Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
উত্তরের বিবরণ
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট

0
Updated: 1 month ago
আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) একজন বিচারকের মেয়াদ কত বছর?
Created: 1 week ago
A
৪ বছর
B
৫ বছর
C
৮ বছর
D
৯ বছর
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice বা ICJ) জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থার মধ্যে একটি।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত:
-
প্রতিষ্ঠিত: ১৯৪৫, কার্যক্রম শুরু: ১৯৪৬
-
সদর দপ্তর: নেদারল্যান্ডসের দি হেগ শহরে
-
বিচারক সংখ্যা: ১৫ জন, যারা জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের যৌথ ভোটে নির্বাচিত হন
-
বিচারকের মেয়াদ: ৯ বছর, পুনর্নির্বাচনের সুযোগ রয়েছে
-
আদালতের মধ্যে একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হন বিচারকদের মধ্য থেকে
-
সভাপতির মেয়াদ: ৩ বছর, পুনঃনির্বাচনের সুযোগ রয়েছে

0
Updated: 1 week ago
জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
Created: 1 month ago
A
মহাবীর
B
নেমিনাথ
C
ঋষভনাথ
D
পার্শ্বনাথ
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জৈনধর্ম (Jainism)
-
মূল তথ্য:
-
ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম।
-
বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলোর মধ্যে অন্যতম।
-
“জৈন” শব্দটি এসেছে সংস্কৃত “জিন” থেকে, যার অর্থ জয়ী।
-
-
ধর্মগ্রন্থ ও সম্প্রদায়:
-
প্রধান ধর্মগ্রন্থ: দ্ব্বাদশ অঙ্গ
-
প্রধান দুটি সম্প্রদায়: শ্বেতাম্বর ও দিগম্বর
-
জৈনধর্মের মূল নীতি
-
যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি জয় করে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছে, তাকে জিন বলা হয়।
-
জিনদের আচরণ ও শিক্ষা অনুসরণকারীদের বলা হয় জৈন।
-
ধর্মগুরুদের বলা হয় তীর্থঙ্কর।
-
ইতিহাসে ২৪ তীর্থঙ্করের উল্লেখ রয়েছে।
-
প্রথম তীর্থঙ্কর: ঋষভনাথ
-
সর্বশেষ তীর্থঙ্কর: মহাবীর
মহাবীর ও জৈনধর্মের প্রচার
-
খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জৈনধর্মের প্রধান প্রচারক: মহাবীর (২৪তম তীর্থঙ্কর)
-
মহাবীরকে অনেক সময় ভুলবশত ধর্মপ্রবর্তক মনে করা হয়, কিন্তু তিনি শুধুমাত্র ধর্মের প্রচারক ছিলেন।
-
মহাবীরের পূর্বসূরি:
-
২৩তম তীর্থঙ্কর: পার্শ্বনাথ
-
২২তম তীর্থঙ্কর: নেমিনাথ
-
উৎস: Britannica, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (ষষ্ঠ শ্রেণি)

0
Updated: 1 month ago
‘লুভর মিউজিয়াম’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
জাপান
D
বেলজিয়াম
লুভর মিউজিয়াম হলো ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি বিশ্বখ্যাত শিল্পকলা জাদুঘর, যা শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক।
-
অবস্থান: প্যারিস, ফ্রান্স; সীন নদীর ডান তীরে
-
প্রতিষ্ঠা: ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় সরকারি যাদুঘর হিসেবে উদ্বোধন
-
মূল ভবনটি ১২শ শতকে নির্মিত একটি দুর্গ, যা পরে রাজপ্রাসাদে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে জাদুঘরে পরিণত হয়
বিশেষত্ব:
-
বিশ্বের সবচেয়ে বড় শিল্পকলা জাদুঘর এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ
-
সংগ্রহে আছে ৩৮০,০০০-এর বেশি শিল্পকর্ম, যার মধ্যে প্রায় ৩৫,০০০টি প্রদর্শিত হয়
-
শিল্পকর্মের সময়সীমা প্রাগৈতিহাসিক যুগ থেকে ২১শ শতক পর্যন্ত বিস্তৃত
প্রসিদ্ধ শিল্পকর্মসমূহ:
-
মোনা লিসা, লিওনার্দো দা ভিঞ্চি
-
ভেনাস দ্য মাইলো, প্রাচীন গ্রিক ভাস্কর্য
-
উইংড ভিক্টরি অব সামোথ্রেস, গ্রিক ভাস্কর্য
-
দ্য র্যাফট অব দ্য মেডুসা, থিওডোর জেরিকো
উৎস:

0
Updated: 1 month ago