A
শিল্প
B
ভবন নির্মাণ
C
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
D
পরিবহন
No subjects available.
উত্তরের বিবরণ
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের মতো সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।
-
প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
খাতভিত্তিক বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
-
বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত → প্রায় ৩৪%
-
কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়।
-
এর ফলে প্রচুর পরিমাণে CO₂ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
-
-
শিল্প খাত → প্রায় ২৪%
-
কৃষি, বনায়ন ও ভূমি ব্যবহার → প্রায় ২২%
-
পরিবহন খাত → প্রায় ১৫%
-
ভবন নির্মাণ খাত → প্রায় ৬%
উৎস: U.S. Environmental Protection Agency (EPA.gov)

0
Updated: 3 days ago
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম-
Created: 2 weeks ago
A
জর্জ ওয়াশিংটন
B
আব্রাহাম লিংকন
C
থিওডোর রুজভেল্ট
D
থমাস জেফারসন
মার্কিন যুক্তরাষ্ট্র
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ (যুক্তরাজ্য থেকে)
-
জাতীয় দিবস: ৪ জুলাই
-
অঙ্গরাজ্য: ৫০ টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
পতাকায় তারকা সংখ্যা: ৫০ টি
আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)
-
নিম্নকক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
-
উচ্চকক্ষ: সিনেট
রাষ্ট্রপতি:
-
বর্তমান (আগস্ট, ২০২৫): ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)
-
প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন
-
ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন (১৬ তম)
-
ক্রীতদাস প্রথা বিলোপ: ১৮৬৩ সালে
-
হোয়াইট হাউজে কখনো বসবাস করেননি: জর্জ ওয়াশিংটন
অন্যান্য তথ্য:
-
স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছে: ফ্রান্স
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ-
Created: 2 weeks ago
A
নিউগিনি
B
গ্রিনল্যান্ড
C
মাদাগাস্কার
D
বোর্নিও
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
-
স্থানীয় ভাষায় গ্রীনল্যান্ডকে বলা হয় কালালিত নুনাত, যার অর্থ “গ্রীনল্যান্ডবাসীদের দেশ”।
-
এটি পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহের জন্য।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
বিশ্বের অন্যান্য বৃহত্তম দ্বীপ
-
২য় বৃহত্তম দ্বীপ → নিউ গিনি
-
৩য় বৃহত্তম দ্বীপ → বোর্নিও
-
৪র্থ বৃহত্তম দ্বীপ → মাদাগাস্কার
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
Red Cross- কতবার নোবেল পুরস্কার লাভ করে?
Created: 2 weeks ago
A
৩ বার
B
৪ বার
C
২ বার
D
১ বার
### রেডক্রস (Red Cross)
* **প্রতিষ্ঠার প্রেক্ষাপট:**
* ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধের সময় সুইস ব্যবসায়ী **হেনরি ডুনান্ট** আহত সৈন্যদের সহায়তায় উদ্যোগ নেন।
* এই ঘটনা মানবিক সহায়তা মূলক সংগঠনের সূচনা করে।
* **প্রতিষ্ঠা:**
* ১৮৬৩ সালে জেনেভায় **International Committee of the Red Cross (ICRC)** প্রতিষ্ঠিত।
* ICRC বিশ্বের একমাত্র সংস্থা যাকে **তিনবার নোবেল শান্তি পুরস্কারে** ভূষিত করা হয়েছে: ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩।
* **প্রতীক ও দিন:**
* সুরক্ষা চিহ্ন: **লাল ক্রস সাদা পটভূমিতে**, Geneva Convention-এ স্বীকৃত।
* বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় **৮ মে**, যা প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন।
* **উল্লেখযোগ্য তথ্য:**
* হেনরি ডুনান্ট ১৯০১ সালে **নোবেল শান্তি পুরস্কার** পান, এটি তার ব্যক্তিগত পুরস্কার; রেড ক্রসকে নয়।
**উৎস:** ICRC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago