দুই নদীর মধ্যবর্তী সভ্যতা ছিল কোনটি?
A
গ্রিক সভ্যতা
B
পারস্য সভ্যতা
C
মেসোপটেমিয়া সভ্যতা
D
মিনীয় সভ্যতা
উত্তরের বিবরণ
মেসোপটেমিয়া সভ্যতা
-
অবস্থান: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকা।
-
অর্থ: "মেসোপটেমিয়া" একটি গ্রিক শব্দ, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
-
প্রাচীনতম সভ্যতা: পৃথিবীর প্রাচীনতম নগর সভ্যতার অন্যতম।
-
ভৌগোলিক বিস্তার: বর্তমান ইরাকের বেশিরভাগ অঞ্চল, এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতের কিছু অংশ।
-
ধর্ম: বহুঈশ্বরবাদে বিশ্বাসী ছিল।
-
বিভাগ: উত্তর অংশ (অ্যাসেরীয়) ও দক্ষিণ অংশ (মেসোপটেমিয়া)।
মেসোপটেমীয় সভ্যতার পর্যায়
১. সুমেরীয় সভ্যতা
২. ব্যাবিলনীয় সভ্যতা
৩. অ্যাসেরীয় সভ্যতা
৪. ক্যালেডীয় সভ্যতা
অবদানসমূহ
🔹 সুমেরীয় সভ্যতা
-
পৃথিবীর প্রাচীনতম সভ্যতা।
-
চাকা আবিষ্কার (সবচেয়ে বড় অবদান)।
-
জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কার।
🔹 ব্যাবিলনীয় সভ্যতা
-
পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলন (হাম্মুরাবির আইন)।
-
সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন।
-
আইন প্রণয়ন ছিল প্রধান অবদান।
🔹 অ্যাসেরীয় সভ্যতা
-
বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করা।
-
সামরিক শক্তি, যুদ্ধবিদ্যা ও অস্ত্র তৈরিতে অবদান।
🔹 ক্যালেডীয় সভ্যতা
-
৭ দিনে সপ্তাহ গণনা শুরু।
-
প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি আবিষ্কার।
-
রাজা নেবুচাঁদনেজার এই সভ্যতা গড়ে তুলেছিলেন।
তুলনা
-
মেসোপটেমীয় সভ্যতা: নদীমাতৃক সভ্যতা (টাইগ্রিস ও ইউফ্রেটিস)।
-
গ্রিক সভ্যতা: সাগরমুখী সভ্যতা (Oceanian civilization)।
উৎস:
i) History.com
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
’মোসাদ’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
হেব্রন
B
জেরুজালেম
C
হাইফা
D
তেলআবিব
মোসাদ হলো ইসরায়েলের মূল গোয়েন্দা সংস্থা, যা আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী।
-
এটি ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাতা ছিলেন ডেভিড বেনগুরিয়ন।
-
সদরদপ্তর তেলআবিব, ইসরায়েল।
-
মোসাদ কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে।
-
এর পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।
-
এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর মধ্যে একটি।
-
মোসাদের কার্যক্রম এবং বাজেট কোনো আইন দ্বারা নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত নয়।

0
Updated: 1 week ago
ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
Created: 2 months ago
A
পক প্রণালী
B
মালাক্কা প্রণালী
C
দার্দানেলিস প্রণালী
D
বেরিং প্রণালী

0
Updated: 2 months ago
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কোন দুইটি দেশের মাঝে বিরোধ রয়েছে?
Created: 2 months ago
A
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
B
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
C
জার্মানি ও পোল্যান্ড
D
রাশিয়া ও চীন
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (Falkland Islands)
-
বিকল্প নাম: মালভিনাস দ্বীপপুঞ্জ
-
অবস্থান: দক্ষিণ আটলান্টিক মহাসাগর
-
রাজনৈতিক অবস্থা: যুক্তরাজ্যের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বিদেশি অঞ্চল
-
বিরোধ: মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ
-
ফকল্যান্ড যুদ্ধ (1982):
-
২ এপ্রিল, ১৯৮২: আর্জেন্টিনার সামরিক সরকার আক্রমণ
-
১০ সপ্তাহের যুদ্ধ শেষে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণ
-
ব্রিটিশ বাহিনী দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago