চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
A
মাও সেতুং
B
ডেং জিয়াওপিং
C
চিয়াং কাইশেক
D
সান ইয়েৎ সেন
উত্তরের বিবরণ
চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution)
-
সময়কাল: ১৯৬৬ – ১৯৭৬
-
মূল নেতা: মাও সেতুং
-
কারণ:
-
সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা
-
অর্থনৈতিক পুনর্গঠন
-
সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার
-
কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করা
-
-
প্রভাব:
-
চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক একীকরণ
-
কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় করা
-
সমগ্র চীনকে একত্রিত করা
-
প্রেক্ষাপট
-
১৯৪৯ সালের সমাজতান্ত্রিক বিপ্লব:
-
মাও সেতুং নেতৃত্বে গণপ্রজাতন্ত্র চীন (People's Republic of China) প্রতিষ্ঠিত
-
১লা অক্টোবর, ১৯৪৯ সালে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের সূচনা
-
মাও সেতুংকে গণচীনের জনক বলা হয়
-
-
অন্য উল্লেখযোগ্য চীনা নেতা:
-
সান ইয়েৎ সেন – চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট
-
চিয়াং কাইশেক – চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক
-
উৎস: Britannica

0
Updated: 1 month ago
D-8 এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ঢাকা
B
ইসলামাবাদ
C
কায়রো
D
ইস্তাম্বুল
Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [আগস্ট,২০২৫]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
উৎস: D-8 ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
স্টারলিংক প্রকল্পের প্রতিষ্ঠাতা কে?
Created: 2 months ago
A
জেফ বেজোস
B
ইলন মাস্ক
C
টিম কুক
D
ল্যারি পেজ
স্টারলিংক ইন্টারনেট (Starlink Internet)
-
প্রকার: স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা
-
প্রণালী: অরবিটাল স্যাটেলাইট নেটওয়ার্ক
-
মালিক: ইলন মাস্কের SpaceX
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম প্রোটোটাইপ কক্ষপথে চালু: ২০১৮
-
উৎক্ষেপিত স্যাটেলাইট সংখ্যা: প্রায় ১,০০০
-
বিশেষত্ব: মার্কিন নভোচারী প্রতিষ্ঠান SpaceX-কে ইন্টারনেট সরবরাহ করে
উৎস: Starlink ওয়েবসাইট

0
Updated: 2 months ago
জাতিসংঘ সনদের কত নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে?
Created: 1 week ago
A
২৩ নং
B
২৪ নং
C
২৭ নং
D
২৮ নং
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (United Nations Security Council – UNSC):
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের (UN) প্রধান অঙ্গসংস্থা, যার মূল দায়িত্ব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এটি বিশ্বজুড়ে সংঘাত প্রতিরোধ, শান্তি স্থাপন ও শান্তিরক্ষা কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মূল দায়িত্ব:
-
বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।
-
যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করা।
-
আন্তর্জাতিক সংকট পরিস্থিতিতে প্রস্তাব, নিষেধাজ্ঞা, বা সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা প্রয়োগ করা।
গঠন:
-
নিরাপত্তা পরিষদের মোট ১৫ জন সদস্য রয়েছে, যার মধ্যে—
-
৫টি স্থায়ী সদস্য (Permanent Members):
১. চীন (China)
২. ফ্রান্স (France)
৩. রাশিয়া (Russia)
৪. যুক্তরাজ্য (United Kingdom)
৫. যুক্তরাষ্ট্র (United States)
→ এই পাঁচ পরাশক্তি একত্রে পরিচিত “P-5” নামে। -
১০টি অস্থায়ী সদস্য (Non-permanent Members):
জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনের মাধ্যমে প্রতি দুই বছরের জন্য নির্বাচিত হয়।
-
আইনগত ভিত্তি (জাতিসংঘ সনদ অনুযায়ী):
-
২৩ নং অনুচ্ছেদ: নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে বলা হয়েছে।
-
২৪ নং অনুচ্ছেদ: পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ করা হয়েছে।
-
২৭ নং অনুচ্ছেদ: ভোটিং পদ্ধতি (Voting Procedure) উল্লেখ করা হয়েছে।
-
২৮ নং অনুচ্ছেদ: পরিষদের কার্যপ্রণালী ও সভার নিয়মাবলি বর্ণিত হয়েছে।
সদস্য সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত ঐতিহাসিক পরিবর্তন:
-
১৯৪৫–১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল ১১টি (৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)।
-
১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে অস্থায়ী সদস্য সংখ্যা ৬ থেকে ১০-এ উন্নীত করা হয়।
-
এর ফলে সনদের ২৩ নং অনুচ্ছেদ সংশোধন করে পরিষদের মোট সদস্য সংখ্যা ১১ থেকে ১৫-এ বৃদ্ধি করা হয়, যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
সংক্ষেপে:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদই একমাত্র সংস্থা যা আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন অনুমোদন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, বা সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখে।

0
Updated: 1 week ago