A
মহাবীর
B
নেমিনাথ
C
ঋষভনাথ
D
পার্শ্বনাথ
No subjects available.
উত্তরের বিবরণ
জৈনধর্ম (Jainism)
-
মূল তথ্য:
-
ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম।
-
বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলোর মধ্যে অন্যতম।
-
“জৈন” শব্দটি এসেছে সংস্কৃত “জিন” থেকে, যার অর্থ জয়ী।
-
-
ধর্মগ্রন্থ ও সম্প্রদায়:
-
প্রধান ধর্মগ্রন্থ: দ্ব্বাদশ অঙ্গ
-
প্রধান দুটি সম্প্রদায়: শ্বেতাম্বর ও দিগম্বর
-
জৈনধর্মের মূল নীতি
-
যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি জয় করে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছে, তাকে জিন বলা হয়।
-
জিনদের আচরণ ও শিক্ষা অনুসরণকারীদের বলা হয় জৈন।
-
ধর্মগুরুদের বলা হয় তীর্থঙ্কর।
-
ইতিহাসে ২৪ তীর্থঙ্করের উল্লেখ রয়েছে।
-
প্রথম তীর্থঙ্কর: ঋষভনাথ
-
সর্বশেষ তীর্থঙ্কর: মহাবীর
মহাবীর ও জৈনধর্মের প্রচার
-
খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জৈনধর্মের প্রধান প্রচারক: মহাবীর (২৪তম তীর্থঙ্কর)
-
মহাবীরকে অনেক সময় ভুলবশত ধর্মপ্রবর্তক মনে করা হয়, কিন্তু তিনি শুধুমাত্র ধর্মের প্রচারক ছিলেন।
-
মহাবীরের পূর্বসূরি:
-
২৩তম তীর্থঙ্কর: পার্শ্বনাথ
-
২২তম তীর্থঙ্কর: নেমিনাথ
-
উৎস: Britannica, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (ষষ্ঠ শ্রেণি)

0
Updated: 3 days ago
নিচের কোন দেশটি CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি? [আগস্ট,২০২৫]
Created: 2 weeks ago
A
যুক্তরাজ্য
B
ভারত
C
ফ্রান্স
D
জার্মানি
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT)
-
পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
-
স্বাক্ষর: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬, নিউইয়র্ক
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৮টি
-
স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
-
স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের অংশগ্রহণ: স্বাক্ষর ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬
গুরুত্বপূর্ণ তথ্য:
-
চুক্তি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন।
-
এই দেশগুলোর মধ্যে ৯টি এখনও অনুমোদন দেয়নি।
-
এর মধ্যে রাশিয়া ২০২৩ সালে অনুমোদন প্রত্যাহার করেছে।
-
ফলে, চুক্তিটি এখনও কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।
উৎস: CTBTO ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।

0
Updated: 2 weeks ago
ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি -
Created: 2 weeks ago
A
অস্ট্রেলিয়া
B
কানাডা
C
অস্ট্রিয়া
D
মেক্সিকো
কানাডা সম্পর্কে তথ্য
-
উপাখ্যান: ম্যাপল পাতার দেশ
-
দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং জনজীবনে এর গুরুত্বের কারণে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
-
জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
-
বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০% কানাডা থেকে রপ্তানি হয়।
-
-
অবস্থান ও আয়তন:
-
কানাডা উত্তর আমেরিকাতে অবস্থিত।
-
আয়তনে এটি পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
-
-
রাজধানী ও প্রধান শহর:
-
রাজধানী: অটোয়া
-
বৃহত্তম শহর: টরেন্টো
-
-
রাজনৈতিক ব্যবস্থা:
-
কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
-
তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago