A
নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত
B
বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না
C
অল্প বর্ষায় বেশি শীত/অল্প কাজে অধিক লাভ
D
ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব
উত্তরের বিবরণ
প্রবাদ ও প্রবচনের অর্থ
-
‘উড়ো খই গোবিন্দায় নমঃ’
-
অর্থ: নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত।
-
-
ইচ্ছা থাকলে উপায় হয়
-
অর্থ: ইচ্ছাশক্তির মাধ্যমে কঠিন কাজও সম্ভব।
-
-
উন বর্ষা দুনো শীত
-
অর্থ: অল্প বর্ষায় বেশি শীত / অল্প কাজে অধিক লাভ।
-
-
এক মাঘে শীত যায় না
-
অর্থ: বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না।
-
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

0
Updated: 3 days ago
'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
Created: 3 months ago
A
কারো পৌষ মাস, কারো সর্বনাশ
B
চাল না চুলো, ঢেঁকী না কুলো
C
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
D
বোঝার উপর, শাকের আঁটি
• ‘সাপও মরে, লাঠিও না ভাঙ্গে’ প্রবাদটির অর্থ - উভয়কূল রক্ষা।
অন্যদিকে,
• ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’ প্রবাদটির অর্থ - কারও সুদিন কারও খারাপ দিন
• ‘চাল না চুলো, ঢেঁকী না কুলো’ প্রবাদটির অর্থ - অত্যন্ত গরীব
• ‘বোঝার উপর, শাকের আঁটি’ প্রবাদটির অর্থ -অতিরিক্তের অতিরিক্ত
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
Created: 3 months ago
A
যত গর্জে তত বৃষ্টি হয় না
B
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
C
নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
D
যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
• বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক প্রবচন হচ্ছে: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
- প্রবচনাটির অর্থ: অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।
অশুদ্ধ প্রবচন গুলোর শুদ্ধরূপ হলো:
• ‘যত গর্জে তত বর্ষে না’ প্রবচনের অর্থ - সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না।
• ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’ প্রবচনের অর্থ - নিজের ত্রুটি অন্যের উপর চাপানো।
• ‘যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়’ প্রবচনের অর্থ - যেখানে অসুবিধে সেখানেই বিপদ ঘটে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত?
Created: 3 months ago
A
আট কপালে
B
উড়নচণ্ডী
C
ছা-পোষা
D
ভূশণ্ডির কাক
• ‘আটকপালে’ বাগ্ধারাটির অর্থ হলো হতভাগ্য ব্যক্তি।
অন্যদিকে,
• ‘উড়নচণ্ডী’ শব্দের অর্থ — অমিতব্যয়ী বা খরুচে ব্যক্তি।
• ‘ছা-পোষা’ অর্থ — অত্যন্ত গরিব বা সাদামাটা জীবনযাপনকারী।
• ‘ভূষণ্ডির কাক’ অর্থ — দীর্ঘজীবী বা দীর্ঘায়ু ব্যক্তি।
উৎস:
– ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
– বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 months ago