কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন?
A
মার্গারেট থ্যাচার
B
বেনজির ভুট্টো
C
রানি দ্বিতীয় এলিজাবেথ
D
ইন্দিরা গান্ধী
উত্তরের বিবরণ
মার্গারেট থ্যাচার (Margaret Thatcher)
-
পদ: ব্রিটেনের প্রধানমন্ত্রী (প্রথম নারী)
-
নির্বাচিত: মে, ১৯৭৯
-
দায়িত্বকাল: ১৯৭৯–১৯৯০
-
উপাধি: ‘আয়রন লেডি’ (Iron Lady)
উল্লেখযোগ্য তথ্য
-
পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
-
তিনি একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়ী হন।
-
দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর, কনজার্ভেটিভ পার্টির অভ্যন্তরীণ চাপের কারণে পদত্যাগ করেন।
-
অবসর জীবনে থ্যাচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল গণতন্ত্রের প্রচার ও প্রসার।
-
মৃত্যু: ৮ এপ্রিল, ২০১৩, বয়স ৮৭
উৎস: Britannica

0
Updated: 1 month ago
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
Created: 1 month ago
A
ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
B
মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
C
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
D
লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
ধরিত্রি সম্মেলন
সাম্রাজ্যের পতন
ধরিত্রী সম্মেলন (Earth Summit – 1992)
-
সময়: ৩–১৪ জুন, ১৯৯২
-
স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল
-
অন্য নাম: রিও সামিট, রিও কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
আয়োজক: জাতিসংঘ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও
-
মূল উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ
-
গুরুত্বপূর্ণ নীতি: Polluter Pays Principle
উল্লেখযোগ্য সাফল্যসমূহ
-
রিও ঘোষণা
-
২৭ দফা নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো নির্ধারণ।
-
-
এজেন্ডা ২১
-
২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
-
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কাঠামো।
-
পরবর্তীতে কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি এর ভিত্তি।
-
-
Convention on Biological Diversity (CBD)
-
জৈব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণ।
-
-
Forest Principles
-
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
-
-
Small Island Developing States (SIDS) Conference – 1994
-
ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রথম সম্মেলন।
-
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 1 month ago
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে কোন সংস্থা?
Created: 2 months ago
A
UNEP
B
IPCC
C
IUCN
D
WWF
UNEP (United Nations Environment Programme)
-
পূর্ণরূপ: United Nations Environment Programme
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন প্রতি বছর পালিত হয়
-
সদস্য রাষ্ট্র: ১৯৩ টি (আগস্ট, ২০২৫)
-
প্রধানের পদবী: নির্বাহী পরিচালক
-
পুরস্কার: চ্যাম্পিয়ন অব দ্য আর্থ
উৎস: UNEP অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
Created: 3 weeks ago
A
জার্মানি
B
রাশিয়া
C
শ্রীলংকা
D
যুক্তরাষ্ট্র
FSB (The Federal Security Service) হলো রাশিয়ার প্রধান গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা। এটি সোভিয়েত সময়ে KGB (Committee for State Security) নামে পরিচিত ছিল।
সংগঠনের ইতিহাস ও কার্যক্রম:
-
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর, ১৯৯৪-৯৫ সালে সংস্থার নাম হয় Federal Counterintelligence Service (FSK)।
-
বর্তমানে FSB রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, ফেডারেল আইন ভঙ্গ সংক্রান্ত তদন্ত ও অপরাধী সনাক্তকরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।
-
এটি ইউরোপের বৃহত্তম নিরাপত্তা সংস্থা হিসেবে বিবেচিত।
-
কেন্দ্রীয় দপ্তর: মস্কোর লুবিয়ানকা স্কোয়ার, যা আগে KGB সদর দপ্তর হিসেবে পরিচিত ছিল।
অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা:
-
শ্রীলঙ্কা: National Intelligence Bureau (NIB)
-
যুক্তরাজ্য: SIS/MI6 (Secret Intelligence Service and Military Intelligence, Section 6)
-
ইসরায়েল: MOSSAD
উৎস:

0
Updated: 3 weeks ago