A
COP-21
B
COP-25
C
COP-27
D
COP-29
No subjects available.
উত্তরের বিবরণ
Loss and Damage Fund
-
প্রস্তাব গ্রহণ: COP-27 (২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, ২০২২, মিশরের শার্ম এল-শেখ)
-
লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান
প্রেক্ষাপট
-
বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী
-
২০০৯: উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়
-
২০২২: COP-27 সম্মেলনে Loss and Damage Fund চালু করার চুক্তি গৃহীত
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 3 days ago
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
Created: 3 days ago
A
ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
B
মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
C
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
D
লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
ধরিত্রি সম্মেলন
সাম্রাজ্যের পতন
No subjects available.
ধরিত্রী সম্মেলন (Earth Summit – 1992)
-
সময়: ৩–১৪ জুন, ১৯৯২
-
স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল
-
অন্য নাম: রিও সামিট, রিও কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
আয়োজক: জাতিসংঘ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও
-
মূল উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ
-
গুরুত্বপূর্ণ নীতি: Polluter Pays Principle
উল্লেখযোগ্য সাফল্যসমূহ
-
রিও ঘোষণা
-
২৭ দফা নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো নির্ধারণ।
-
-
এজেন্ডা ২১
-
২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
-
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কাঠামো।
-
পরবর্তীতে কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি এর ভিত্তি।
-
-
Convention on Biological Diversity (CBD)
-
জৈব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণ।
-
-
Forest Principles
-
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
-
-
Small Island Developing States (SIDS) Conference – 1994
-
ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রথম সম্মেলন।
-
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 3 days ago
ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কবে?
Created: 2 weeks ago
A
১৯৭৪ সালে
B
১৯৮২ সালে
C
২০০১ সালে
D
১৯৮৫ সালে
ভারতের পারমাণবিক পরীক্ষা
-
প্রথম পরীক্ষা (Smiling Buddha)
-
তারিখ: ১৮ মে, ১৯৭৪
-
স্থান: পোখরান টেস্টিং সাইট, রাজস্থান
-
সরকারি দাবি: শান্তিপূর্ণ উদ্দেশ্যে (মাটি সরানো, খননকাজ, খাল খনন)
-
বাস্তবতা: ১৯৯৭ সালে দলের প্রধান রাজা রামান্না স্বীকার করেন যে এটি আসলে একটি অস্ত্র পরীক্ষা ছিল
-
-
দ্বিতীয় বড় পরীক্ষা
-
তারিখ: মে ১৯৯৮, একই পোখরান সাইটে
-
পরীক্ষার সংখ্যা: ৫টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা
-
ফলাফল: ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে
-
উৎস: Arms Control Association

0
Updated: 2 weeks ago
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
Created: 2 weeks ago
A
মাদাগাস্কার
B
গ্রিনল্যান্ড
C
বোর্নিও
D
নিউ গিনি
গ্রিনল্যান্ড সম্পর্কিত তথ্য
-
অবস্থান ও আকৃতি:
-
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ
-
অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে
-
দ্বীপটির অধিকাংশ উত্তর অর্ধগোলার মধ্যে
-
-
রাজনৈতিক অবস্থা:
-
ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র
-
রাজধানী: নুক (Nuuk)
-
আয়তন: ২১,৬৬,০০০ বর্গ কিমি (প্রায়)
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীপের আয়তন:
-
নিউ গিনি: ৮২১,৪০০ বর্গ কিমি
-
বোর্নিও: ৭৪৮,১৬৮ বর্গ কিমি
-
মাদাগাস্কার: ৫৮৭,২৯৫ বর্গ কিমি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago