CARE কোন দেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা?
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
যুক্তরাজ্য
D
জার্মানি
উত্তরের বিবরণ
CARE একটি আন্তর্জাতিক মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। সংস্থাটির পূর্ণরূপ হলো Cooperative for Assistance and Relief Everywhere।
CARE প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে। তবে প্রতিষ্ঠার শুরুর দিকে, অর্থাৎ ১৯৯৩ সালের পূর্বে, এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe।
বর্তমানে CARE International-এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে দারিদ্র্য বিমোচন, মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
উৎস: CARE-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
IUCN কোন কাজে নিযুক্ত থাকে?
Created: 1 month ago
A
বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ
B
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
C
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা
D
জলসম্পদ সংরক্ষণ
IUCN (International Union for Conservation of Nature) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র সংরক্ষণে কাজ করে। সংস্থাটি বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করে প্রজাতি ও পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে।
-
পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ অক্টোবর, ১৯৪৮
-
প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স, ফন্টেনব্লিউ
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
বিশ্বব্যাপী কার্যক্রম: ১৭০টির অধিক দেশে কাজ করে
-
মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
-
প্রজাতি শ্রেণীবিভাগ: নয়টি বিভাগে প্রজাতি মূল্যায়ন করা হয় —
-
মূল্যায়ন করা হয়নি
-
ডেটার ঘাটতি
-
ন্যূনতম উদ্বেগ
-
কাছাকাছি হুমকির মুখে
-
ঝুঁকিপূর্ণ
-
বিপন্ন
-
গুরুতরভাবে বিপন্ন
-
বন্য অঞ্চলে বিলুপ্ত
-
বিলুপ্ত
-
উল্লেখযোগ্য তথ্য:
-
সংস্থার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর – ৭ অক্টোবর, ১৯৪৮ ফ্রান্সের ফন্টেনব্লিউতে।
-
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।
0
Updated: 1 month ago
চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
Created: 2 months ago
A
মাও সেতুং
B
ডেং জিয়াওপিং
C
চিয়াং কাইশেক
D
সান ইয়েৎ সেন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মাও সেতুং
চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution)
-
সময়কাল: ১৯৬৬ – ১৯৭৬
-
মূল নেতা: মাও সেতুং
-
কারণ:
-
সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা
-
অর্থনৈতিক পুনর্গঠন
-
সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার
-
কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করা
-
-
প্রভাব:
-
চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক একীকরণ
-
কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় করা
-
সমগ্র চীনকে একত্রিত করা
-
প্রেক্ষাপট
-
১৯৪৯ সালের সমাজতান্ত্রিক বিপ্লব:
-
মাও সেতুং নেতৃত্বে গণপ্রজাতন্ত্র চীন (People's Republic of China) প্রতিষ্ঠিত
-
১লা অক্টোবর, ১৯৪৯ সালে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের সূচনা
-
মাও সেতুংকে গণচীনের জনক বলা হয়
-
-
অন্য উল্লেখযোগ্য চীনা নেতা:
-
সান ইয়েৎ সেন – চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট
-
চিয়াং কাইশেক – চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক
-
উৎস: Britannica
0
Updated: 2 months ago
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 months ago
A
জেনেভা
B
প্যারিস
C
লন্ডন
D
রোম
FAO হলো Food and Agriculture Organization, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংক্রান্ত একটি বিশেষায়িত সংস্থা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুধা দূরীকরণে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রতিষ্ঠা ও ইতিহাস
-
প্রতিষ্ঠার তারিখ: ১৬ অক্টোবর, ১৯৪৫
-
প্রতিষ্ঠাস্থান: কুইবেক, কানাডা
-
বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ: ১৪ ডিসেম্বর, ১৯৪৬
-
সদর দপ্তর: রোম, ইতালি
এই সংস্থাটি জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা ECOSOC-এর তত্ত্বাবধানে গঠিত হয়। বিশ্বব্যাপী একটি কার্যকর খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলাই ছিল এর মূল লক্ষ্য।
সদস্যপদ ও নেতৃত্ব
বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা ১৯৫টি, যার মধ্যে ১৯৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. কু ডংগিউ, যিনি চীনের নাগরিক।
লক্ষ্য ও উদ্দেশ্য
FAO-এর মূল লক্ষ্য হচ্ছে—
-
বিশ্বের প্রতিটি মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা।
-
ক্ষুধা, অপুষ্টি এবং খাদ্য ঘাটতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
গুরুত্বপূর্ণ দিবস
FAO-এর প্রতিষ্ঠাবার্ষিকী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী “বিশ্ব খাদ্য দিবস” হিসেবে পালন করা হয়, যা খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ ও FAO
বাংলাদেশ ১২ নভেম্বর, ১৯৭৩ সালে FAO-এর সদস্যপদ লাভ করে। এরপর থেকে দেশটি এই সংস্থার বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
উৎস: FAO অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 3 months ago