কোন সম্মেলনে "Loss and Damage Fund" তহবিল গঠনের প্রস্তাব গৃহীত হয়?
A
COP-21
B
COP-25
C
COP-27
D
COP-29
উত্তরের বিবরণ
Loss and Damage Fund
-
প্রস্তাব গ্রহণ: COP-27 (২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, ২০২২, মিশরের শার্ম এল-শেখ)
-
লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান
প্রেক্ষাপট
-
বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী
-
২০০৯: উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়
-
২০২২: COP-27 সম্মেলনে Loss and Damage Fund চালু করার চুক্তি গৃহীত
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 1 month ago
'ডেজার্ট ফক্স' নামে পরিচিত ছিলেন কে?
Created: 3 weeks ago
A
ফিল্ড মার্শাল রোমেল
B
ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল
C
ফিল্ড মার্শাল বার্নার্ড রোমেল
D
ফিল্ড মার্শাল ভন লিস্ট
ডেজার্ট ফক্স (Desert Fox)
-
নাম: ফিল্ড মার্শাল এরউইন রোমেল
-
উপাধি: ডেজার্ট ফক্স বা মরুভূমির শিয়াল
-
জাতীয়তা: জার্মান
-
বিশেষত্ব: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকা কর্পস (Afrika Korps) এর নেতৃত্ব দেন
-
কৃতিত্ব: দ্রুত গতিতে আফ্রিকার বিভিন্ন অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর নিয়ন্ত্রণে আনার জন্য পরিচিত
-
সূত্র:

0
Updated: 3 weeks ago
ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ সম্পর্কিত প্রটোকল কোনটি?
Created: 2 months ago
A
কিয়েটো প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কার্টাগেনা প্রটোকল
D
মন্ট্রিল প্রটোকল
মন্ট্রিল প্রটোকল
-
বিষয়: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ
-
গৃহীত: ১৯৮৭, মন্ট্রিয়াল, কানাডা
-
কার্যকর: ১৯৮৯
-
স্বাক্ষরকারী দেশ: ১৯৬টি, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত
-
বাংলাদেশ সমর্থন: ১৯৯০
অন্যান্য প্রটোকল ও চুক্তি:
-
কিয়োটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ
-
কার্টাজেনা প্রোটোকল: জৈব নিরাপত্তা সম্পর্কিত
-
নাগোয়া প্রটোকল: বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ
উৎস: UNEP ওয়েবসাইট

0
Updated: 2 months ago
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি অপর নাম কী?
Created: 2 weeks ago
A
CTBT
B
ABM Treaty
C
Ottawa Treaty
D
Vienna Treaty
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা স্থলমাইন ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি Anti-Personnel Landmines Convention নামেও পরিচিত এবং অটোয়া চুক্তি বা Ottawa Treaty নামে খ্যাত।
-
চুক্তির নাম: Anti-Personnel Landmines Convention / Ottawa Treaty
-
স্বাক্ষরের তারিখ: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭
-
কার্যকর হওয়ার তারিখ: ১ মার্চ, ১৯৯৯
-
স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা
-
উদ্দেশ্য: Anti-Personnel Landmines বা স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ করা
অন্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty): পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করে
-
ABM Treaty (Anti-Ballistic Missile Treaty): যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত করে
-
Vienna Treaty: আন্তর্জাতিক চুক্তি সম্পর্কিত আইনি কাঠামো নির্ধারণ করে

0
Updated: 2 weeks ago