A
The Epic
B
The Comic
C
The Occult
D
The Tragic
উত্তরের বিবরণ
প্রশ্নে চারটি অপশন দেওয়া আছে—
ক) The Epic → মহাকাব্য
খ) The Comic → হাস্যরসাত্মক
গ) The Occult → অতিপ্রাকৃত, গুপ্ত, ঐন্দ্রজালিক বিষয়
ঘ) The Tragic → করুণ বা বিয়োগান্তক রীতি
এগুলোর মধ্যে The Epic, The Comic, এবং The Tragic সাহিত্য ও কাব্যের নির্দিষ্ট ধারা বা poetic tradition-এর অন্তর্ভুক্ত।
অন্যদিকে, The Occult বলতে বোঝানো হয় অতিপ্রাকৃত শক্তি বা গুপ্ত বিদ্যার ধারণা ও চর্চা, যা জাদুবিদ্যা বা ভবিষ্যদ্বাণীমূলক বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। ইতিহাস জুড়ে প্রায় সব সমাজেই এরকম বিশ্বাস ও চর্চা দেখা গেছে, তবে এটি কখনোই কবিতা বা কাব্যরীতি হিসেবে গণ্য হয়নি।
সুতরাং, সঠিক উত্তর হলো— The Occult কোনো poetic tradition নয়।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 3 days ago
The Sun Rising is a famous poem written by
Created: 5 days ago
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
• The Sun Rising:
- It is a poem by John Donne.
- এই কবিতাটি Songs and Sonnets এর অন্তর্ভুক্ত হয়ে ১৬৩৩ সালে কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল।
- তাঁর অধিকাংশ কবিতাগুলোর মত এই কবিতাটিরও মূল উপজীব্য বিষয় হচ্ছে কবির প্রেমিকাকে ঘিরে তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ।
- কবিতায় কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেনো তার রশ্মি দিয়ে তাদের ঘরকে আলোকিত এবং বিছানাকে উষ্ণ রাখেন।
- কারণ এতে করে তিনি এবং তার প্রেমিকা একে অপরের সাথে সারাদিন সেখানে থাকতে পারবেন এবং তাদের কাজে যেতে হবে না।
• John Donne:
- John Donne, Renaissance যুগের একজন কবি।
- Metaphysical poetry এর জনক বলা হয় John Donne কে।
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysical poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে:
- The Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

0
Updated: 5 days ago
What is the verb of the word 'Deep'?
Created: 5 days ago
A
Depth
B
Deep
C
Deeply
D
Deepen
শব্দ “Deep” এবং সংশ্লিষ্ট রূপ
শব্দ | অংশভঙ্গি (Part of Speech) | English Meaning | Bangla Meaning |
---|---|---|---|
Depth | Noun | The distance from top to bottom; intensity | গভীরতা; ঘনতা |
Deep | Adjective | Extending far down; intense | গভীর; অগাধ |
Deeply | Adverb | To a great depth; intensely | গভীরভাবে; তীব্রভাবে; অনেক দূর |
Deepen | Verb | To make or become deeper; to intensify | গভীরতর করা বা হওয়া |
উদাহরণ
-
Verb: The conflict deepened after the misunderstanding.
(বিবাদটি ভুল বোঝাবুঝির পর আরও গভীরতর হয়ে গেছে।)
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 5 days ago
'Lyrical Ballads' was a collaborative work between which two poets?
Created: 2 weeks ago
A
William Blake & Samuel Johnson
B
Alfred Tennyson & Robert Browning
C
William Wordsworth & John Milton
D
Samuel Taylor Coleridge & William Wordsworth
‘Lyrical Ballads’ (১৭৯৮) ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা কাব্যগ্রন্থ, যা যৌথভাবে রচনা করেছিলেন Samuel Taylor Coleridge এবং William Wordsworth। গ্রন্থটি সাধারণ মানুষের জীবন ও অনুভূতিকে সরল ভাষায় উপস্থাপন করে, যা তখনকার প্রচলিত সাহিত্যের ধারা থেকে ভিন্ন। এতে মোট ২৩টি কবিতা ছিল—১৯টি Wordsworth-এর এবং ৪টি Coleridge-এর।
উত্তর: ঘ) Samuel Taylor Coleridge & William Wordsworth

0
Updated: 2 weeks ago