A
metaphor
B
simile
C
alliteration
D
personification
উত্তরের বিবরণ
The comparison of unlike things using the words like on as is known to be a simile.
• Simile:
• An explicit comparison between two different things is called - Simile
- Usually as and like are used in it. In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
Ex: 'The bride hath paced into the hall, Red as a rose is she'.
Love is like a battlefield.
• Metaphor:
• Metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।
- উদাহরণ -
- Life is but a walking shadow.
- "She's all states, and all princes, I"
• Explanation: 'I am a phoenix, rising from the ash' - উল্লেখ্য উক্তিটি কবি Sylvia Plath এর "Lady Lazarus" হতে উধৃত করা হয়েছে।
- এখানে কবি নিজেকে পাখির সাথে তুলনা করেছেন যার জন্ম হয়েছে ছাই থেকে।
• Difference Between Metaphor and Simile
- It can be difficult in some instances to distinguish between metaphor and simile as literary devices.
- উভয় figures of speech দ্বারাই দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা নির্দেশ করে।
- বলা যেতে পারে, simile is a subset of metaphor.
- দুটির মধ্যে পার্থক্য নিরূপনের একটি সহজ উপায় হচ্ছে - Simile তে তুলনার ক্ষেত্রে As ও Like দ্বারা তুলনাটি বুঝানো হয়, কিন্তু Metaphor এর ক্ষেত্রে As or Like হয় উল্লেখ না করে সরাসরিই তুলনা নির্দেশ করা হয়।
- যেমন:
Simile: I wandered lonely as a cloud.
Metaphor: Revenge is a wild justice.
• অন্য অপশনগুলোর মধ্যে -
• Alliteration: (অনুপ্রাস)
- The Repetition of a consonant at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
- যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে অনুপ্রাস (Alliteration) বলে।
• Examples of Alliteration -
1.
'The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.'
- এখানে 'f' এবং 'b' দ্বারা শুরু হওয়া শব্দ পাশাপাশি বসেছে অর্থাৎ consonant sound এর repetition ঘটেছে।
2.
'Puffs, powders, patches, Bibles, billet-doux' is an example of Alleteration.
Here 'p' has been repeated thrice and 'b' twice.
• Personification: (ব্যক্তিরূপ দান)
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- Giving human qualities to non-human entities or abstract concepts
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়।
• উদাহরণ -
''There lies the port: the vessel puffs her sail:
(Tennyson: ''Ulysses'')
- এখানে vessel কে জীবন্ত সত্ত্বার সাথে তুলনা করা হয়েছে।
Source: An ABC of English Literature, Britannica, Dr M Mofizar Rahman and A Glossary of Literary Terms by M. H. Abrams.

0
Updated: 3 days ago
He intends to ___ in the country for two months.
Created: 1 month ago
A
live
B
stay
C
stop
D
halt
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
She is beautiful but she is ____ her mother.
Created: 1 month ago
A
most beautiful
B
less beautiful
C
as beautiful
D
not so beautiful as
সঠিক উত্তর হবে: not so beautiful as
-
পূর্ণ বাক্যটি হবে: She is beautiful but she is not so beautiful as her mother.
• ইংরেজি ব্যাকরণে কিছু conjunction আছে যেগুলোর দুটি অংশ থাকে এবং এদের একত্রে correlative conjunction বলা হয়। এই ধরনের সংযুক্তি বাক্যে ভারসাম্য বজায় রাখে এবং দুটি শব্দ, বাক্যাংশ বা clause-কে যুক্ত করে।
-
সাধারণ correlative conjunction-এর কিছু উদাহরণ:
as…as, so…as, such…that, not only…but also, hardly…before/when, no sooner…than, neither…nor, either…or, both…and, the same…as ইত্যাদি।
• যখন বাক্যে but ব্যবহৃত হয়, তখন সাধারণত পরবর্তী adjective বা phrase-টি নেতিবাচক রূপ ধারণ করে।
-
তাই এই ক্ষেত্রে ‘not as beautiful as’ অথবা ‘not so beautiful as’ ব্যবহার করাটাই সঠিক হবে।
Reference: A Passage to the English Language – S.M Zakir Hussain

0
Updated: 1 month ago
What would have happened if__________?
Created: 1 month ago
A
the bridge is broken
B
the bridge would break
C
the bridge had broken
D
the bridge had been broken
সঠিক বাক্য গঠনের জন্য প্রাসঙ্গিক নিয়ম
-
প্রদত্ত বাক্যটি ছিল: "What would have happened if the bridge had been broken?"
-
এটি একটি Third Conditional (বা Perfect Conditional) বাক্যের উদাহরণ।
• Third Conditional বাক্যের কাঠামো অনুযায়ী:
-
যদি If-Clause-এ Past Perfect Tense (had + verb-এর past participle) থাকে, তাহলে Main Clause-এ would have/could have + verb-এর past participle বসে।
-
যদি ঘটনাটি passive voice-এ প্রকাশ পায়, তবে If-Clause-এ ব্যবহার হয়: had been + past participle।
• কাঠামো (Structure):
If + Past Perfect Tense
→ would have/could have + past participle
উদাহরণ:
-
If you had studied, you would have passed.
-
What would have happened if the train had been delayed?
• উল্লেখযোগ্য বিষয়:
-
মূল বাক্যে clause-এর অবস্থান অদল-বদল করা হয়েছে, অর্থাৎ "would have happened" আগে এসেছে এবং "if the bridge had been broken" পরে বসেছে।
-
যেহেতু bridge নিজে নিজে কাজ করে না, এটি একটি passive construction।
-
তাই, "if" clause-টি হবে: If the bridge had been broken, যেখানে had been + broken passive structure নির্দেশ করে।

0
Updated: 1 month ago