CARE কোন দেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা?
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
যুক্তরাজ্য
D
জার্মানি
উত্তরের বিবরণ
CARE একটি আন্তর্জাতিক মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। সংস্থাটির পূর্ণরূপ হলো Cooperative for Assistance and Relief Everywhere।
CARE প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে। তবে প্রতিষ্ঠার শুরুর দিকে, অর্থাৎ ১৯৯৩ সালের পূর্বে, এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe।
বর্তমানে CARE International-এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে দারিদ্র্য বিমোচন, মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
উৎস: CARE-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
'Earth Hour' কোন সংস্থা দ্বারা আয়োজিত হয়?
Created: 1 month ago
A
UNEP
B
WWF
C
IUCN
D
IPCC
Earth Hour
সংস্থা: WWF (World Wide Fund for Nature)
উদ্দেশ্য: পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
মূল বৈশিষ্ট্য:
-
বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় ও ব্যবসায় এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে পরিবেশ সুরক্ষার বার্তা দেয়।
-
প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার পালিত হয়।
-
প্রথম Earth Hour অনুষ্ঠিত হয় ৩১ মার্চ ২০০৭, সিডনি, অস্ট্রেলিয়ায়, যেখানে ২২ লক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন।
-
২০২৫ সালে Earth Hour অনুষ্ঠিত হবে ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত।
লক্ষ্য: শক্তি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি।
0
Updated: 1 month ago
সাংহাই কোঅপারেশন সংস্থা (SCO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৯৬ সালে
B
২০০১ সালে
C
২০০৫ সালে
D
২০১০ সালে
Shanghai Cooperation Organisation (SCO)
-
ধরণ: ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৫ জুন, ২০০১
-
সদরদপ্তর: বেইজিং, চীন
সদস্যপদ
-
প্রতিষ্ঠাতা সদস্য (৬টি): চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান
-
বর্তমান সদস্য (১০টি): চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ
-
সর্বশেষ সদস্য: বেলারুশ
-
পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া
লক্ষ্য ও উদ্দেশ্য
-
আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা
-
অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
-
রাজনৈতিক স্থিতিশীলতা ও আস্থা গড়ে তোলা
নেতৃত্ব
-
বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev
উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট
0
Updated: 1 month ago
কনস্টান্টিনোপল' কোন সভ্যতার রাজধানী ছিল?
Created: 1 month ago
A
বাইজেন্টাইন
B
মায়া
C
সুমেরীয়
D
হিব্রু
বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল একটি প্রাচীন এবং শক্তিশালী সাম্রাজ্য, যা প্রায় ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল এবং ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণের আগে বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা হিসেবে পরিচিত ছিল।
-
সাধারণত এটি পূর্ব রোমান সাম্রাজ্য নামে পরিচিত
-
৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচালিত হয়
-
রাজধানী: কনস্টান্টিনোপল
-
সাম্রাজ্যের ভূখণ্ড প্রায় ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলো জুড়ে ছিল, যার মধ্যে বর্তমান ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা অন্তর্ভুক্ত
-
সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান
-
১৪ শতকে অটোমান তুর্কিরা ধীরে ধীরে দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে সম্পূর্ণ অটোমান নিয়ন্ত্রণে চলে যায়
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago