'দারিয়ুস দ্য গ্রেট' কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন?
A
সেলুসিড সাম্রাজ্য
B
রোমান সাম্রাজ্য
C
সাসানীয় সাম্রাজ্য
D
আকামেনিদ সাম্রাজ্য
উত্তরের বিবরণ
দারিয়ুস দ্য গ্রেট (Darius the Great)
-
দারিয়ুস ছিলেন প্রাচীন পারস্য সভ্যতার একজন বিশিষ্ট সম্রাট।
-
বর্তমান ইরান অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর অন্যতম প্রাচীন পরাশক্তি পারস্য সাম্রাজ্য।
-
পারস্যে খ্রিস্টপূর্ব ৫৫০ সাল থেকে খ্রিস্টাব্দ ৬৫১ সাল পর্যন্ত একাধিক সাম্রাজ্যের উদ্ভব ঘটে।
-
ঐতিহাসিকরা এই দীর্ঘ সময়কে চারটি প্রধান সাম্রাজ্যে ভাগ করেছেন:
-
আকামেনিদ সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৫৫০ – খ্রিস্টপূর্ব ৩৩০)
-
সেলুসিড সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৩১২ – খ্রিস্টপূর্ব ৬৩)
-
পার্থিয়ান সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ২৪৭ – খ্রিস্টাব্দ ২২৪)
-
সাসানীয় সাম্রাজ্য (খ্রিস্টাব্দ ২২৬ – ৬৫১)
-
দারিয়ুস দ্য গ্রেট ও তাঁর কৃতিত্ব
-
দারিয়ুস ছিলেন আকামেনিদ সাম্রাজ্যের তৃতীয় সম্রাট।
-
তাঁর শাসনামলে সাম্রাজ্যের ভূখণ্ড সর্বাধিক বিস্তৃতি লাভ করে।
-
তিনি পার্সেপোলিস নগরীর গোড়াপত্তন করেন।
-
বিভিন্ন পরিমাপের একক নির্ধারণ করেন এবং অভিন্ন মুদ্রা চালু করেন।
-
পারসিকরা প্রথম জাতি যারা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সড়কপথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়।
-
বিশ্বের প্রথম ডাকসেবা দারিয়ুসের হাত ধরেই চালু হয়।
-
এসব কারণে তাঁকে পারস্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচনা করা হয়।
মৃত্যু
-
খ্রিস্টপূর্ব ৪৮৬ সালে সম্রাট দারিয়ুস মারা যান।
-
তাঁকে তাঁর নির্মিত সমাধিক্ষেত্র ‘নাকশে রুস্তম’-এ সমাধিস্থ করা হয়।
📖 উৎস:
i) Britannica
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি

0
Updated: 1 month ago
রেনেসাঁর সূত্রপাত হয় -
Created: 2 weeks ago
A
ইতালিতে
B
ফ্রান্সে
C
ইংল্যান্ডে
D
জার্মানিতে
রেনেসাঁ হলো ইউরোপে মধ্যযুগের পরে প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণ বা পুনর্জন্ম।
-
অর্থ: পুনর্জন্ম বা পুনর্জাগরণ
-
সূত্রপাত: ইতালির ফ্লোরেন্স শহরে
-
বিস্তার: পরবর্তীতে ইতালির অন্যান্য শহর ও ইউরোপের বিভিন্ন দেশে
-
সময়কাল: চতুর্দশ থেকে ষোড়শ শতক, বিশেষ করে ১৪শ–১৬শ শতক
-
কারণ: ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতা
-
প্রভাব: সংস্কৃতি, শিল্প ও বিদ্যা চর্চায় প্রাচীন কল্পনা ও প্রযুক্তির পুনরুজ্জীবন

0
Updated: 2 weeks ago
'স্মাইল ট্রেন' কী নিয়ে কাজ করে?
Created: 1 month ago
A
শিশুশ্রম নিরসন
B
নারী অধিকার
C
শিশু চিকিৎসা
D
মানবাধিকার
স্মাইল ট্রেন হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা রোগের বিনামূল্যে অস্ত্রোপচার প্রদান করে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৯ সালে
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্র
-
মূল কার্যক্রম: শিশুদের ঠোট ও তালুকাটা সমস্যার চিকিৎসা ও জীবনমান উন্নয়ন
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
বেনিতো মুসোলিনী কোন রাজনৈতিক মতাদর্শের নেতা ছিলেন?
Created: 2 months ago
A
রাজতন্ত্র
B
ফ্যাসিবাদ
C
কমিউনিজম
D
সমাজতন্ত্র
বেনিতো মুসোলিনী (Benito Mussolini)
-
পূর্ণ নাম: Benito Amilcare Andrea Mussolini
-
জন্মস্থান: ইতালি
-
রাজনৈতিক পরিচয়: ফ্যাসিবাদ নেতা
-
রাজনৈতিক আদর্শ: ফ্যাসিবাদ (Fascism) – একনায়কতান্ত্রিক, সামরিকতান্ত্রিক ও জাতীয়তাবাদী
-
প্রতিষ্ঠাতা: ইতালির ফ্যাসিস্ট পার্টি, ১৯১৯
-
ক্ষমতায় অধিষ্ঠিত: ইতালির প্রধানমন্ত্রী, ১৯২২–১৯৪৩
-
শাসনব্যবস্থা: একদলীয় একনায়কতন্ত্র; সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিস্ট একনায়ক হিসেবে আত্মপ্রকাশ
-
মূল দর্শন: রাষ্ট্রের ঊর্ধ্বে কিছু নেই, সবকিছু রাষ্ট্রের অধীনে
-
আন্তর্জাতিক জোট: অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির সাথে মিত্রতা
-
যুদ্ধ অংশগ্রহণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫) – ফ্যাসিস্ট জোটের পক্ষে ইতালিকে নেতৃত্ব দেন
-
পতন: ১৯৪৩, মিত্রবাহিনীর আক্রমণের মুখে সরকার পতন
-
মৃত্যু: ২৮ এপ্রিল ১৯৪৫, ইতালির উত্তরাঞ্চলে গণবিক্ষোভের মধ্যে, প্রেমিকা ক্লারেতার সাথে
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago