প্যারিস চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে?
A
২৫%
B
৩৫%
C
৪৩%
D
৫০%
উত্তরের বিবরণ
প্যারিস জলবায়ু চুক্তি (Paris Climate Agreement)
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরের সাল: ২০১৫ (COP-21 সম্মেলন)
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স
-
কার্যকর হওয়ার তারিখ: ৪ নভেম্বর, ২০১৬
-
স্বাক্ষরকারী দেশ: ১৯৫টি দেশ
মূল উদ্দেশ্য
-
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা।
-
২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রায় ৪৩% হ্রাস করা।
-
২০৫০–২১০০ সালের মধ্যে নিঃসৃত গ্রিনহাউস গ্যাস প্রাকৃতিকভাবে গাছ, মাটি ও সমুদ্র যতটা শোষণ করতে পারে, সেই পর্যায়ে নামিয়ে আনা।
-
প্রতি ৫ বছর অন্তর প্রত্যেক দেশের অবদান (Nationally Determined Contributions – NDCs) পর্যালোচনা করা।
-
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে গরিব দেশগুলোকে সহায়তা করার জন্য ধনী দেশগুলোর জলবায়ু তহবিল গঠন।
জলবায়ু তহবিল
-
উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
-
এই অর্থ উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন (adaptation) ও প্রশমন (mitigation) কার্যক্রমে ব্যয় হওয়ার কথা।
-
COP-29 (নভেম্বর, ২০২৪)-এ এই প্রতিশ্রুতি বাড়ানো হয়:
-
২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
লক্ষ্য: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করা।
-
উৎস:
i) UNFCCC (United Nations Framework Convention on Climate Change) ওয়েবসাইট
ii) UNTC (United Nations Treaty Collection) ওয়েবসাইট

0
Updated: 1 month ago
WMO এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
World Maritime Organization
B
World Marine Life Organization
C
World Meteorological Organization
D
World Meteorologic Organization
• WMO:
- পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।(সেপ্টেম্বর, ২০২৫)

0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম-
Created: 2 months ago
A
জর্জ ওয়াশিংটন
B
আব্রাহাম লিংকন
C
থিওডোর রুজভেল্ট
D
থমাস জেফারসন
মার্কিন যুক্তরাষ্ট্র
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ (যুক্তরাজ্য থেকে)
-
জাতীয় দিবস: ৪ জুলাই
-
অঙ্গরাজ্য: ৫০ টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
পতাকায় তারকা সংখ্যা: ৫০ টি
আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)
-
নিম্নকক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
-
উচ্চকক্ষ: সিনেট
রাষ্ট্রপতি:
-
বর্তমান (আগস্ট, ২০২৫): ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)
-
প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন
-
ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন (১৬ তম)
-
ক্রীতদাস প্রথা বিলোপ: ১৮৬৩ সালে
-
হোয়াইট হাউজে কখনো বসবাস করেননি: জর্জ ওয়াশিংটন
অন্যান্য তথ্য:
-
স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছে: ফ্রান্স
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
জেসমিন বিপ্লব সংঘটিত হয়-
Created: 2 weeks ago
A
ইউক্রেন
B
রাশিয়া
C
তিউনিসিয়ায়
D
লিবিয়া
তিউনিসিয়ায় ২০১১ সালে জেসমিন বিপ্লব সংঘটিত হয়, যা আরব বসন্তের অংশ হিসেবে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পথ সুগম করে। এই বিপ্লবের নামকরণ তিউনেশিয়ার জাতীয় ফুল জেসমিন থেকে নেওয়া হয়েছে।
-
বিপ্লবের স্থান ও সময়: তিউনিসিয়া, ২০১১
-
প্রেক্ষাপট: আরব বসন্তের প্রভাবে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন
-
নামকরণ: তিউনেশিয়ার জাতীয় ফুল জেসমিন থেকে, তাই “জেসমিন বিপ্লব”
-
উদ্দেশ্য: দেশের স্বৈরতান্ত্রিক শাসন ও সামাজিক অসাম্যের বিরুদ্ধে গণআন্দোলন

0
Updated: 2 weeks ago