A
জৈনধর্ম
B
শিখধর্ম
C
বৌদ্ধধর্ম
D
ইহুদি ধর্ম
No subjects available.
উত্তরের বিবরণ
গৌতম বুদ্ধ ও বুদ্ধগয়া
-
ব্যক্তিগত নাম: সিদ্ধার্থ
-
জন্ম: খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দী, লুম্বিনী, নেপালের কপিলাবস্তু অঞ্চলে
-
ধর্ম: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা
বুদ্ধ উপাধির অর্থ
-
একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে ওঠেন এবং যন্ত্রণা থেকে মুক্তি পান।
গুরুত্বপূর্ণ স্থানসমূহ
-
বুদ্ধগয়া: বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান
-
সারনাথ: গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে চিন্তাভাবনা করেন; ভারতের বারানাশি থেকে ১৩ কিমি উত্তর-পূর্বে অবস্থিত
-
কুশিনারা: বুদ্ধের মৃত্যুস্থান, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে
-
তক্ষশীলা: পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান
উৎস: Britannica

0
Updated: 3 days ago
’Fridays for Future’ আন্দোলনের সূচনা হয় কোন দেশের শিক্ষার্থীর উদ্যোগে?
Created: 2 weeks ago
A
জার্মানির
B
সুইডেনের
C
অস্ট্রেলিয়ার
D
যুক্তরাষ্ট্রের
Fridays for Future
-
ধরন: জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক বৈশ্বিক আন্দোলন।
-
পদ্ধতি: স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশগ্রহণ করে।
-
শুরু: ২০১৮ সালে।
-
উদ্যোক্তা: সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)।
-
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ও বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
📌 Source: Fridays for Future Movement Official Website

0
Updated: 2 weeks ago
কুড়িল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 2 weeks ago
A
আর্কটিক মহাসাগর
B
ভারত মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর
D
প্রশান্ত মহাসাগর
কুড়িল দ্বীপপুঞ্জ (Kuril Islands)
-
অবস্থান: প্রশান্ত মহাসাগর, জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে
-
ভৌগোলিক ও রাজনৈতিক বৈশিষ্ট্য:
-
রাশিয়া ও জাপানের মধ্যে বিতর্কিত দ্বীপপুঞ্জ
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন জাপান থেকে দখল করে নেয়
-
জাপান এই দ্বীপগুলোকে নর্দান টেরিটরি হিসেবে দাবি করে
-
-
প্রধান দ্বীপ: কুনাশির – বিতর্কিত চারটি দ্বীপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম
-
বিরোধের প্রভাব:
-
রাশিয়া ও জাপান আনুষ্ঠানিকভাবে WWII শান্তিচুক্তিতে স্বাক্ষর করেনি
-
তথ্যসূত্র: Britannica.com, Worldatlas.com

0
Updated: 2 weeks ago
’স্কটল্যান্ড ইয়ার্ড’ কোন দেশের পুলিশ সংস্থা?
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
নেদারল্যান্ড
D
কানাডা
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
পুলিশ বাহিনী
ম্যান (MAN - Metropolitan Area Network)
No subjects available.
স্কটল্যান্ড ইয়ার্ড
-
সংজ্ঞা: লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের প্রচলিত নাম
-
অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠা: ১৮২৯
-
উদ্যোক্তা: রবার্ট পিল (তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী)
-
প্রথম অফিস: স্কটল্যান্ড প্লেস, লন্ডন
-
নামকরণের উৎস: অফিসের অবস্থানের স্থানীয় নাম থেকে
-
বর্তমান নাম: New Scotland Yard
মূল কার্যাবলী:
-
অপরাধ তদন্ত: খুন, চুরি, জালিয়াতি, সন্ত্রাসবাদ ইত্যাদি
-
ক্রিমিনাল ইন্টেলিজেন্স: গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
-
ফরেনসিক সার্ভিস: অপরাধস্থলে বৈজ্ঞানিক প্রমাণ বিশ্লেষণ
-
জননিরাপত্তা রক্ষা: লন্ডনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা
-
সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago