A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
No subjects available.
উত্তরের বিবরণ
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 3 days ago
’ডেকান মালভূমি’ কোন দেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
শ্রীলঙ্কা
ডেকান মালভূমি
-
ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশে অবস্থিত।
-
আয়তন: প্রায় ৪,২২,০০০ বর্গকিমি, যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
-
অবস্থান: ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে।
-
বিস্তৃতি: ভারতের ৮টি রাজ্যে फैला—মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 2 weeks ago
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর প্যারিসে?
Created: 3 months ago
A
OECD
B
ECO
C
G-7
D
Red Cross
OECD (Organisation for Economic Co-operation and Development)
OECD একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, যার লক্ষ্য হলো অর্থনৈতিক ও সামাজিক নীতিমালার উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে সদস্য দেশগুলোর জীবনমান উন্নয়ন করা।
মূল তথ্যসমূহ:
-
পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬১
-
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
-
প্রতিষ্ঠাতা দেশ: ২০টি
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩৮টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
-
প্রকার: একটি অর্থনৈতিক জোট
ঐতিহাসিক প্রেক্ষাপট:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের "মার্শাল প্ল্যান"-এর অধীনে ১৯৪৮ সালে গঠিত হয় The Organisation for European Economic Cooperation (OEEC)। এই সংস্থাটি ছিল বর্তমান OECD-এর পূর্বসূরী। পরবর্তীতে ১৯৬১ সালে এর রূপান্তর ঘটে OECD-তে।
✳ অন্যান্য সংস্থার সদরদপ্তর:
-
ECO (Economic Cooperation Organization): তেহরান
-
G-7 (Group of Seven): নির্দিষ্ট কোনো স্থায়ী সদরদপ্তর নেই
-
Red Cross (International Committee of the Red Cross): জেনেভা, সুইজারল্যান্ড
উৎস: OECD অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago
নীল নদের উৎস কোনটি?
Created: 2 weeks ago
A
ইথিওপিয়ার পবর্তমালা
B
ভিক্টোরিয়া হ্রদ
C
আন্দিজ পর্বতমালা
D
মিনোসোটার হ্রদ
নীল নদ সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
আফ্রিকা মহাদেশে অবস্থিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৬৫০ কিমি
-
-
উৎপত্তি:
-
উৎস: আফ্রিকার লেক ভিক্টোরিয়া
-
-
প্রবাহ ও পতিত হওয়া:
-
বিভিন্ন দেশ অতিক্রম করে ভূ-মধ্যসাগরে পতিত
-
নদী ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত:
-
মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া
-
-
-
উপনদী:
-
দুটি প্রধান উপনদী: সাদা নীল এবং নীল নীল
-
তথ্যসূত্র: Britannica.com & Worldatlas.com

0
Updated: 2 weeks ago