'বীরপ্রসূ' বলতে কী বোঝায়?
A
যে নারী বীর
B
যে নারী আনন্দ দান করে
C
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা
D
যে নারী বীর সন্তান প্রসব করে
উত্তরের বিবরণ
নারী সম্পর্কিত বিশেষণ বা সমার্থক শব্দ
-
যে নারী বীর সন্তান প্রসব করে: বীরপ্রসূ
-
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা: মহাশ্বেতা
-
যে নারী আনন্দ দান করে: বিনোদিনী
-
যে নারী বীর: বীরাঙ্গনা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
Phoneme শব্দের অর্থ –
Created: 1 month ago
A
শব্দমূল
B
নাম প্রকৃতি
C
রূপ
D
ধ্বনিমূল
ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme। এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology।

0
Updated: 1 month ago
'বিরাগী' শব্দের অর্থ কী?
Created: 3 months ago
A
উদাসীন
B
প্রতিকূল
C
রাগহীন
D
বিশেষভাবে রুষ্ট
বিরাগী (বিশেষণ)
-
শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত।
-
অর্থ হলো: উদাসীন, আসক্তিহীন এবং নিঃস্পৃহ।
-
বিরাগী শব্দের অর্থ অনুরাগী শব্দের সম্পূর্ণ বিপরীত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 3 months ago
কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
Created: 2 months ago
A
পাকা বাড়ি
B
পাকা রং
C
পাকা কাজ
D
পাকা আম
• পাকা আম।- এখানে 'পাকা' শব্দটি 'পরিপক্ব' অর্থে ব্যবহৃত হয়েছে।
অন্যদিকে,
• পাকা রং।- এখানে 'পাকা' শব্দটি ‘স্থায়ী' অর্থে ব্যবহৃত হয়েছে।
• পাকা কাজ।- এখানে 'পাকা' শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
• পাকা বাড়ি।- এখানে 'পাকা' শব্দটি 'ইটের তৈরি' অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

0
Updated: 2 months ago