মার্কিন গৃহযুদ্ধের সময় কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
A
ইউলিসিস এস. গ্রান্ট
B
জন টাইলার
C
আব্রাহাম লিংকন
D
টমাস জেফারসন
উত্তরের বিবরণ
মার্কিন গৃহযুদ্ধ (American Civil War)
-
সংজ্ঞা: যুক্তরাষ্ট্রের দক্ষিণের ১১টি রাজ্য ও বাকি যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধ ইতিহাসে "আমেরিকার গৃহযুদ্ধ" নামে পরিচিত।
-
সময়কাল: ১২ এপ্রিল, ১৮৬১ – ২৬ মে, ১৮৬৫ (মোট প্রায় ৪ বছর)।
-
রাষ্ট্রপতি: আব্রাহাম লিংকন (১৬তম রাষ্ট্রপতি, দায়িত্বকাল: ১৮৬১ – ১৮৬৫, মৃত্যুর আগ পর্যন্ত)।
যুদ্ধের মূল কারণ
-
দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে তীব্র মতবিরোধ।
-
উত্তরাঞ্চল: দাসপ্রথা বিলোপের পক্ষে।
-
দক্ষিণাঞ্চল: অর্থনীতির জন্য দাসপ্রথার উপর নির্ভরশীল।
-
১৮৬০ সালে দাসপ্রথাবিরোধী রিপাবলিকান নেতা আব্রাহাম লিংকনের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দক্ষিণের ১১টি রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়।
-
প্রশ্ন ছিল—দক্ষিণাঞ্চল কি স্বাধীনভাবে দাসপ্রথা চালিয়ে যেতে পারবে, নাকি কেন্দ্রীয় সরকারের নীতি মানতে বাধ্য হবে।
গুরুত্বপূর্ণ ঘটনা
-
১৮৬১: সাউথ ক্যারোলিনার ফোর্ট সামটার (Fort Sumter) আক্রমণের মাধ্যমে গৃহযুদ্ধের সূচনা।
-
১৮৬৩: আব্রাহাম লিংকনের Emancipation Proclamation—কনফেডারেট রাজ্যগুলোতে দাসদের মুক্ত ঘোষণা করা হয়। এর ফলে যুদ্ধের লক্ষ্য দাসপ্রথা বিলোপের দিকে মোড় নেয়।
-
১৮৬৫ (এপ্রিল): ভার্জিনিয়ার Appomattox Court House-এ কনফেডারেট জেনারেল রবার্ট ই. লি ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে যুদ্ধ কার্যত সমাপ্ত হয়।
উৎস:
i) Encyclopaedia Britannica
ii) BBC

0
Updated: 1 month ago
অপারেশন ডেজার্ট স্টর্ম কোন যুদ্ধের সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
ভিয়েতনাম যুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
উপসাগরীয় যুদ্ধ
D
আফগান যুদ্ধ
বিভিন্ন সময়ে ইতিহাসে বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়েছে, যেগুলো নিজ নিজ সময়ে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
-
অপারেশন ডেজার্ট স্টর্ম: বহুজাতিক বাহিনী দ্বারা পরিচালিত; কারণ – উপসাগরীয় যুদ্ধ; সময় – ১৯৯১ সাল।
-
অপারেশন বারবারোসা: জার্মানি কর্তৃক পরিচালিত; কারণ – সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) বিরুদ্ধে সামরিক অভিযান; সময় – দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন।
-
অপারেশন ব্লু স্টার: ইন্দিরা গান্ধী সরকারের অধীনে পরিচালিত; কারণ – ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরে সামরিক অভিযান; সময় – ১৯৮৪ সাল।
উৎস:

0
Updated: 1 month ago
ADB-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
৭১টি
B
৬৯টি
C
৬৫টি
D
৬০টি
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) একটি আঞ্চলিক উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
-
পূর্ণরূপ: Asian Development Bank
-
প্রতিষ্ঠার তারিখ: ২২ আগস্ট, ১৯৬৬
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৯ ডিসেম্বর, ১৯৬৬
-
সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৯টি দেশ [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে
-
১৯টি দেশ অন্যান্য অঞ্চল থেকে
-
-
সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল (সেপ্টেম্বর ২০২৪-এ যুক্ত হয়)
-
বর্তমান প্রেসিডেন্ট: Masato Kanda [আগস্ট ২০২৫ অনুযায়ী]
ঐতিহাসিক তথ্য
-
এশীয় উন্নয়ন ব্যাংক প্রথমে ৩১টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল
-
প্রথম সভাপতি: তাকেশি ওয়াতানাবে
উৎস:

0
Updated: 3 weeks ago
The North Atlantic Treaty Organization (NATO)-কী ধরনের জোট?
Created: 1 week ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক জোট
C
সংস্কৃতিক জোট
D
মেধা ও বুদ্ধিবৃত্তিক জোট
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও সমন্বয় বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
ন্যাটো ৪ এপ্রিল, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
-
এটি প্রতিষ্ঠিত হয় উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
-
বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
-
সর্বশেষ সদস্য দেশ হলো সুইডেন (২০২৪)।
-
ন্যাটোর বর্তমান মহাসচিব হলেন সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, যিনি ১ অক্টোবর, ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।

0
Updated: 1 week ago