The repetition of beginning consonant sound is know as-
A
personification
B
onomatopoeia
C
alliteration
D
rhyme
উত্তরের বিবরণ
Literary Devices (Figures of Speech)
Alliteration (অনুপ্রাস)
-
যখন পাশাপাশি ব্যবহৃত শব্দগুলোর শুরুতে একই ব্যঞ্জনধ্বনি বারবার আসে, তখন তাকে Alliteration বলে।
-
সহজভাবে বলতে গেলে—একই consonant sound বারবার পুনরাবৃত্তি হওয়াই Alliteration।
উদাহরণ:
-
"The fair breeze blew, the white foam flew,
The furrow followed free."
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। -
"Puffs, powders, patches, Bibles, billet-doux."
এখানে ‘p’ তিনবার এবং ‘b’ দুইবার এসেছে, তাই এটি Alliteration-এর উদাহরণ।
Personification (ব্যক্তিরূপ দান)
-
যখন জড় বস্তু, প্রাণহীন জিনিস বা বিমূর্ত ধারণাকে মানুষের গুণাবলি দেওয়া হয়, তখন তাকে Personification বলে।
-
অর্থাৎ কোনো lifeless object বা idea-কে জীবন্ত সত্তার মতো প্রকাশ করা।
উদাহরণ:
"There lies the port: the vessel puffs her sail:" (Tennyson, Ulysses)
এখানে জাহাজকে (vessel) একজন জীবন্ত মানুষের মতো কল্পনা করা হয়েছে।
Rhyme (ছন্দ/অন্ত্যমিল)
-
দুই বা ততোধিক শব্দের শেষে একই রকম ধ্বনি থাকলে সেটাকে Rhyme বলে।
-
কবিতায় Rhyme পাঠকের কানে সুরেলা শোনায় এবং stanza বা স্তবকের গঠনকে একত্র করে।
Onomatopoeia (অনুকার শব্দ)
-
কোনো শব্দ যদি সেই শব্দের আসল শব্দধ্বনি অনুকরণ করে তৈরি হয়, তবে তাকে Onomatopoeia বলে।
-
বাংলায় একে অনুকার অব্যয় বলা হয়।
উদাহরণ:
-
বৃষ্টির ঝমঝম
-
ঘড়ির টিকটক
-
বাতাসের শনশন
যেমন ইংরেজিতে বলা হয়—“The clock goes tick-tock.” → এখানে tick-tock শব্দটি ঘড়ির শব্দকে অনুকরণ করছে।
উৎসঃ An ABC of English Literature

0
Updated: 1 month ago
The verb form of the word 'amusement' is:
Created: 3 weeks ago
A
amusing
B
amuse
C
amused
D
amusingly
Amusement হলো একটি noun, যা মূলত সেই অনুভূতিকে বোঝায় যা মানুষ কোনো মজার বা হাস্যকর বিষয় থেকে উপভোগ করে। এর অর্থ হলো হাস্যকৌতুক বা কৌতুকানুভূতি।
-
English meaning: the feeling that you have when you enjoy something that is funny
-
Bangla meaning: হাস্যকৌতুক; কৌতুকানুভূতি; কৌতুকাবিষ্টতা
Verb form of 'amusement' হলো amuse।
-
amusing [adjective]:
-
English meaning: funny and giving pleasure
-
Bangla meaning: মজার; মজাদার
-
-
amuse [verb]:
-
English meaning: to make somebody laugh or smile / to make time pass pleasantly for somebody/yourself
-
Bangla meaning:
১. মজা করে সময় কাটানো: The kids amused themselves playing many games in the park.
২. কাউকে হাসানো: His jokes amused all of us.
-
-
amused [adjective]:
-
English meaning: thinking that somebody/something is funny, so that you smile or laugh
-
Bangla meaning: আনন্দিত বা মজা পেয়েছে
-
-
amusingly [adverb]:
-
English meaning: in a funny way that gives pleasure
-
Bangla meaning: মজারভাবে বা আনন্দদায়কভাবে
-

0
Updated: 2 weeks ago
Choose the correct sentence.
Created: 2 weeks ago
A
The information she provided was relevant.
B
The informations she provided was relevant.
C
The information she provided were relevant.
D
The informations she provided were relevant.
The correct sentence is – The information she provided was relevant।
-
"Information" একটি uncountable noun, তাই এটি সবসময় singular হিসেবে ব্যবহৃত হয় এবং singular verb গ্রহণ করে।
-
সেক্ষেত্রে singular verb হিসেবে was ব্যবহার করা হয়।
-
সুতরাং, সঠিক বাক্যটি হলো: The information she provided was relevant।
-
অন্যদিকে, informations ব্যবহার করা ভুল, কারণ "information"-এর কোনো plural রূপ নেই।

0
Updated: 2 weeks ago
The student who is hardworking passed the test. (Simple)
Created: 1 month ago
A
Hardworking student passed the test.
B
A hardworking student passed the test.
C
The student hardworking passed the test.
D
A student of hardworking passed the test.
The correct answer is - খ) A hardworking student passed the test.
• Subject + relative pronoun (who/which / that) + adjective যুক্ত complex sentence কে simple sentence এ রূপান্তরের নিয়ম:
(i) প্রথমে the-এর পরিবর্তে a / an বসে +
(ii) relative pronoun এর পরের adjective টি বসে +
(ii) প্রদত্ত subject টি বসে +
(iv) প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশটি বসে।
• Example:
Complex: The student who is hardworking passed the test.
Simple: A hardworking student passed the test.
• More example:
Complex: The girl who is meritorious can make a good result.
Simple: A meritorious girl can make a good result.
Complex: The boy who is industrious can shine in life.
Simple: An industrious boy can shine in life.
ব্যাখ্যাঃ নিয়ম অনুযায়ী article an বসেছে প্রদত্ত adjective industrious বসেছে+ subject boy বসেছে + can থেকে life পর্যন্ত বসেছে।
Other options
ক) Hardworking student passed the test.
এখানে article ("a" বা "the") দরকার।
গ) The student hardworking passed the test.
adjective + noun এর মধ্যে word order ভুল।
ঘ) A student of hardworking passed the test.
"of hardworking" ভুল phrase। তাই বাক্যটি ভুল।

0
Updated: 1 month ago