A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
No subjects available.
উত্তরের বিবরণ
বাসেল কনভেনশন
-
পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
-
বিষয়: বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।
-
গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯
-
স্থান: বাসেল, সুইজারল্যান্ড
-
কার্যকর হয়: ৫ মে, ১৯৯২
-
সদস্য রাষ্ট্র: ১৯১টি
-
স্বাক্ষরকারী রাষ্ট্র: ৫৩টি
উদ্দেশ্য
-
উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-
বিপজ্জনক বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আন্তঃসীমান্ত চলাচল যতটা সম্ভব হ্রাস করা।
বাংলাদেশ ও বাসেল কনভেনশন
-
বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
উৎস: UN Basel Convention ওয়েবসাইট

0
Updated: 3 days ago
’শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 2 weeks ago
A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আলোচিত গেরিলা ও রাজনৈতিক দল
বিভিন্ন গেরিলা ও রাজনৈতিক দল
No subjects available.
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করেছে-
Created: 2 weeks ago
A
মেটা
B
টেসলা
C
মাইক্রোসফট
D
স্টারলিংক
মাইক্রোসফট ও এনভিডিয়া: বাজারমূল্য সংক্রান্ত তথ্য
-
মাইক্রোসফট:
-
বিশ্বে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছাড়াল।
-
রাজস্ব: ৭৬.৪ বিলিয়ন ডলার
-
মাইলফলক অর্জন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নির্মাতা এনভিডিয়ার পর।
-
-
এনভিডিয়া:
-
প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে।
-
এক বছরের মধ্যে বাজারমূল্য তিনগুণ বৃদ্ধি।
-
মাইলফলক অর্জনের তারিখ: ৯ জুলাই
-

0
Updated: 2 weeks ago
OIC-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
রিয়াদ, সৌদি আরব
B
কায়রো, মিশর
C
রাবাত, মরক্কো
D
লাহোর, পাকিস্তান
ওআইসি (OIC – Organisation of Islamic Cooperation)
-
সংজ্ঞা ও প্রকার:
-
ইসলামি সহযোগিতা সংস্থা ও মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, রাবাত সম্মেলন, মরক্কো
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬৯, রাবাত, মরক্কো
-
আনুষ্ঠানিক যাত্রা শুরু: ১৯৭২
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি (আগস্ট, ২০২৫)
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
-
সাম্প্রতিক ঘটনা:
-
ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন: তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
-
উৎস: OIC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago