Robert Browning was a _____ poet. Fill in the gap with appropriate word.
A
Romantic
B
Victorian
C
Modern
D
Elizathan
উত্তরের বিবরণ
Robert Browning (1812–1889)
-
Victorian যুগের অন্যতম প্রধান কবি হিসেবে Robert Browning-এর নাম বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি মূলত dramatic monologue বা স্বগতোক্তিমূলক কবিতার জন্য খ্যাত। এ কারণে তাঁকে অনেকে Father of Dramatic Monologue বলে অভিহিত করেন।
-
তাঁর কবিতায় মানুষের মনের জটিলতা ও মানসিক দিকগুলোকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ঈশ্বরবিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রকাশও সেখানে পাওয়া যায়।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সমসাময়িক যুগের একজন খ্যাতনামা কবি ছিলেন।
উল্লেখযোগ্য রচনা
কবিতা (Poems):
-
The Ring and the Book
-
Fra Lippo Lippi
-
My Last Duchess
-
The Patriot
-
A Grammarian’s Funeral
-
Andrea del Sarto
-
Men and Women
-
Dramatic Lyrics
-
Paracelsus
-
Rabbi Ben Ezra
-
Dramatis Personae ইত্যাদি।
নাটক (Plays):
-
তাঁর প্রথম নাটক Strafford (1837) মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়ে যায়।
তথ্যসূত্র: Britannica.com এবং Encyclopedia.com

0
Updated: 1 month ago
Why does Lippo call his art “God’s work”?
Created: 1 month ago
A
Because God commands it
B
Because nature is God’s creation
C
Because monks told him
D
Because it brings him money
Lippo বলে, “God’s works—paint any one, and count it crime to let a truth slip.” অর্থাৎ, ঈশ্বর যে প্রকৃতি ও মানুষ সৃষ্টি করেছেন, সেগুলো আঁকা মানেই ঈশ্বরের কাজকে প্রতিফলিত করা। তাই দেহকে আঁকাও এক প্রকার ধর্মীয় কাজ। এটি তার বাস্তববাদী দর্শনের মূলে রয়েছে।

0
Updated: 1 month ago
What is Andrea’s attitude toward critics of his art?
Created: 1 month ago
A
Angry
B
Humble
C
Indifferent
D
Defensive
অ্যান্ড্রিয়া বলে সে প্রশংসা বা সমালোচনায় প্রভাবিত হয় না। কিন্তু এই নির্লিপ্ততা তার ভেতরের আগুনের অভাব বোঝায়।

1
Updated: 1 month ago
How does Andrea feel about his art in Andrea del Sarto?
Created: 1 week ago
A
He believes his art is the finest in the world
B
He is proud of his art and confident in his skills
C
He feels conflicted and regrets his inability to achieve perfection
D
He feels his art is not important compared to other achievements
Andrea del Sarto কবিতায়, অ্যান্ড্রিয়া তার শিল্প সম্পর্কে এক ধরনের দ্বন্দ্ব এবং দুঃখ অনুভব করেন। সে জানে যে, তার মধ্যে বিশাল প্রতিভা ছিল, তবে সে নিজের শিল্পকে নিখুঁতভাবে পূর্ণ করতে পারছে না। সে বিশেষভাবে খারাপভাবে অনুভব করে যে, তার কাজের মধ্যে সেই আধ্যাত্মিক বা শিল্পের নিখুঁততার অভাব রয়েছে, যা তার স্বপ্ন ছিল।
এই অনুভূতি তার আত্মবিশ্বাসের অভাব এবং তার জীবনের প্রকৃত লক্ষ্যের প্রতি হতাশা প্রকাশ করে। অ্যান্ড্রিয়া তার অন্তর্নিহিত অসীম ক্ষমতা জানলেও, তাকে হতাশ করে যে, সে তার সম্ভাবনার সর্বোচ্চে পৌঁছাতে পারছে না।

0
Updated: 1 week ago