একটি সংখ্যা ৩৫ থেকে যত বেশি ৭৫ থেকে তত কম। সংখ্যাটি কত?
A
৪৮.৫
B
৫৫
C
৬০
D
৭০
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সংখ্যা ৩৫ থেকে যত বেশি ৭৫ থেকে তত কম। সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক - ৩৫ = ৭৫ - ক
⇒ ক + ক = ৭৫ + ৩৫
⇒ ২ক = ১১০
⇒ ক = ১১০/২
⇒ ক = ৫৫
∴ সংখ্যাটি = ৫৫
শর্টকাট:
(৩৫ + ৭৫)/২
= ১১০/২
= ৫৫

0
Updated: 1 month ago
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
Created: 5 months ago
A
৯১
B
১৪৩
C
৪৭
D
৮৭
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মৌলিক?
সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৪৭ সংখ্যাটি মৌলিক সংখ্যা।

0
Updated: 5 months ago
৭ কোটি সমান কত?
Created: 1 month ago
A
৭ বিলিয়ন
B
৭০০ মিলিয়ন
C
৭০ লক্ষ
D
৭০ মিলিয়ন
প্রশ্ন: ৭ কোটি সমান কত?
সমাধান:
আমরা জানি,
১ কোটি = ১০০ লক্ষ
∴ ৭ কোটি = (৭ × ১০০) লক্ষ
= ৭০০ লক্ষ
আবার,
১০ লক্ষ = ১ মিলিয়ন
∴ ১ লক্ষ = ১/১০ মিলিয়ন
∴ ৭০০ লক্ষ = ৭০০/১০ মিলিয়ন
= ৭০ মিলিয়ন
সুতরাং, ৭ কোটি = ৭০০ লক্ষ = ৭০ মিলিয়ন।

0
Updated: 1 month ago
দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?
Created: 3 weeks ago
A
৩০
B
২০
C
৪০
D
৫০
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
∴ ছোট সংখ্যাটি = ক - ১০
প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ৭০
বা, ২ক - ১০ = ৭০
বা, ২ক = ৮০
বা, ক = ৮০/২
∴ ক = ৪০
∴ বড় সংখ্যাটি = ৪০
∴ ছোট সংখ্যাটি = ক - ১০
= ৪০ - ১০
= ৩০ ।

0
Updated: 3 weeks ago