A
গ্রিক সভ্যতায়
B
মিশরীয় সভ্যতায়
C
চৈনিক সভ্যতায়
D
সিন্ধু সভ্যতায়
No subjects available.
উত্তরের বিবরণ
সিন্ধু সভ্যতা
-
সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠায় এই সভ্যতার নামকরণ করা হয়েছে সিন্ধু সভ্যতা।
-
এর সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি বলা হয়।
-
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের হরপ্পা অঞ্চলে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
-
মহেঞ্জোদারো ও হরপ্পা উভয়ই একই সভ্যতার অংশ।
-
সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে বিবেচিত।
পরিমাপ পদ্ধতি
-
সিন্ধু সভ্যতার মানুষরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
-
তাদের এই উদ্ভাবনকে প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান বলা হয়।
-
তারা বিভিন্ন দ্রব্য মাপার জন্য ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
-
এছাড়া, দাগ কাটা স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 days ago
বর্তমানে চাল রপ্তানিতে শীর্ষ কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চীন
B
ভিয়েতনাম
C
থাইল্যান্ড
D
ভারত
চাল রপ্তানি
-
শীর্ষ রপ্তানিকারক দেশ: ভারত
-
রপ্তানি পরিমাণ (২০২৪-২৫): প্রায় ১৮ মিলিয়ন মেট্রিক টন
-
বিশ্ব বাজারে অংশ: প্রায় ৪০%
-
প্রধান প্রকার: বাসমতি ও নন-বাসমতি চাল
র্যাংকিং:
-
ভারত
-
থাইল্যান্ড
-
ভিয়েতনাম

0
Updated: 2 weeks ago
Red Cross- কতবার নোবেল পুরস্কার লাভ করে?
Created: 2 weeks ago
A
৩ বার
B
৪ বার
C
২ বার
D
১ বার
### রেডক্রস (Red Cross)
* **প্রতিষ্ঠার প্রেক্ষাপট:**
* ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধের সময় সুইস ব্যবসায়ী **হেনরি ডুনান্ট** আহত সৈন্যদের সহায়তায় উদ্যোগ নেন।
* এই ঘটনা মানবিক সহায়তা মূলক সংগঠনের সূচনা করে।
* **প্রতিষ্ঠা:**
* ১৮৬৩ সালে জেনেভায় **International Committee of the Red Cross (ICRC)** প্রতিষ্ঠিত।
* ICRC বিশ্বের একমাত্র সংস্থা যাকে **তিনবার নোবেল শান্তি পুরস্কারে** ভূষিত করা হয়েছে: ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩।
* **প্রতীক ও দিন:**
* সুরক্ষা চিহ্ন: **লাল ক্রস সাদা পটভূমিতে**, Geneva Convention-এ স্বীকৃত।
* বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় **৮ মে**, যা প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন।
* **উল্লেখযোগ্য তথ্য:**
* হেনরি ডুনান্ট ১৯০১ সালে **নোবেল শান্তি পুরস্কার** পান, এটি তার ব্যক্তিগত পুরস্কার; রেড ক্রসকে নয়।
**উৎস:** ICRC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
সুদান
B
মিশর
C
জর্ডান
D
লিবিয়া
সুয়েজ খাল সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
সিনাই উপদ্বীপ, মিশর
-
-
খনন ও উদ্বোধন:
-
খনন কাজ শুরু: ১৮৫৯
-
আনুষ্ঠানিকভাবে খোলা: ১৮৬৯
-
-
দৈর্ঘ্য:
-
১৯৩ কিমি
-
-
জাতীয়করণ:
-
মিশর কর্তৃক ১৯৫৬ সালে জাতীয়করণ
-
-
সংশ্লেষণ ও পৃথককরণ:
-
সংযুক্ত করেছে: ভূমধ্যসাগর ও লোহিত সাগর
-
পৃথক করেছে: এশিয়া ও আফ্রিকা মহাদেশ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago