Now-a-days many villages are lit _______ electricity. Which is the correct preposition in the above blank?
A
with
B
by
C
from
D
on
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক শব্দ “by” ব্যবহারের নিয়মঃ
-
বর্তমান সময়ে অনেক গ্রাম বিদ্যুতের দ্বারা আলোকিত হয়।
-
কোনো কিছুকে আলোকিত বা আলোযুক্ত করতে “light by” ব্যবহৃত হয়।
-
“Light” ক্রিয়ার ভুতকাল (past) ও ভুতকাল participle হলো “lit” বা “lighted”।
-
যেমন: The house is lighted/lit by electricity.
-
বিভিন্ন অভিধানে “by” এবং “with” দুটোই আলোকিত করার জন্য ব্যবহৃত হয়েছে, তবে প্রাথমিক নিয়ম হলো:
-
সরাসরি কোনো কিছুর মাধ্যমে আলোকিত হলে “with” ব্যবহার করা হয়।
-
যেমন: The room was lit with an electric bulb/candle.
-
-
এখানে “electricity” সরাসরি আলো উৎপন্ন করছে না, এটি বাল্বের মাধ্যমে আলোকিত করছে, তাই বলা হয় by electricity।
উৎস: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago