EU কী ধরনের সংগঠন?
A
অর্থনৈতিক
B
রাজনৈতিক
C
অর্থনৈতিক ও রাজনৈতিক
D
সামাজিক
উত্তরের বিবরণ
ইউরোপিয়ান ইউনিয়ন (EU)
ইউরোপিয়ান ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যা ইউরোপীয় অঞ্চলের দেশসমূহ নিয়ে গঠিত।
🔹 প্রতিষ্ঠা:
-
তারিখ: ১ নভেম্বর, ১৯৯৩
-
চুক্তি: মাস্ট্রিচ চুক্তি
-
এই চুক্তির মাধ্যমেই ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
সদর দপ্তর
-
ব্রাসেলস, বেলজিয়াম — এখানেই EU-এর প্রধান দপ্তর অবস্থিত।
সদস্য দেশসংখ্যা
-
মোট সদস্য দেশ: ২৭টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
সর্বশেষ যোগদানকারী দেশ
-
ক্রোয়েশিয়া — সর্বশেষ দেশ হিসেবে EU-তে যোগ দিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ
১. অস্ট্রিয়া
২. বেলজিয়াম
৩. বুলগেরিয়া
৪. ক্রোয়েশিয়া
৫. সাইপ্রাস
৬. চেক প্রজাতন্ত্র
৭. ডেনমার্ক
৮. এস্তোনিয়া
৯. ফিনল্যান্ড
১০. ফ্রান্স
১১. জার্মানি
১২. গ্রীস
১৩. হাঙ্গেরি
১৪. আয়ারল্যান্ড
১৫. ইতালি
১৬. লাটভিয়া
১৭. লিথুয়ানিয়া
১৮. লুক্সেমবার্গ
১৯. মাল্টা
২০. নেদারল্যান্ডস
২১. পোল্যান্ড
২২. পর্তুগাল
২৩. রোমানিয়া
২৪. স্লোভাকিয়া
২৫. স্লোভেনিয়া
২৬. স্পেন
27. সুইডেন
উৎস: ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 5 months ago
'Loss and Damage Fund'- কোন COP সভার প্রধান ফলাফল ছিল?
Created: 1 month ago
A
COP27, শর্ম আল-শেখ
B
COP21, প্যারিস
C
COP26, গ্লাসগো
D
COP15, কোপেনহেগেন
Loss and Damage Fund মূলত একটি আন্তর্জাতিক তহবিল, যা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গঠিত হয়। এ তহবিলটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (COP-27)।
-
প্রস্তাব গৃহীত হয়: ২৭তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP-27)।
-
মূল উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোতে সৃষ্ট ক্ষতি ও ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সহায়তা প্রদান।
-
দায়ী পক্ষ: জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
-
প্রতিশ্রুতি: ২০০৯ সালে উন্নত দেশগুলো প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
-
তহবিল প্রতিষ্ঠা: দীর্ঘ প্রতীক্ষার পর ২০২২ সালে শার্ম এল-শেখে চুক্তির মাধ্যমে Loss and Damage Fund প্রতিষ্ঠিত হয়।
-
লক্ষ্য: জলবায়ু বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা।
0
Updated: 1 month ago
গ্রিন ক্লাইমেট ফান্ড কোন সংস্থার অধীনে গঠিত?
Created: 1 month ago
A
UNESCO
B
UNFCCC
C
UNEP
D
UNDP
Green Climate Fund (GCF)
প্রতিষ্ঠা: ২০১০, কপ-১৬ সম্মেলনে (মেক্সিকো, কানকুন)
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তা করা
সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
উল্লেখযোগ্য বিষয়:
কপ-১৫ সম্মেলনে GCF গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়
লক্ষ্য: প্রতি বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করা
0
Updated: 1 month ago
কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৪৮, ফ্রান্স
B
১৯৪৯, সুইজারল্যান্ড
C
১৯৬১, রােম
D
১৯৫২, লন্ডন
International Union for Conservation of Nature (IUCN) হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর কাজ করে।
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফনটেনব্লু শহরে।
-
সদর দপ্তর: সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
-
সদস্য ও বিশেষজ্ঞ: বর্তমানে প্রায় ১,৪০০ সদস্য এবং প্রায় ১৭,০০০ বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago