নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
A
শিল্প
B
ভবন নির্মাণ
C
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
D
পরিবহন
উত্তরের বিবরণ
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের মতো সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।
-
প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
খাতভিত্তিক বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
-
বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত → প্রায় ৩৪%
-
কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়।
-
এর ফলে প্রচুর পরিমাণে CO₂ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
-
-
শিল্প খাত → প্রায় ২৪%
-
কৃষি, বনায়ন ও ভূমি ব্যবহার → প্রায় ২২%
-
পরিবহন খাত → প্রায় ১৫%
-
ভবন নির্মাণ খাত → প্রায় ৬%
উৎস: U.S. Environmental Protection Agency (EPA.gov)

0
Updated: 1 month ago
স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে-
Created: 2 months ago
A
বেরিং প্রণালী
B
জিব্রাল্টার প্রণালী
C
ডোভার প্রণালী
D
দার্দানেলিস প্রণালী
প্রণালী সম্পর্কিত তথ্য
১. জিব্রাল্টার প্রণালী
-
সংযোগ: আটলান্টিক মহাসাগর ↔ ভূমধ্যসাগর
-
ভূগোল: আফ্রিকা ↔ ইউরোপ
-
দেশসমূহ: স্পেন ↔ মরক্কো
২. ডোভার প্রণালী
-
সংযোগ: ইংলিশ চ্যানেল ↔ উত্তর সাগর
-
পথক: ফ্রান্স ↔ ব্রিটেন
৩. দার্দানেলিস প্রণালী
-
সংযোগ: ইজিয়ান সাগর ↔ মরমর সাগর
-
পথক: এশিয়া ↔ ইউরোপ
৪. বেরিং প্রণালী
-
সংযোগ: উত্তর সাগর ↔ বেরিং সাগর
-
পথক: আমেরিকা ↔ এশিয়া
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
প্রথম NAM শীর্ষ সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
Created: 3 weeks ago
A
২৫টি
B
২২টি
C
২৪টি
D
৩০টি
ন্যাম (NAM) বা Non-Aligned Movement হলো একটি আন্তর্জাতিক জোট, যা শীতল যুদ্ধের সময় প্রধান মহাশক্তির কোনো পক্ষ নেবার পরিবর্তে নিরপেক্ষ অবস্থান গ্রহণের লক্ষ্যে গঠিত হয়।
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১
-
স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া
-
প্রথম অংশগ্রহণকারী দেশ সংখ্যা: ২৫টি
-
উৎপত্তি: ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ অনুষ্ঠিত প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন (Bandung Conference, বান্দুং, ইন্দোনেশিয়া)
-
এতে ২৯টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করে, অধিকাংশই এশীয় কারণ অনেক আফ্রিকান দেশ তখনও উপনিবেশ ছিল
-
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২১টি [আগস্ট, ২০২৫]
-
পর্যবেক্ষক দেশ সংখ্যা: ১৮টি
-
পর্যবেক্ষক সংগঠন সংখ্যা: ১০টি
উৎস:

0
Updated: 3 weeks ago
বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি?
Created: 1 week ago
A
নাইজেরিয়া
B
কিউবা
C
ইউক্রেন
D
সেনেগাল
বিশ্বব্যাংক (World Bank):
বিশ্বব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করা। এটি মূলত উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করে।
গঠন ও প্রতিষ্ঠা:
-
বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত সম্মেলনে (Bretton Woods Conference)।
-
ওই সম্মেলনে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
এটি ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
-
১৯৪৬ সালের জুন মাসে বিশ্বব্যাংক তার কার্যক্রম শুরু করে।
প্রধান তথ্যাবলি:
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান সদস্য দেশ: ১৮৯টি
-
সর্বশেষ সদস্য দেশ: নাউরু (Nauru) — ১২ এপ্রিল, ২০১৬ সালে সদস্যপদ লাভ করে।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা (Ajay Banga)
বিশ্বব্যাংকের কাঠামো:
বিশ্বব্যাংক আসলে দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত—
১. International Bank for Reconstruction and Development (IBRD)
২. International Development Association (IDA)
এ দুটি প্রতিষ্ঠান একসঙ্গে World Bank Group (WBG)-এর মূল অংশ হিসেবে কাজ করে।
বিশেষ তথ্য:
-
কিউবা হলো একমাত্র দেশ, যা ১৯৬০ সালের ১৪ নভেম্বর বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয়।
মূল লক্ষ্য ও কার্যাবলি:
-
দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
-
উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে সহায়তা প্রদান।
-
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানি ও জ্বালানি খাতে প্রকল্প সহায়তা।
-
নীতি পরামর্শ ও গবেষণা সহযোগিতা প্রদান।

0
Updated: 1 week ago