প্যারিস চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে?
A
২৫%
B
৩৫%
C
৪৩%
D
৫০%
No subjects available.
উত্তরের বিবরণ
প্যারিস জলবায়ু চুক্তি (Paris Climate Agreement)
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরের সাল: ২০১৫ (COP-21 সম্মেলন)
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স
-
কার্যকর হওয়ার তারিখ: ৪ নভেম্বর, ২০১৬
-
স্বাক্ষরকারী দেশ: ১৯৫টি দেশ
মূল উদ্দেশ্য
-
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা।
-
২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রায় ৪৩% হ্রাস করা।
-
২০৫০–২১০০ সালের মধ্যে নিঃসৃত গ্রিনহাউস গ্যাস প্রাকৃতিকভাবে গাছ, মাটি ও সমুদ্র যতটা শোষণ করতে পারে, সেই পর্যায়ে নামিয়ে আনা।
-
প্রতি ৫ বছর অন্তর প্রত্যেক দেশের অবদান (Nationally Determined Contributions – NDCs) পর্যালোচনা করা।
-
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে গরিব দেশগুলোকে সহায়তা করার জন্য ধনী দেশগুলোর জলবায়ু তহবিল গঠন।
জলবায়ু তহবিল
-
উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
-
এই অর্থ উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন (adaptation) ও প্রশমন (mitigation) কার্যক্রমে ব্যয় হওয়ার কথা।
-
COP-29 (নভেম্বর, ২০২৪)-এ এই প্রতিশ্রুতি বাড়ানো হয়:
-
২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
লক্ষ্য: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করা।
-
উৎস:
i) UNFCCC (United Nations Framework Convention on Climate Change) ওয়েবসাইট
ii) UNTC (United Nations Treaty Collection) ওয়েবসাইট

0
Updated: 3 days ago
কোন সাম্রাজ্যের পতনের পর স্বাধীন বঙ্গ রাষ্ট্রের উত্থান ঘটে?
Created: 1 week ago
A
গুপ্ত
B
সেন
C
কুষাণ
D
মৌর্য
গুপ্ত সাম্রাজ্য
-
প্রতিষ্ঠা: খ্রিস্টীয় প্রায় ৪র্থ শতকে উত্তর-পূর্ব ভারতে।
-
প্রথম শাসক: শ্রীগুপ্ত, মগধ বা বরেন্দ্রের অধিপতি।
-
প্রধান শাসকগণ: সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, ১ম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য, স্কন্ধগুপ্ত বিক্রমাদিত্য।
-
পতন: পরবর্তীকালে হুনদের আক্রমণের মাধ্যমে গুপ্ত সাম্রাজ্যের অবনতি ঘটে।
পতনের পর বাংলাদেশে উত্থিত রাষ্ট্রসমূহ
-
স্বাধীন বঙ্গ রাষ্ট্র
-
গুপ্ত শাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে দক্ষিণ ও পূর্ব বাংলায় গঠিত।
-
রাজারা তামার পাতে খোদাই করা তাম্রশাসন জারি করতেন।
-
সাতটি তাম্রশাসন পাওয়া গেছে।
-
রাজারা: চন্দ্রগুপ্ত, ধর্মাদিত্য, সমাচারদেব।
-
রাজত্বকাল: ৫২৫–৬০০ খ্রিস্টাব্দ, মোট ৭৫ বছর।
-
উপাধি: মহাধিরাজ, যা তাদের সার্বভৌমত্ব প্রকাশ করে।
-
-
গৌড় রাজ্য
-
সপ্তম শতকের গোড়ার দিকে রাজা শশাঙ্কের নেতৃত্বে গৌড় ও বঙ্গ রাজ্য একত্রিত করে বৃহৎ গৌড় রাজ্য প্রতিষ্ঠিত।
-

0
Updated: 1 week ago
IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার হবে-
Created: 2 weeks ago
A
৩ শতাংশ
B
৪ শতাংশ
C
২ শতাংশ।
D
২.৫ শতাংশ।
বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি (২০২৫-২০২৬)
-
সংস্থা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
২০২৫ সালের পূর্বাভাস: ৩% (আগের পূর্বাভাস: ২.৮%)
-
২০২৬ সালের পূর্বাভাস: ৩.১%
-
ট্রেন্ড: প্রবৃদ্ধি করোনাপূর্ব গড় (৩.৭%) এর নিচে রয়ে গেছে
-
বিশ্লেষণ: ২০২৫ সালে প্রবৃদ্ধি আগের তুলনায় ০.২%-পয়েন্ট বৃদ্ধি পেতে পারে
উৎস: দৈনিক প্রথম আলো

0
Updated: 2 weeks ago
বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে?
Created: 2 weeks ago
A
১৪ ফেব্রুয়ারি
B
২২ এপ্রিল
C
৪ অক্টোবর
D
৫ জুন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
বিশ্ব পানি দিবস - (World Water Day)
No subjects available.
বিশ্ব প্রাণী দিবস
-
প্রতিষ্ঠা: ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
-
উদ্দেশ্য: প্রাণীদের কল্যাণ এবং তাদের অধিকার রক্ষা করা।
-
পর্যবেক্ষক সংস্থা: সারাবিশ্বে দিবসটি যুক্তরাজ্যভিত্তিক ন্যাচার ওয়াচ ফাউন্ডেশন পালন করে।
পরিবেশ ভিত্তিক অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
-
আন্তর্জাতিক পরিবেশ দিবস: ৫ জুন
-
বিশ্ব নারী দিবস: ৮ মার্চ
-
বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল
-
বিশ্ব প্রাণী দিবস: ৪ অক্টোবর
-
আন্তর্জাতিক ধরিত্রী দিবস: ২২ এপ্রিল
-
আন্তর্জাতিক তামাক মুক্ত দিবস: ৩১ মে
-
আন্তর্জাতিক ওজোন দিবস: ১৬ সেপ্টেম্বর
উৎস: Naturewatch Foundation ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago