Select the word that is the most closely opposite in meaning to the capitalized word : DELETERIOUS
A
toxic
B
spurious
C
harmless
D
lethal
উত্তরের বিবরণ
Deleterious (adjective)
English Meaning: Causing harm or damage.
বাংলা অর্থ: শরীর বা মনের জন্য ক্ষতিকর, অপকারী বা ক্ষতি করে এমন।
🔹 সমার্থক শব্দ (Synonyms): harmful, damaging, detrimental, injurious, inimical, hurtful, bad, adverse, disadvantageous, unfavourable, undesirable।
🔹 বিপরীতার্থক শব্দ (Antonyms): beneficial, advantageous, harmless ইত্যাদি।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
toxic → বিষাক্ত; বিষসংক্রান্ত
-
spurious → মিথ্যা; জাল; ভেজাল
-
harmless → ক্ষতি করে না এমন
-
lethal → প্রাণঘাতী; মারাত্মক
এখান থেকে বোঝা যাচ্ছে, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে harmless শব্দটি Deleterious-এর বিপরীতার্থক।
উৎস: বাংলা একাডেমি অ্যাক্সেসেবল ডিকশনারি, Oxford Dictionary, Cambridge Dictionary।

0
Updated: 1 month ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Proceding
B
Proclamation
C
Proffession
D
Protactor
Correct Spelling: Proclamation
• Answer:
-
খ) Proclamation
• Proclamation (Noun)
-
English Meaning: A public or official announcement dealing with a matter of great importance.
-
Bangla Meaning: ঘোষণা-পত্র; ইশতাহার; প্রচার
• Other Options:
-
ক) Proceding → Proceeding — কর্মপন্থা; কাজের ধারা; আচরণ
-
গ) Proffession → Profession — পেশা; জীবিকা (বিশেষত যে জীবিকায় উচ্চমানের শিক্ষাদীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন; যেমন আইন, স্থাপত্য, চিকিৎসা)
-
ঘ) Protactor → Protector — রক্ষক; সংরক্ষক; রক্ষাকারী বস্তু বা ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
She is committed to _______ her skills.
Created: 1 month ago
A
improving
B
be improved
C
be improving
D
improve
Use of Verb+ing after Certain Phrases with “to”
-
সাধারণত to এর পর Verb এর base form আসে, তবে কিছু বিশেষ phrase বা expression এর পরে verb+ing ব্যবহার হয়।
প্রধান phrase সমূহ:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
Correct Sentence Example:
-
She is committed to improving her skills.
-
এখানে committed to phrase এর পরে improving ব্যবহার করা হয়েছে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

0
Updated: 1 month ago
"Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air."
Who of the following wrote these lines?
Created: 3 weeks ago
A
Lord Byron
B
Thomas Gray
C
Alexander pope
D
P. B. Shelley
“Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air.”
-
এই পঙক্তি লিখেছেন Thomas Gray তাঁর Elegy Written in a Country Churchyard-এ।
-
ভাবার্থ:
-
কবি বলছেন, অনেক সুন্দর ও মূল্যবান জিনিস জন্ম নেয়, কিন্তু তা কারও দৃষ্টিগোচর হয় না বা কেউ তার গুণের প্রশংসা করে না।
-
ফলে সেই সৌন্দর্য বা গুণ নির্জন স্থানে অপচয় হয়ে যায়, কারণ তা কেউ দেখে না বা উপভোগ করে না।
-
-
Elegy Written in a Country Churchyard:
-
প্রকাশিত: ১৭৫১
-
ধরণ: ধ্যানমূলক এলেজি (Meditative Elegy)
-
বিষয়: গ্রামের সাধারণ মানুষের জীবনে প্রতিভা থাকলেও দারিদ্র্য ও অজ্ঞতার কারণে তা বিকশিত হয়নি
-
-
Thomas Gray (1716–1771):
-
The Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক
-
ইংরেজ কবি, পন্ডিত এবং অধ্যাপক
-
আবেগময় এবং প্রতিফলিত কবিতার জন্য পরিচিত
-
খ্যাতি: Graveyard poet
-
An Elegy Written in a Country Churchyard ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এলেজি
-
-
Famous Quotations:
-
"Where ignorance is bliss, it is folly to be wise."
-
"Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air."
-
"The paths of glory lead but to the grave."
-
"Sorrow never comes too late."
-
-
Notable Works:
-
An Elegy Written in a Country Churchyard
-
Ode on a Distant Prospect of Eton College
-
The Bard
-
The Progress of Poesy
-

0
Updated: 2 weeks ago