A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
No subjects available.
উত্তরের বিবরণ
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট

0
Updated: 3 days ago
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
এশিয়া
B
আফ্রিকা
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
আমাজন নদী সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত
-
দক্ষিণ আমেরিকার উত্তরাংশে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৪০০ কিমি
-
দক্ষিন আমেরিকার সর্ববৃহৎ নদী
-
-
উৎপত্তি ও প্রান্ত:
-
উৎপত্তি: পেরুর আন্দিজ পর্বতমালা
-
স্রোত মিলিত: আটলান্টিক মহাসাগরে
-
মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলে দিয়ে প্রবাহিত
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ-
Created: 2 weeks ago
A
নিউগিনি
B
গ্রিনল্যান্ড
C
মাদাগাস্কার
D
বোর্নিও
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
-
স্থানীয় ভাষায় গ্রীনল্যান্ডকে বলা হয় কালালিত নুনাত, যার অর্থ “গ্রীনল্যান্ডবাসীদের দেশ”।
-
এটি পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহের জন্য।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
বিশ্বের অন্যান্য বৃহত্তম দ্বীপ
-
২য় বৃহত্তম দ্বীপ → নিউ গিনি
-
৩য় বৃহত্তম দ্বীপ → বোর্নিও
-
৪র্থ বৃহত্তম দ্বীপ → মাদাগাস্কার
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
Created: 2 weeks ago
A
পক প্রণালী
B
মালাক্কা প্রণালী
C
দার্দানেলিস প্রণালী
D
বেরিং প্রণালী

0
Updated: 2 weeks ago