যাগনেস ক্যালামার্ড
D
পিটার বেনেনসেন
উত্তরের বিবরণ
Amnesty International
-
সংজ্ঞা: Amnesty International হল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ২৮ মে, ১৯৬১
-
প্রতিষ্ঠাতা: ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন
-
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড (Agnès Callamard)
-
তিনি ফ্রান্সের নাগরিক এবং ২০২১ সালে মহাসচিব হিসেবে মনোনীত হন।
-
-
নীতিবাক্য: "Better to light a candle than to curse the darkness" (অন্ধকারকে গালি দেওয়ার চেয়ে মোমবাতি জ্বালানো ভালো)
-
সদস্য সংখ্যা: ১০ মিলিয়নের বেশি (বিশ্বব্যাপী)
-
পুরস্কার: ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ
উৎস: Amnesty International ওয়েবসাইট

0
Updated: 3 days ago
'লস্কর-ই-তৈয়বা' কোন ধরনের সংগঠন?
Created: 2 weeks ago
A
আরব মানবাধিকার সংস্থা
B
ভারতের বামপন্থী দল
C
পাকিস্তানি জঙ্গি সংগঠন
D
মহাকাশ গবেষণা সংস্থা
লস্কর-ই-তৈয়বা
-
অর্থ: “শুদ্ধদের বাহিনী” বা “Army of the Pure”
-
সংজ্ঞা: পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন, যা মূলত ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর।
-
অঞ্চল: কাশ্মীর উপত্যকায় কার্যক্রম হলেও এর পরিচালনা পাকিস্তান থেকে হয়।
-
ধর্মীয় প্রভাব: সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায় দ্বারা প্রভাবিত।
-
প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ
-
প্রতিষ্ঠার সময়: ১৯৮০ সালের দিকে
-
প্রথম অনুপ্রবেশ: ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে
সংশ্লিষ্ট সংগঠন:
-
জামাত-উদ-দাওয়া (Jamaat-ud-Dawa): লস্কর-এর মূল সামাজিক-মুখো সংগঠন।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago