How many eggs have your hens ___ this month? Which of the following words best completes the above sentence?
A
lain
B
laid
C
lay
D
lied
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর: laid
-
সম্পূর্ণ বাক্য: How many eggs have your hens laid this month?
-
বাংলা অর্থ: "এই মাসে তোমার মুরগিগুলো কতগুলো ডিম দিয়েছে?"
অপশন বিশ্লেষণ:
ক) Lian অর্থ শয়ন করা; এখানে Lie এর past form হলো Lay এবং past participle হলো Lain।
খ) ডিম দেওয়ার অর্থে Laid হলো Lay (যা পাখি বা কীটপতঙ্গ ডিম দেয়ার ক্রিয়া) এর past ও past participle form।
গ) Lay (present) অর্থ শোয়ানো, রাখা, স্থাপন করা অথবা (পাখি বা কীটপতঙ্গ) ডিম দেওয়া।
ঘ) Lied হলো মিথ্যা বলার অর্থে Lie এর past ও past participle form।
কারণ: বাক্যটি Present Perfect Tense-এ, যেখানে গঠিত হয়: have/has + past participle।
এখানে have একটি auxiliary verb এবং laid হলো lay ক্রিয়ার past participle।

0
Updated: 2 months ago