কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়?
A
গ্রিক সভ্যতায়
B
মিশরীয় সভ্যতায়
C
চৈনিক সভ্যতায়
D
সিন্ধু সভ্যতায়
উত্তরের বিবরণ
সিন্ধু সভ্যতা
-
সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠায় এই সভ্যতার নামকরণ করা হয়েছে সিন্ধু সভ্যতা।
-
এর সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি বলা হয়।
-
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের হরপ্পা অঞ্চলে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
-
মহেঞ্জোদারো ও হরপ্পা উভয়ই একই সভ্যতার অংশ।
-
সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে বিবেচিত।
পরিমাপ পদ্ধতি
-
সিন্ধু সভ্যতার মানুষরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
-
তাদের এই উদ্ভাবনকে প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান বলা হয়।
-
তারা বিভিন্ন দ্রব্য মাপার জন্য ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
-
এছাড়া, দাগ কাটা স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
‘লুভর মিউজিয়াম’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
জাপান
D
বেলজিয়াম
লুভর মিউজিয়াম হলো ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি বিশ্বখ্যাত শিল্পকলা জাদুঘর, যা শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক।
-
অবস্থান: প্যারিস, ফ্রান্স; সীন নদীর ডান তীরে
-
প্রতিষ্ঠা: ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় সরকারি যাদুঘর হিসেবে উদ্বোধন
-
মূল ভবনটি ১২শ শতকে নির্মিত একটি দুর্গ, যা পরে রাজপ্রাসাদে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে জাদুঘরে পরিণত হয়
বিশেষত্ব:
-
বিশ্বের সবচেয়ে বড় শিল্পকলা জাদুঘর এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ
-
সংগ্রহে আছে ৩৮০,০০০-এর বেশি শিল্পকর্ম, যার মধ্যে প্রায় ৩৫,০০০টি প্রদর্শিত হয়
-
শিল্পকর্মের সময়সীমা প্রাগৈতিহাসিক যুগ থেকে ২১শ শতক পর্যন্ত বিস্তৃত
প্রসিদ্ধ শিল্পকর্মসমূহ:
-
মোনা লিসা, লিওনার্দো দা ভিঞ্চি
-
ভেনাস দ্য মাইলো, প্রাচীন গ্রিক ভাস্কর্য
-
উইংড ভিক্টরি অব সামোথ্রেস, গ্রিক ভাস্কর্য
-
দ্য র্যাফট অব দ্য মেডুসা, থিওডোর জেরিকো
উৎস:

0
Updated: 1 month ago
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে-
Created: 3 weeks ago
A
WHO
B
ILO
C
FAO
D
WMO
আইএলও (ILO) – International Labour Organization
-
প্রতিষ্ঠা: ১৯১৯ সালে, ভার্সাই চুক্তির পর।
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
সদস্য রাষ্ট্র: ১৮৭টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)।
-
জাতিসংঘের সঙ্গে সম্পর্ক: ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
-
বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো) – ২০২২ থেকে দায়িত্বে, প্রথম আফ্রিকান।
-
পুরস্কার: ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
মূল লক্ষ্য: আন্তর্জাতিক শ্রমনীতি ও কর্মসংস্থানের উন্নয়ন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা।

0
Updated: 2 weeks ago
’স্কটল্যান্ড ইয়ার্ড’ কোন দেশের পুলিশ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
স্কটল্যান্ড
C
নেদারল্যান্ড
D
অস্ট্রিয়া
স্কটল্যান্ড ইয়ার্ড হলো লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের প্রচলিত নাম এবং যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ পুলিশ সংস্থা।
-
এটি লন্ডন শহরে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ তদন্তে প্রধান ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠা: ১৮২৯
-
উদ্যোক্তা: তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট পিল
-
প্রথম অফিস: স্কটল্যান্ড প্লেস রাস্তায় অবস্থিত
-
নামের উৎস: এলাকার নাম থেকে “Scotland Yard” প্রচলিত হয়
-
বর্তমান নাম: New Scotland Yard
উৎস:

0
Updated: 1 month ago