EU কী ধরনের সংগঠন? 

A

অর্থনৈতিক 

B

রাজনৈতিক 

C

অর্থনৈতিক ও রাজনৈতিক 

D

সামাজিক

উত্তরের বিবরণ

img

ইউরোপিয়ান ইউনিয়ন (EU)

ইউরোপিয়ান ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যা ইউরোপীয় অঞ্চলের দেশসমূহ নিয়ে গঠিত।

🔹 প্রতিষ্ঠা:

  • তারিখ: ১ নভেম্বর, ১৯৯৩

  • চুক্তি: মাস্ট্রিচ চুক্তি

  • এই চুক্তির মাধ্যমেই ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

সদর দপ্তর

  • ব্রাসেলস, বেলজিয়াম — এখানেই EU-এর প্রধান দপ্তর অবস্থিত।

সদস্য দেশসংখ্যা

  • মোট সদস্য দেশ: ২৭টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)

সর্বশেষ যোগদানকারী দেশ

  • ক্রোয়েশিয়া — সর্বশেষ দেশ হিসেবে EU-তে যোগ দিয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ

১. অস্ট্রিয়া
২. বেলজিয়াম
৩. বুলগেরিয়া
৪. ক্রোয়েশিয়া
৫. সাইপ্রাস
৬. চেক প্রজাতন্ত্র
৭. ডেনমার্ক
৮. এস্তোনিয়া
৯. ফিনল্যান্ড
১০. ফ্রান্স
১১. জার্মানি
১২. গ্রীস
১৩. হাঙ্গেরি
১৪. আয়ারল্যান্ড
১৫. ইতালি
১৬. লাটভিয়া
১৭. লিথুয়ানিয়া
১৮. লুক্সেমবার্গ
১৯. মাল্টা
২০. নেদারল্যান্ডস
২১. পোল্যান্ড
২২. পর্তুগাল
২৩. রোমানিয়া
২৪. স্লোভাকিয়া
২৫. স্লোভেনিয়া
২৬. স্পেন
27. সুইডেন


উৎস: ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট

Unfavorite

0

Updated: 5 months ago

Related MCQ

'Loss and Damage Fund'- কোন COP সভার প্রধান ফলাফল ছিল?


Created: 1 month ago

A

COP27, শর্ম আল-শেখ


B

COP21, প্যারিস


C

COP26, গ্লাসগো


D

COP15, কোপেনহেগেন


Unfavorite

0

Updated: 1 month ago

গ্রিন ক্লাইমেট ফান্ড কোন সংস্থার অধীনে গঠিত?

Created: 1 month ago

A

UNESCO

B

UNFCCC

C

UNEP

D

UNDP

Unfavorite

0

Updated: 1 month ago

কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?

Created: 1 month ago

A

১৯৪৮, ফ্রান্স

B

১৯৪৯, সুইজারল্যান্ড

C

১৯৬১, রােম

D

১৯৫২, লন্ডন

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD