A
Ring
B
Handkerchief
C
Pendant
D
Bangles
উত্তরের বিবরণ
Othello gave Desdemona a Handkerchief as a token of love.
Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- নাটকটির মূল বিষয়বস্তু: love and betrayal, intrigue and Jealousy.
- Iago রয়েছে Villan চরিত্রে।
- Iago চরিত্রটি সাহিত্য জগতে Machiavellian villain হিসেবে পরিচিত অর্থাৎ, ব্যাক্তিস্বার্থ উদ্ধারের জন্য ষড়যন্ত্রের অনুসরণ করেন যে ব্যক্তি।
- নাটকে দেখা যায়, Igao দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, Othello তাঁর স্ত্রী Desdemona কে হত্যা করে।
• Iago cunningly convinces Othello that Desdemona has been unfaithful to him with Cassio, Othello's lieutenant.
- Consumed by jealousy and driven to madness, Othello succumbs to Iago's machinations and ultimately kills Desdemona. Realizing his grave error, Othello takes his own life, and Iago's treachery is exposed.
• 'Othello' এর নামানুসারে এবং তার সঙ্গীর প্রতি অতিরিক্ত সন্দেহপরায়ণতার ভিত্তিতে একটি মানসিক ব্যাধির নামকরণ করা হয়েছে।
- চিকিৎসা বিজ্ঞানে এই মানসিক ব্যাধিকে বলা হয় ‘Othello Syndrome’.
• The important characters of Othello are -
- Othello,
- Desdemona,
- Brabantio,
- lago,
- Cassio,
- Emilia etc.
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 3 days ago
A person who writes about his own life writes ___.
Created: 1 month ago
A
A biography
B
A diary
C
A chronicle
D
An autobiography
Autobiography
-
English meaning: A person’s own story written by himself.
-
Bangla meaning: নিজ জীবনের গল্প নিজের লেখা। (আত্মজীবনী বা আত্মচরিত)
Biography
-
English meaning: Someone’s life story written by another person.
-
Bangla meaning: অন্য কেউ লিখেছে কারো জীবনের কাহিনী। (জীবনী)
Diary
-
English meaning: A book where someone writes what happens every day.
-
Bangla meaning: প্রতিদিনের ঘটনা লেখার বই। (দিনলিপি)
Chronicle
-
English meaning: A written account of events in the order they happened, especially historical.
-
Bangla meaning: ঘটনাগুলো সময়ক্রম অনুযায়ী লেখা। (কালানুক্রমিক ঘটনাপঞ্জি)

0
Updated: 1 month ago
New programs will be ____ next week in Bangladesh Television.
Created: 1 month ago
A
telecast
B
published
C
telecasted
D
broadecasted
সঠিক উত্তর: telecast
"Telecast" মানে হচ্ছে টেলিভিশনে কোনো অনুষ্ঠান প্রচার করা। এটি একটি verb (ক্রিয়া) এবং passive voice-এ বলা যায় "will be telecast", যেমন:
"New programs will be telecast next week."
অন্যান্য অপশনগুলো ভুল কেন:
-
Published: এটি মূলত বই, সংবাদপত্র বা ম্যাগাজিনের মতো ছাপা জিনিসের জন্য ব্যবহার হয়। টেলিভিশন অনুষ্ঠানের জন্য নয়।
-
Telecasted: এটি "telecast" শব্দের ভুল রূপ। "Telecast" নিজেই verb, এবং এর past form বা past participle "telecast"-ই থাকে।
-
Broadecasted: এটি "broadcast" শব্দের ভুল বানান। সঠিক বানান হচ্ছে "broadcast"। এই শব্দটি রেডিও বা টিভিতে কিছু প্রচারের সময় ব্যবহৃত হয়, তবে বাংলাদেশ টেলিভিশনের মতো ক্ষেত্রে "telecast" শব্দটি বেশি উপযুক্ত।
সঠিক বাক্য হবে:
"New programs will be telecast next week on Bangladesh Television."

0
Updated: 1 month ago
Women are too often ______ by family commitments.
Created: 1 week ago
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার
-
confused – বিভ্রান্ত, গুলিয়ে ফেলা বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
-
controlled – নিয়ন্ত্রণ করা, শাসন বা দমন করা।
-
contaminated – দূষিত করা, অশুদ্ধ বা নোংরা করা।
-
constrained – বাধ্য করা বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া; স্বাভাবিকভাবে করতে পারা না বা অস্বস্তি বোধ করা।
বাক্যে ব্যবহার:
শূন্যস্থানে constrained শব্দটি বসালে বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায়।
-
Complete Sentence: Women are often constrained by family commitment in this society.
-
বাংলা অর্থ: এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের দায়িত্বের কারণে বাধ্যবাধকতার মধ্যে থাকে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago