হেনরি ডুনান্ট কোন যুদ্ধের ভয়াবহতা দেখে Red Cross প্রতিষ্ঠার প্রেরণা পান?
A
ক্রিমিয়ার যুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
প্রথম বিশ্বযুদ্ধ
D
সোলফেরিনোর যুদ্ধ
উত্তরের বিবরণ
Red Cross (ICRC)
-
পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement (সংক্ষেপে Red Cross বা Red Crescent)
-
প্রকার: সেবাধর্মী প্রতিষ্ঠান
-
প্রতিষ্ঠিত: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩
-
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
-
প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট
-
১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে তিনি Red Cross প্রতিষ্ঠার উদ্যোগ নেন
-
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
প্রতীক: সাদা পটভূমিতে লাল ক্রস (মানবিক সহায়তার প্রতীক)
-
মূল উদ্দেশ্য:
-
বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা
-
যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘব
-
-
মূল নীতি: সাতটি মৌলিক নীতি — মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, ঐক্য, সর্বজনীনতা
-
পুরস্কার: আন্তর্জাতিক রেডক্রস কমিটি তিনবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)
-
বিশ্বব্যাপী পরিচিতি: মুসলিম দেশে Red Crescent নামে পরিচিত
উৎস: Red Cross ওয়েবসাইট

0
Updated: 1 month ago
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
Created: 1 month ago
A
কোপেনহেগেন সম্মেলন
B
কানকুন সম্মেলন
C
ডারবান সম্মেলন
D
স্টকহোম সম্মেলন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গ্রিন হাউস
Green Climate Fund (GCF)
-
প্রতিষ্ঠা: ২০১০, কানকুন, মেক্সিকো (COP-16)
-
সংশ্লিষ্ট সংস্থা: UNFCCC
-
সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
-
উদ্দেশ্য:
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান
-
কার্বন নির্গমন কমানো
-
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫°C মধ্যে সীমাবদ্ধ রাখা
-
উল্লেখযোগ্য তথ্য
-
২০০৯ সালে কোপেনহেগেন (COP-15) সম্মেলনে গঠনের অঙ্গীকার করা হয়।
-
উন্নত দেশগুলোর প্রদত্ত চাঁদার মাধ্যমে তহবিল পরিচালিত হয়।
-
তহবিলের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট

0
Updated: 1 month ago
বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?
Created: 1 month ago
A
জৈনধর্ম
B
শিখধর্ম
C
বৌদ্ধধর্ম
D
ইহুদি ধর্ম
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গৌতম বুদ্ধ ও বুদ্ধগয়া
-
ব্যক্তিগত নাম: সিদ্ধার্থ
-
জন্ম: খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দী, লুম্বিনী, নেপালের কপিলাবস্তু অঞ্চলে
-
ধর্ম: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা
বুদ্ধ উপাধির অর্থ
-
একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে ওঠেন এবং যন্ত্রণা থেকে মুক্তি পান।
গুরুত্বপূর্ণ স্থানসমূহ
-
বুদ্ধগয়া: বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান
-
সারনাথ: গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে চিন্তাভাবনা করেন; ভারতের বারানাশি থেকে ১৩ কিমি উত্তর-পূর্বে অবস্থিত
-
কুশিনারা: বুদ্ধের মৃত্যুস্থান, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে
-
তক্ষশীলা: পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান
উৎস: Britannica

0
Updated: 1 month ago
নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
Created: 1 month ago
A
শিল্প
B
ভবন নির্মাণ
C
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
D
পরিবহন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
সাম্রাজ্যের পতন
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের মতো সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।
-
প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
খাতভিত্তিক বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
-
বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত → প্রায় ৩৪%
-
কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়।
-
এর ফলে প্রচুর পরিমাণে CO₂ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
-
-
শিল্প খাত → প্রায় ২৪%
-
কৃষি, বনায়ন ও ভূমি ব্যবহার → প্রায় ২২%
-
পরিবহন খাত → প্রায় ১৫%
-
ভবন নির্মাণ খাত → প্রায় ৬%
উৎস: U.S. Environmental Protection Agency (EPA.gov)

0
Updated: 1 month ago