A
প্যারিস জলবায়ু চুক্তি
B
কিয়োটো প্রোটোকল
C
রটারডাম কনভেনশন
D
কার্টাগেনা প্রোটোকল
No subjects available.
উত্তরের বিবরণ
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
সংজ্ঞা: কিয়োটো প্রটোকল হলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের (GHG) নির্গমন হ্রাসে বাধ্যতামূলক করা আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরিত: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
স্থান: কিয়োটো, জাপান
-
স্বাক্ষরকারী দেশ: ৮৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৯২টি
লক্ষ্য ও উদ্দেশ্য
-
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস:
-
প্রোটোকলের অধীনে শিল্পোন্নত দেশগুলোকে নির্দিষ্ট হারে GHG নির্গমন হ্রাসের লক্ষ্য দেওয়া হয়েছে।
-
নীতি: “common but differentiated responsibility and respective capabilities”
-
উন্নত দেশগুলোকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, কারণ তারা ইতিহাসে বেশি GHG নির্গমনের জন্য দায়ী।
-
-
Clean Development Mechanism (CDM):
-
কিয়োটো প্রটোকলের ১২ অনুচ্ছেদের আওতায় CDM চালু।
-
উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে বিনিয়োগ করে বা প্রকল্প বাস্তবায়ন করে GHG নির্গমন কমাতে পারে।
-
এর মাধ্যমে দেশগুলো নিজেদের নির্গমন হ্রাসের বাধ্যবাধকতা পূরণ করতে পারে।
-
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 3 days ago
কার্টাগেনা প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
Created: 2 weeks ago
A
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
B
জৈব নিরাপত্তা
C
সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ
D
আন্তর্জাতিক বাণিজ্য নীতি
কার্টাগেনা প্রটোকল
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
সংজ্ঞা: এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
-
উদ্দেশ্য: জৈবপ্রযুক্তি সংক্রান্ত সুরক্ষা এবং জৈবিক বৈচিত্র্য সংরক্ষণ।
-
অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে – শহরের নামানুসারে প্রোটোকলের নামকরণ।
-
গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিয়েল শহরে গৃহীত ও কার্যকর।
-
স্বাক্ষর: ২৯ জানুয়ারি, ২০০০
-
কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৩টি
বাংলাদেশের অংশগ্রহণ:
-
স্বাক্ষর: ২০০০
-
অনুমোদন: ২০০৪
উৎস: UNTC ওয়েবসাইট [লিঙ্ক]

0
Updated: 2 weeks ago
BENELUX এর সদর দপ্তর-
Created: 2 weeks ago
A
ব্রাসেলস, বেলজিয়াম
B
লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ
C
আমস্টারডাম, নেদারল্যান্ডস
D
জেনেভা, সুইজারল্যান্ড
BENELUX
-
পূর্ণরূপ: Belgium, Netherlands and Luxembourg
-
প্রকার: পশ্চিম ইউরোপের তিনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন
-
চুক্তি স্বাক্ষরিত: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮
-
চুক্তি কার্যকর: ১৯৬০
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারের প্রবর্তক
-
অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয় বৃদ্ধি
-
-
সদস্য দেশ:
-
বেলজিয়াম
-
নেদারল্যান্ডস
-
লুক্সেমবার্গ
-
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
উৎস: BENELUX ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ- [আগস্ট ২০২৫]
Created: 2 weeks ago
A
জাপান
B
জার্মানি
C
চীন
D
যুক্তরাজ্য
বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ (আগস্ট ২০২৫)
দেশ | নিট বৈদেশিক সম্পদ (Trillion YEN) | মন্তব্য |
---|---|---|
জার্মানি | ৫৬৯.৬৫ | বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ |
জাপান | ৫৩৩.০৫ | ৩৪ বছর ধরে শীর্ষ ঋণদাতা ছিল, এখন ২য় স্থানে নামেছে |
চীন | ৫১৬.২৮ | তৃতীয় স্থানে অবস্থান করছে |

0
Updated: 2 weeks ago