A
সেলুসিড সাম্রাজ্য
B
রোমান সাম্রাজ্য
C
সাসানীয় সাম্রাজ্য
D
আকামেনিদ সাম্রাজ্য
No subjects available.
উত্তরের বিবরণ
দারিয়ুস দ্য গ্রেট (Darius the Great)
-
দারিয়ুস ছিলেন প্রাচীন পারস্য সভ্যতার একজন বিশিষ্ট সম্রাট।
-
বর্তমান ইরান অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর অন্যতম প্রাচীন পরাশক্তি পারস্য সাম্রাজ্য।
-
পারস্যে খ্রিস্টপূর্ব ৫৫০ সাল থেকে খ্রিস্টাব্দ ৬৫১ সাল পর্যন্ত একাধিক সাম্রাজ্যের উদ্ভব ঘটে।
-
ঐতিহাসিকরা এই দীর্ঘ সময়কে চারটি প্রধান সাম্রাজ্যে ভাগ করেছেন:
-
আকামেনিদ সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৫৫০ – খ্রিস্টপূর্ব ৩৩০)
-
সেলুসিড সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৩১২ – খ্রিস্টপূর্ব ৬৩)
-
পার্থিয়ান সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ২৪৭ – খ্রিস্টাব্দ ২২৪)
-
সাসানীয় সাম্রাজ্য (খ্রিস্টাব্দ ২২৬ – ৬৫১)
-
দারিয়ুস দ্য গ্রেট ও তাঁর কৃতিত্ব
-
দারিয়ুস ছিলেন আকামেনিদ সাম্রাজ্যের তৃতীয় সম্রাট।
-
তাঁর শাসনামলে সাম্রাজ্যের ভূখণ্ড সর্বাধিক বিস্তৃতি লাভ করে।
-
তিনি পার্সেপোলিস নগরীর গোড়াপত্তন করেন।
-
বিভিন্ন পরিমাপের একক নির্ধারণ করেন এবং অভিন্ন মুদ্রা চালু করেন।
-
পারসিকরা প্রথম জাতি যারা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সড়কপথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়।
-
বিশ্বের প্রথম ডাকসেবা দারিয়ুসের হাত ধরেই চালু হয়।
-
এসব কারণে তাঁকে পারস্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচনা করা হয়।
মৃত্যু
-
খ্রিস্টপূর্ব ৪৮৬ সালে সম্রাট দারিয়ুস মারা যান।
-
তাঁকে তাঁর নির্মিত সমাধিক্ষেত্র ‘নাকশে রুস্তম’-এ সমাধিস্থ করা হয়।
📖 উৎস:
i) Britannica
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি

0
Updated: 3 days ago
প্যারিস চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে?
Created: 3 days ago
A
২৫%
B
৩৫%
C
৪৩%
D
৫০%
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
প্যারিস শান্তি চুক্তি
সাম্রাজ্যের পতন
No subjects available.
প্যারিস জলবায়ু চুক্তি (Paris Climate Agreement)
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরের সাল: ২০১৫ (COP-21 সম্মেলন)
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স
-
কার্যকর হওয়ার তারিখ: ৪ নভেম্বর, ২০১৬
-
স্বাক্ষরকারী দেশ: ১৯৫টি দেশ
মূল উদ্দেশ্য
-
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা।
-
২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রায় ৪৩% হ্রাস করা।
-
২০৫০–২১০০ সালের মধ্যে নিঃসৃত গ্রিনহাউস গ্যাস প্রাকৃতিকভাবে গাছ, মাটি ও সমুদ্র যতটা শোষণ করতে পারে, সেই পর্যায়ে নামিয়ে আনা।
-
প্রতি ৫ বছর অন্তর প্রত্যেক দেশের অবদান (Nationally Determined Contributions – NDCs) পর্যালোচনা করা।
-
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে গরিব দেশগুলোকে সহায়তা করার জন্য ধনী দেশগুলোর জলবায়ু তহবিল গঠন।
জলবায়ু তহবিল
-
উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
-
এই অর্থ উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন (adaptation) ও প্রশমন (mitigation) কার্যক্রমে ব্যয় হওয়ার কথা।
-
COP-29 (নভেম্বর, ২০২৪)-এ এই প্রতিশ্রুতি বাড়ানো হয়:
-
২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
লক্ষ্য: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করা।
-
উৎস:
i) UNFCCC (United Nations Framework Convention on Climate Change) ওয়েবসাইট
ii) UNTC (United Nations Treaty Collection) ওয়েবসাইট

0
Updated: 3 days ago
OIC-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
রিয়াদ, সৌদি আরব
B
কায়রো, মিশর
C
রাবাত, মরক্কো
D
লাহোর, পাকিস্তান
ওআইসি (OIC – Organisation of Islamic Cooperation)
-
সংজ্ঞা ও প্রকার:
-
ইসলামি সহযোগিতা সংস্থা ও মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, রাবাত সম্মেলন, মরক্কো
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬৯, রাবাত, মরক্কো
-
আনুষ্ঠানিক যাত্রা শুরু: ১৯৭২
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি (আগস্ট, ২০২৫)
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
-
সাম্প্রতিক ঘটনা:
-
ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন: তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
-
উৎস: OIC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে-
Created: 2 weeks ago
A
বেরিং প্রণালী
B
জিব্রাল্টার প্রণালী
C
ডোভার প্রণালী
D
দার্দানেলিস প্রণালী
প্রণালী সম্পর্কিত তথ্য
১. জিব্রাল্টার প্রণালী
-
সংযোগ: আটলান্টিক মহাসাগর ↔ ভূমধ্যসাগর
-
ভূগোল: আফ্রিকা ↔ ইউরোপ
-
দেশসমূহ: স্পেন ↔ মরক্কো
২. ডোভার প্রণালী
-
সংযোগ: ইংলিশ চ্যানেল ↔ উত্তর সাগর
-
পথক: ফ্রান্স ↔ ব্রিটেন
৩. দার্দানেলিস প্রণালী
-
সংযোগ: ইজিয়ান সাগর ↔ মরমর সাগর
-
পথক: এশিয়া ↔ ইউরোপ
৪. বেরিং প্রণালী
-
সংযোগ: উত্তর সাগর ↔ বেরিং সাগর
-
পথক: আমেরিকা ↔ এশিয়া
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago