বাসেল কনভেনশন কত সালে গৃহীত হয়?
A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
উত্তরের বিবরণ
বাসেল কনভেনশন
-
পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
-
বিষয়: বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।
-
গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯
-
স্থান: বাসেল, সুইজারল্যান্ড
-
কার্যকর হয়: ৫ মে, ১৯৯২
-
সদস্য রাষ্ট্র: ১৯১টি
-
স্বাক্ষরকারী রাষ্ট্র: ৫৩টি
উদ্দেশ্য
-
উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-
বিপজ্জনক বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আন্তঃসীমান্ত চলাচল যতটা সম্ভব হ্রাস করা।
বাংলাদেশ ও বাসেল কনভেনশন
-
বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
উৎস: UN Basel Convention ওয়েবসাইট

0
Updated: 1 month ago
বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে?
Created: 1 month ago
A
১৪ ফেব্রুয়ারি
B
২২ এপ্রিল
C
৪ অক্টোবর
D
৫ জুন
বিশ্ব প্রাণী দিবস
-
প্রতিষ্ঠা: ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
-
উদ্দেশ্য: প্রাণীদের কল্যাণ এবং তাদের অধিকার রক্ষা করা।
-
পর্যবেক্ষক সংস্থা: সারাবিশ্বে দিবসটি যুক্তরাজ্যভিত্তিক ন্যাচার ওয়াচ ফাউন্ডেশন পালন করে।
পরিবেশ ভিত্তিক অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
-
আন্তর্জাতিক পরিবেশ দিবস: ৫ জুন
-
বিশ্ব নারী দিবস: ৮ মার্চ
-
বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল
-
বিশ্ব প্রাণী দিবস: ৪ অক্টোবর
-
আন্তর্জাতিক ধরিত্রী দিবস: ২২ এপ্রিল
-
আন্তর্জাতিক তামাক মুক্ত দিবস: ৩১ মে
-
আন্তর্জাতিক ওজোন দিবস: ১৬ সেপ্টেম্বর
উৎস: Naturewatch Foundation ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ABM Treaty কবে বাতিল হয়?
Created: 3 weeks ago
A
১৩ ডিসেম্বর, ২০০১
B
১৩ ডিসেম্বর, ২০০২
C
১৩ জুন, ২০০১
D
১৩ জুন, ২০০২
ABM Treaty হলো Anti Ballistic Missile Treaty, যা একটি ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি। এটি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে এবং চুক্তির অন্য নাম হলো Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems। চুক্তিটি স্বাক্ষরিত হয় ২৬ মে, ১৯৭২ এবং কার্যকর হয় ৩ অক্টোবর, ১৯৭২, স্বাক্ষরের স্থান ছিল মস্কো, রাশিয়া। চুক্তির মূল বিষয় ছিল দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ, এবং এটি পরে ১৩ জুন, ২০০২-এ বাতিল করা হয়।
-
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ ডিসেম্বর, ২০০১-এ চুক্তি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং এটি ৬ মাস পরে জুন, ২০০২-এ কার্যকর হয়।
উৎস:

0
Updated: 3 weeks ago
জাতিসংঘ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কয়টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল?
Created: 1 week ago
A
৪৪টি
B
৪৮টি
C
৫০টি
D
৫১টি
জাতিসংঘ সনদ (UN Charter):
জাতিসংঘ সনদ হলো জাতিসংঘের (United Nations) মূল ভিত্তি ও সংবিধানস্বরূপ দলিল। এর মাধ্যমেই ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald MacLeish) — যিনি ছিলেন একজন মার্কিন কবি, লেখক ও কূটনীতিক।
গঠন: জাতিসংঘ সনদে মোট ১৯টি অধ্যায় ও ১১১টি অনুচ্ছেদ রয়েছে, যা জাতিসংঘের কাঠামো, উদ্দেশ্য, নীতিমালা ও কার্যক্রম নির্ধারণ করে।
সানফ্রান্সিসকো সম্মেলন (San Francisco Conference):
-
এই সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে।
-
এতে ৫০টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করে এবং জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
-
যদিও পোল্যান্ড সেই সম্মেলনে উপস্থিত ছিল না, তবে পরবর্তীতে ১৯৪৫ সালের ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করে।
-
তাই পোল্যান্ডকে ৫১তম স্বাক্ষরকারী দেশ হিসেবে গণ্য করা হলেও, প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবেই বিবেচনা করা হয়।
মূল তথ্যাবলি:
-
সনদ কার্যকর হয়: ২৪ অক্টোবর ১৯৪৫ (জাতিসংঘ দিবস)
-
স্বাক্ষরিত হয়: ২৬ জুন ১৯৪৫
-
স্বাক্ষরকারী দেশ: প্রাথমিকভাবে ৫০টি (পরবর্তীতে পোল্যান্ডসহ ৫১টি)
-
বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা: ১৯৩টি
তাৎপর্য:
জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সহযোগিতা ও মানবাধিকারের ভিত্তিতে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত। এটি আজও আন্তর্জাতিক সম্পর্ক ও আইনের অন্যতম প্রধান দলিল হিসেবে বিবেচিত।

0
Updated: 1 week ago