A
চীন ও যুক্তরাষ্ট্র
B
চীন ও ভারত
C
ভারত ও যুক্তরাষ্ট্র
D
ভারত ও রাশিয়া
No subjects available.
উত্তরের বিবরণ
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
সংজ্ঞা: গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়।
-
কার্যপ্রণালী:
-
এরা সূর্য থেকে আগত অতিবেগুনী (UV) ও অবলোহিত (IR) রশ্মির কিছু অংশ শোষণ করে।
-
পুনরায় মহাশূন্যে ফিরিয়ে দিয়ে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
-
ফলে পৃথিবীতে জীববৈচিত্র্য টিকে থাকার মতো একটি স্থায়ী তাপমাত্রা বজায় থাকে।
-
-
প্রধান গ্রিন হাউস গ্যাস:
-
জলীয় বাষ্প (H₂O)
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
ক্লোরোফ্লুরোকার্বনস (CFCs)
-
গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ (২০২৫ অনুযায়ী)
-
চীন 🌏
-
যুক্তরাষ্ট্র 🇺🇸
-
ভারত 🇮🇳
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) 🇪🇺
-
রাশিয়া 🇷🇺
উৎস:
i) Investopedia
ii) U.S. Environmental Protection Agency (EPA)

0
Updated: 3 days ago
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
Created: 2 weeks ago
A
মাদাগাস্কার
B
গ্রিনল্যান্ড
C
বোর্নিও
D
নিউ গিনি
গ্রিনল্যান্ড সম্পর্কিত তথ্য
-
অবস্থান ও আকৃতি:
-
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ
-
অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে
-
দ্বীপটির অধিকাংশ উত্তর অর্ধগোলার মধ্যে
-
-
রাজনৈতিক অবস্থা:
-
ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র
-
রাজধানী: নুক (Nuuk)
-
আয়তন: ২১,৬৬,০০০ বর্গ কিমি (প্রায়)
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীপের আয়তন:
-
নিউ গিনি: ৮২১,৪০০ বর্গ কিমি
-
বোর্নিও: ৭৪৮,১৬৮ বর্গ কিমি
-
মাদাগাস্কার: ৫৮৭,২৯৫ বর্গ কিমি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চীন
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
ভারত
RCEP (Regional Comprehensive Economic Partnership)
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
প্রকৃতি: আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Largest Regional Free Trade Agreement)
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
স্বাক্ষরিত: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর: ১ জানুয়ারি, ২০২২
-
-
স্বাক্ষরকারী দেশ: ১৫টি
ASEAN সদস্য দেশ (১০টি):
-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
ASEAN সদস্য বহির্ভূত দেশ (৫টি):
-
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
-
ভূমিকা ও লক্ষ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
-
মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ
-
ASEAN-এর FTA কৌশলকে সমর্থন
-
-
বিশেষ দ্রষ্টব্য: ভারত RCEP-এর সদস্য নয়
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
হেনরি ডুনান্ট কোন যুদ্ধের ভয়াবহতা দেখে Red Cross প্রতিষ্ঠার প্রেরণা পান?
Created: 3 days ago
A
ক্রিমিয়ার যুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
প্রথম বিশ্বযুদ্ধ
D
সোলফেরিনোর যুদ্ধ
Red Cross (ICRC)
-
পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement (সংক্ষেপে Red Cross বা Red Crescent)
-
প্রকার: সেবাধর্মী প্রতিষ্ঠান
-
প্রতিষ্ঠিত: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩
-
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
-
প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট
-
১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে তিনি Red Cross প্রতিষ্ঠার উদ্যোগ নেন
-
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
প্রতীক: সাদা পটভূমিতে লাল ক্রস (মানবিক সহায়তার প্রতীক)
-
মূল উদ্দেশ্য:
-
বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা
-
যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘব
-
-
মূল নীতি: সাতটি মৌলিক নীতি — মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, ঐক্য, সর্বজনীনতা
-
পুরস্কার: আন্তর্জাতিক রেডক্রস কমিটি তিনবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)
-
বিশ্বব্যাপী পরিচিতি: মুসলিম দেশে Red Crescent নামে পরিচিত
উৎস: Red Cross ওয়েবসাইট

0
Updated: 3 days ago