A
কোপেনহেগেন সম্মেলন
B
কানকুন সম্মেলন
C
ডারবান সম্মেলন
D
স্টকহোম সম্মেলন
No subjects available.
উত্তরের বিবরণ
Green Climate Fund (GCF)
-
প্রতিষ্ঠা: ২০১০, কানকুন, মেক্সিকো (COP-16)
-
সংশ্লিষ্ট সংস্থা: UNFCCC
-
সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
-
উদ্দেশ্য:
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান
-
কার্বন নির্গমন কমানো
-
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫°C মধ্যে সীমাবদ্ধ রাখা
-
উল্লেখযোগ্য তথ্য
-
২০০৯ সালে কোপেনহেগেন (COP-15) সম্মেলনে গঠনের অঙ্গীকার করা হয়।
-
উন্নত দেশগুলোর প্রদত্ত চাঁদার মাধ্যমে তহবিল পরিচালিত হয়।
-
তহবিলের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট

0
Updated: 3 days ago
মুসোলিনী
Created: 2 weeks ago
A
ভারত
B
চীন
C
নেপাল
D
পাকিস্তান
বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প
-
নদী: ইয়ারলুং জাংবো (তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত)
-
ভারত ও বাংলাদেশে পরিচিত ব্রহ্মপুত্র নদ নামে
-
-
উদ্যোগকারী দেশ: চীন
-
প্রকল্প: বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
-
উদ্বোধন: ১৯ জুলাই, তিব্বতের মধ্য দিয়ে নদী প্রবাহের উপর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন
-
পরিকল্পনা: পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ
-
মোট ব্যয়: প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (~১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)
উৎস: প্রতিবেদনের তথ্য (২০২৫)

0
Updated: 2 weeks ago
বাসেল কনভেনশন কত সালে গৃহীত হয়?
Created: 3 days ago
A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
বাসেল কনভেনশন
সাম্রাজ্যের পতন
No subjects available.
বাসেল কনভেনশন
-
পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
-
বিষয়: বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।
-
গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯
-
স্থান: বাসেল, সুইজারল্যান্ড
-
কার্যকর হয়: ৫ মে, ১৯৯২
-
সদস্য রাষ্ট্র: ১৯১টি
-
স্বাক্ষরকারী রাষ্ট্র: ৫৩টি
উদ্দেশ্য
-
উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-
বিপজ্জনক বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আন্তঃসীমান্ত চলাচল যতটা সম্ভব হ্রাস করা।
বাংলাদেশ ও বাসেল কনভেনশন
-
বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
উৎস: UN Basel Convention ওয়েবসাইট

0
Updated: 3 days ago
কুড়িল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 2 weeks ago
A
আর্কটিক মহাসাগর
B
ভারত মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর
D
প্রশান্ত মহাসাগর
কুড়িল দ্বীপপুঞ্জ (Kuril Islands)
-
অবস্থান: প্রশান্ত মহাসাগর, জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে
-
ভৌগোলিক ও রাজনৈতিক বৈশিষ্ট্য:
-
রাশিয়া ও জাপানের মধ্যে বিতর্কিত দ্বীপপুঞ্জ
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন জাপান থেকে দখল করে নেয়
-
জাপান এই দ্বীপগুলোকে নর্দান টেরিটরি হিসেবে দাবি করে
-
-
প্রধান দ্বীপ: কুনাশির – বিতর্কিত চারটি দ্বীপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম
-
বিরোধের প্রভাব:
-
রাশিয়া ও জাপান আনুষ্ঠানিকভাবে WWII শান্তিচুক্তিতে স্বাক্ষর করেনি
-
তথ্যসূত্র: Britannica.com, Worldatlas.com

0
Updated: 2 weeks ago